মালয়েশিয়া থেকে মোহাম্মদ মনিরুজ্জামান
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ১২:০৬ এএম
অনলাইন সংস্করণ

দক্ষ শ্রমিক নিয়োগে মালয়েশিয়ার আগ্রহ প্রকাশ

দুই দেশের প্রতিনিধিদের বৈঠক চলাকালীন একটি চিত্র। ছবি: সংগৃহীত
দুই দেশের প্রতিনিধিদের বৈঠক চলাকালীন একটি চিত্র। ছবি: সংগৃহীত

পারস্পারিক ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিতে এবং নিজেদের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাংলাদেশ থেকে পেশাভিত্তিক দক্ষ মানবসম্পদ নিয়োগে মালয়েশিয়ার সর্ববৃহৎ রাজ্য সারাওয়াক ঢাকার সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেছে।

বুধবার (১২ জুলাই) রাজ্যটির সরকার প্রধান দাতুক পাটিঙ্গি তান শ্রী (ড.) আবং হাজী আব্দুল রহমান জোহারি তুন দাতুক আবং হাজী ওপেং রাজ্য সরকারের প্রশাসনিক সদরদপ্তরে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সরোয়ারের সঙ্গে এক বৈঠকে এই আগ্রহের কথা জানান।

বৈঠকে হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক অগ্রযাত্রা তুলে ধরে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি, ব্যাবসা-বাণিজ্য সম্প্রসারণ, পেশাভিত্তিক দক্ষ মানবসম্পদ প্রেরণ, নবায়নযোগ্য শক্তি, ডিজিটাল অর্থনীতি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, হালাল বাণিজ্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি বাংলাদেশকে বিনিয়োগের অপার সম্ভাবনাময় দেশ হিসেবে তুলে ধরে সারাওয়াক রাজ্যের বিনিয়োগকারীদের বাংলাদেশের ১০০টি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুযোগ গ্রহণের আহ্বান জানান।

বৈঠকে সারাওয়াক রাজ্যপ্রধান রাজ্যটির অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা পোস্ট কোভিড ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি (PCDS) ২০৩০ তুলে ধরে এক্ষেত্রে দক্ষ মানবসম্পদের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে কাজের বিষয়ে তার সরকারের ইতিবাচক অবস্থান তুলে ধরেন।

এ প্রসঙ্গে বাংলাদেশের হাইকমিশনার উল্লেখ করেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্টকে কাজে লাগিয়ে ডাক্তার, প্রকৌশলী, বিজ্ঞানী, গবেষকসহ বাংলাদেশের বিভিন্ন পেশাভিত্তিক দক্ষ মানবসম্পদ পৃথিবীর বিভিন্ন দেশে নিয়োজিত রয়েছে এবং একইসাথে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি প্রেরণ করে থাকে। অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখতে সারাওয়াক রাজ্যকে সহযোগিতা করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে এবং এক্ষেত্রে হাইকমিশন তথা বাংলাদেশ সরকারের পূর্ণ সহযোগিতার বিষয়ে তিনি আশ্বাস প্রদান করেন।

রাজ্যের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ থেকে পেশাভিত্তিক দক্ষ মানবসম্পদ নিয়োগ, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ অন্যান্য দ্বি-পাক্ষিক সব বিষয়ে কার্যকার্যক্রম গ্রহণের জন্য সারওয়াক রাজ্যপ্রধান তার দপ্তরের কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে নির্দেশ প্রদান করেছেন। বাংলাদেশের জন্য সম্ভাবনাময় সারাওয়াক রাজ্যের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করার লক্ষ্যে বাংলাদেশের হাইকমিশনের পক্ষ থেকে খুব শিগগিরই সংশ্লিষ্ট সব বিষয়ে রাজ্য সরকারকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হবে। এর মাধ্যমে মালয়েশিয়ার এই অঞ্চলের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সারাওয়াক রাজ্যের স্টেট সেক্রেটারি দাতো শ্রী মোহাম্মদ আবু বকর মারজুকি এবং বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি থেকে ফেরত আনা হলো ৩৮ কোটি টাকা

আলু যেন গলার কাঁটা

এবার ‘শাপলা’ প্রতীক চেয়ে ইসিতে আরেক দলের আবেদন

অকেজো সরঞ্জাম, ব্যবহারিক শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

দাম বাড়ল ভোজ্যতেলের

চমেকে এসি বিস্ফোরণে একজনের মৃত্যু

ইসরায়েলবিরোধী বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত ৫

ব্যক্তির নাম সরিয়ে ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন

এবার সব সরকারি কলেজে নতুন কর্মসূচি ঘোষণা

বর্ণাঢ্য আয়োজনে স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ

১০

খুলনা সদর আসনে ধানের শীষের দাবিদার যারা

১১

দিনদুপুরে প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

১২

প্ল্যান গণমাধ্যম পুরস্কার পেলেন কালবেলার জাফর ইকবাল

১৩

কুয়াকাটায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

১৪

ময়মনসিংহে ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

১৫

এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের তারিখ জানাল শিক্ষা বোর্ড

১৬

রামাল্লায় পৌঁছেছে ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাস

১৭

রাকসু নির্বাচন  / ‘আকাশকুসুম’ ইশতেহারে ভোটার টানার চেষ্টায় প্রার্থীরা

১৮

বিইউবিটিতে শিক্ষক দিবস উদযাপন

১৯

সুন্দর সমাজ গঠনে সৃজনশীলতাকে প্রাধান্য দিতে হবে : সাদিক কায়েম

২০
X