অস্ট্রেলিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

জিয়া সাইবার ফোর্স অস্ট্রেলিয়ার আহ্বায়ক শিবলী, সদস্য সচিব বুলবুল

জিয়া সাইবার ফোর্স অস্ট্রেলিয়ার আহ্বায়ক শিবলী, সদস্য সচিব বুলবুল। ছবি : কালবেলা
জিয়া সাইবার ফোর্স অস্ট্রেলিয়ার আহ্বায়ক শিবলী, সদস্য সচিব বুলবুল। ছবি : কালবেলা

প্রথমবারের মতো জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) অস্ট্রেলিয়া মহাদেশ শাখার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। গত শুক্রবার (১৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মো. শরিফুল ইসলাম শিবলীকে আহ্বায়ক এবং মো. বাদশা বুলবুলকে সদস্য সচিব করে কমিটি অনুমোদন দেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক ওয়াহিদ-উন-নবী, স্কোয়াড্রন লিডার (অব.) চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ ফাইজাল এবং মহাসচিব সফিকুল ইসলাম।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান খান চৌধুরী শিশির (নিউজিল্যান্ড)। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শামসুল আরেফীন (ভিক্টোরিয়া), মাহমুদুল হাসান (নিউ সাউথ ওয়েলস), ড. কামরুল ইসলাম (কুইন্সল্যান্ড)। আহ্বায়ক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আশিক মালেক বিপুল (ভিক্টোরিয়া), মো. মাহবুবুল আলম (নিউজিল্যান্ড), শাইরা আলম প্রিয়াঙ্কা (নিউজিল্যান্ড), নাজমুল হুদা সঞ্জু (তাসমানিয়া) এবং রাশেদ মিজান জুয়েল (নিউজিল্যান্ড)।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন, এই আহ্বায়ক কমিটি অস্ট্রেলিয়া মহাদেশে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিএনপির আদর্শ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, অস্ট্রেলিয়াতে প্রায় ৫০ হাজার বাংলাদেশি নাগরিক বসবাস করছেন। জিয়া সাইবার ফোর্স তাদের সঙ্গে মিলিত হয়ে বিএনপির পক্ষে একটি শক্তিশালী সামাজিক ও রাজনৈতিক অবস্থান তৈরি করবে। বিএনপির পক্ষ থেকে দেশের পজিটিভ নিউজ প্রচার এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অস্ট্রেলিয়া থেকে একটি শক্তিশালী ভোটব্যাংক আমাদের নেতা তারেক রহমানকে উপহার দিতে জিয়া সাইবার ফোর্স একটি শক্তিশালী ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এএফএম তাওহীদুল ইসলাম নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বর্তমান ডিজিটাল যুগে একটি চক্র বিএনপির বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। যা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে আমি বিশ্বাস করি, জিয়া সাইবার ফোর্স বিএনপির বিরুদ্ধে সমস্ত মিথ্যা প্রপাগান্ডার বিরুদ্ধে শক্তিশালী কাউন্টার জবাব প্রদান এবং সঠিক তথ্য প্রচার করতে পারবে। এই কমিটির সদস্যরা বাংলাদেশের পক্ষে, বিএনপির লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে, ইনশাআল্লাহ।

অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী বলেন, তরুণ এবং অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত এই কমিটিকে অস্ট্রেলিয়া বিএনপির পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। বর্তমানে অনলাইনে বিএনপির বিরুদ্ধে ব্যাপকভাবে নেগেটিভ প্রচারণা চালানো হচ্ছে, যা দলের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে, আমি বিশ্বাস করি যে, অস্ট্রেলিয়া/ওশেনিয়া মহাদেশ থেকে জিয়া সাইবার ফোর্স একটি বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিএনপির বিরুদ্ধে চলমান নেগেটিভ প্রচারণার মোকাবিলা এবং দলের আদর্শ ও নেতৃত্বের পক্ষে সত্য তুলে ধরার জন্য একটি কার্যকরী ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস অমি বলেন, জিয়া সাইবার ফোর্স অস্ট্রেলিয়া/ওশেনিয়া মহাদেশের নতুন অনুমোদিত কমিটির প্রতিটি সদস্য দীর্ঘদিন ধরে বিএনপির পক্ষে বিভিন্ন আন্দোলন সংগ্রামে এবং অনলাইনে লেখালেখিতে সক্রিয় ভূমিকা পালন করেছে। আমার বিশ্বাস, এই কমিটি অনুমোদনের মাধ্যমে তারা আরও নিরলসভাবে কাজ করার জন্য উৎসাহ ও উদ্দীপনা পাবেন। একইসঙ্গে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের জন্য একটি শক্তিশালী প্রবাসী ভোটব্যাংক গঠনে জিয়া সাইবার ফোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানায় জিডি করলেন সালাউদ্দিন টুকু

সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু

সাইফের চোখ বাঁচাতে প্রয়োজন ৩০ লাখ টাকা

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান

জাতিসংঘে ড. ইউনূসের সফর গণতন্ত্র ও মানবিক সংহতির বার্তা : প্রেস সচিব

বিরক্ত মেহজাবীন চৌধুরী

জামায়াত অন্তত ১৬০টি আসন পাবে : সাদ্দাম

‘মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রী হয়রানির অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’

পার্বত্য অঞ্চলকে অশান্ত করে খোয়াব পূরণ হবে না : জাগপা

‘আসল শিবির হইলো আমার মা, বাড়ি এলেই জোর করে বোরকা পরায়’

১০

উৎসবের আবহে উদযাপিত হলো টাইমস স্কয়ার দুর্গা উৎসব

১১

অবশেষে মুখ খুললেন আরিয়ান খান

১২

৮-৯ অক্টোবর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নিয়ে কী বলছে মাউশি

১৩

গণভবন কখনোই প্রধানমন্ত্রীর বাসভবন ছিল না : উপ প্রেস সচিব

১৪

ফ্রিডম ফ্লোটিলায় ইসরায়েলি বাধা / ইউরোপের বিভিন্ন দেশে সহিংস বিক্ষোভ

১৫

বিশ্বকাপে রেকর্ডের বৃষ্টি তুলে প্রোটিয়াদের উড়িয়ে দিল ইংল্যান্ড

১৬

১০০ আসন ছেড়ে দিতে পারে জামায়াত : গোলাম পরওয়ার

১৭

জুলাই সনদের আইনিভিত্তি দেওয়া না হলে সাংবিধানিক সংকট তৈরি হবে : ড. আযাদ

১৮

দেশের অগ্রগতির জন্য নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ : খোকন

১৯

মুলাদীর সাবেক পৌর মেয়র রুবেল কারাগারে

২০
X