সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দোয়া ও মিলাদ মাহফিল করেছে আবদুল মতিন স্মৃতি সংসদ, যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রোববার (৩ আগস্ট) বাদ মাগরিব নিউইয়র্কের জ্যাকসন হাইটস জামে মসজিদে দোয়া ও মিলাদের মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের শুরুতে জাতীয়তাবাদী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোতাহার হোসেন বলেন, স্বাধীনতার মহান ঘোষক ও আধুনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক গঠিত বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামিক মূল্যবোধের রাজনীতির শুরু থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম আব্দুল মতিন চৌধুরী বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করেছিলেন। পরে বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থা রেখে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন।
মরহুম আব্দুল মতিন চৌধুরী স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্রের সভাপতি মো. বাচ্চু মিয়া বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানে বিএনপির রাজনীতিতে সর্বদাই নিজকে উৎসর্গ করেছেন।, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্রের যাত্রা সর্বদাই বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থাশীল ছিলেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। তিনি মরহুমের আত্মার মাগফেরাতের জন্য বিশেষ দোয়া কামনা করেন।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন জ্যাকসন হাইটস জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সাদেক। ওই দোয়া মাহফিলে মরহুম আব্দুল মতিন চৌধুরী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়। এ ছাড়া দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দীর্ঘায়ু শারীরিক সুস্থতা কামনা এবং জিয়া পরিবারের সব সদস্যের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ সার্বিক সহযোগিতায় ওই দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ গিয়াস উদ্দিন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মাহবুবুর রহমান মুকুল, সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা নাসিম আহমেদ, শেখ ইউসুফ আলী, হাবিবুর রহমান, মাহবুবুর রহমান চেয়ারম্যান, মো. শিহাব উদ্দিন, নূরনবী, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আলাউদ্দিন, সাবেক সিপিএ নেতা আলাউদ্দিন মাতব্বর, নুরুল ইসলাম, আবু তাহের শাহরিয়ার, মোহাম্মদ বিদ্যুৎসহ বিপুলসংখ্যক মুসল্লি ওই দোয়ায় অংশগ্রহণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইন-এর সাধারণ সম্পাদক ও নিউইয়র্ক মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান হোসাইন দোয়া ও মিলাদ মাহফিলের সার্বিক তত্ত্বাবধান করেন।
মন্তব্য করুন