কামাল পারভেজ অভি, সৌদি আরব
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ১১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের হাতে স্মাট কার্ড তুলে দিচ্ছেন রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী। ছবি : কালবেলা
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের হাতে স্মাট কার্ড তুলে দিচ্ছেন রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী। ছবি : কালবেলা

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য খুব দ্রুতই চালু হতে যাচ্ছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা। বৃহস্পতিবার(২৬ অক্টোবর) দেশটির রিয়াদ বাংলাদেশ দূতাবাসে সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয় পত্র প্রদান সংক্রান্ত মতবিনিময় সভা আয়োজন করা হয়।

এতে রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশার অভিবাসীরা যোগ দেন।

মতবিনিময় সভায় রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিমিএম (বার) বলেন, সৌদি আরবে বসবাসরত প্রায় ২৮ লাখ অভিবাসী বাংলাদেশিদের অনেকের জাতীয় পরিচয়পত্র নেই। যার ফলে প্রবাসীদের দেশে অনেক ধরণের সেবা প্রাপ্তিতে সমস্যায় পড়তে হয়। সৌদি প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যূলেট অফিসে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল ইতোমধ্যে কারিগরি প্রক্রিয়া ও প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করেছে। আশা করা যায় খুব দ্রুতই প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র সেবা প্রদান চালু করা সম্ভব হবে।

রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, সকলের হাতে স্মার্টকার্ড (জাতীয় পরিচয়পত্র) পৌঁছে দেওয়া প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক প্রকল্প। তাই সংযুক্ত আরব আমিরাতের পর দ্বিতীয় দেশ হিসেবে সৌদি আরবে এ প্রকল্পের কাজ শুরু করা হচ্ছে। প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী স্মার্ট নাগরিক, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট সরকার নির্মাণে সবার স্মার্ট কার্ড প্রদান জরুরি। সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের সবাইকে স্মার্ট কার্ড সেবা প্রদানে দূতাবাস প্রস্তুতি গ্রহণ করছে।

মতবিনিময় সভায় বাংলাদেশ নির্বাচন কমিশনের (IDEA Project) এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম স্মার্ট কার্ড প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। তিনি প্রবাসীরা কিভাবে স্মার্ট কার্ডের জন্য আবেদন করবে, ফরম পূরণ করে দূতাবাসে জমা দিবে তার বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, সব প্রস্তুতি সম্পন্ন হলে বর্তমানে শধুমাত্র নতুন আবেদন গ্রহণ করা হবে, সংশোধনের কাজ পর্যায়ক্রমে শুরু করা হবে।

সভায় নির্বাচন কমিশনের উপ প্রকল্প পরিচালক (IDEA Project) মেজর মামুন-অর-রশিদ এন আই ডি কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। এ সময় নির্বাচন কমিশন থেকে আগত কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কয়েকজন প্রবাসী বাংলাদেশীর হাতে স্মার্ট কার্ড তুলে দেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী যা বাংলাদেশ থেকে প্রস্তুত করে আনা হয়েছিল। এ সময় প্রবাসীরা সৌদি আরবে স্মার্ট কার্ড প্রদান সেবা চালু করার জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া দ্রুত স্মার্ট কার্ড প্রদানের দাবি জানান এবং দূতাবাসের সহযোগিতা কামনা করেন। প্রবাসীরা যাদের পাসপোর্টে বয়স বা নাম ভুল রয়েছে জাতীয় পরিচয়পত্রে তা সঠিক করে দেওয়ার দাবি জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ নির্মানে সফলতা কামনা করে ও দেশ জাতির সার্বিক মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধ হলো একসময়ের জনপ্রিয় যোগাযোগমাধ্যম স্কাইপি

সন্ধ্যার আগে দরজা-জানালা বন্ধ রাখার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

রাতের আঁধারে ৫২০টি পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ শপিং সেন্টারে আগুন

আইসিসির এপ্রিল সেরার দৌড়ে মিরাজ

গুলিবিদ্ধ ভারতীয় চোরাকারবারি আটক

জাল স্বাক্ষরে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়ন, ছাত্রদল নেতা গ্রেপ্তার

সংকটে জর্জরিত পাকিস্তান, ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত বেড়ে ১৯

হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

ভারতীয় প্রতিরক্ষা খাতের গোপন সব তথ্য পাকিস্তানিদের দখলে!

১০

দেশে ফিরছেন খালেদা জিয়া, ডিএমপির বিশেষ নির্দেশনা

১১

প্রশ্ন করলে সরকার আরও বেশি কাজ করবে : তথ্য উপদেষ্টা

১২

জিএমআইটি কার্যালয় পরিদর্শনে চসিক মেয়র

১৩

বাংলাদেশি শিল্পীদের ‘ঘাড়ধাক্কা’ দিতে চাইলেন ভারতীয় উপস্থাপিকা

১৪

বর্ণাঢ্য আয়োজনে সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন

১৫

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পদক্ষেপ নেওয়া শুরু

১৬

ঈদুল আজহায় অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে

১৭

হামলার আশঙ্কায় শেহবাজ শরিফের মালয়েশিয়া সফর স্থগিত

১৮

রাষ্ট্রীয়ভাবে শাপলা চত্বরকে গণহত্যা দিবস ঘোষণা করতে হবে : ছাত্রশিবির সভাপতি

১৯

বাতাসের গুণগতমান যাচাইয়ে ঢাকায় বসছে আধুনিক যন্ত্র

২০
X