মালয়েশিয়া থেকে মোহাম্মদ মনিরুজ্জামান
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ১২:০৬ এএম
অনলাইন সংস্করণ

দক্ষ শ্রমিক নিয়োগে মালয়েশিয়ার আগ্রহ প্রকাশ

দুই দেশের প্রতিনিধিদের বৈঠক চলাকালীন একটি চিত্র। ছবি: সংগৃহীত
দুই দেশের প্রতিনিধিদের বৈঠক চলাকালীন একটি চিত্র। ছবি: সংগৃহীত

পারস্পারিক ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিতে এবং নিজেদের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাংলাদেশ থেকে পেশাভিত্তিক দক্ষ মানবসম্পদ নিয়োগে মালয়েশিয়ার সর্ববৃহৎ রাজ্য সারাওয়াক ঢাকার সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেছে।

বুধবার (১২ জুলাই) রাজ্যটির সরকার প্রধান দাতুক পাটিঙ্গি তান শ্রী (ড.) আবং হাজী আব্দুল রহমান জোহারি তুন দাতুক আবং হাজী ওপেং রাজ্য সরকারের প্রশাসনিক সদরদপ্তরে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সরোয়ারের সঙ্গে এক বৈঠকে এই আগ্রহের কথা জানান।

বৈঠকে হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক অগ্রযাত্রা তুলে ধরে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি, ব্যাবসা-বাণিজ্য সম্প্রসারণ, পেশাভিত্তিক দক্ষ মানবসম্পদ প্রেরণ, নবায়নযোগ্য শক্তি, ডিজিটাল অর্থনীতি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, হালাল বাণিজ্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি বাংলাদেশকে বিনিয়োগের অপার সম্ভাবনাময় দেশ হিসেবে তুলে ধরে সারাওয়াক রাজ্যের বিনিয়োগকারীদের বাংলাদেশের ১০০টি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুযোগ গ্রহণের আহ্বান জানান।

বৈঠকে সারাওয়াক রাজ্যপ্রধান রাজ্যটির অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা পোস্ট কোভিড ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি (PCDS) ২০৩০ তুলে ধরে এক্ষেত্রে দক্ষ মানবসম্পদের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে কাজের বিষয়ে তার সরকারের ইতিবাচক অবস্থান তুলে ধরেন।

এ প্রসঙ্গে বাংলাদেশের হাইকমিশনার উল্লেখ করেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্টকে কাজে লাগিয়ে ডাক্তার, প্রকৌশলী, বিজ্ঞানী, গবেষকসহ বাংলাদেশের বিভিন্ন পেশাভিত্তিক দক্ষ মানবসম্পদ পৃথিবীর বিভিন্ন দেশে নিয়োজিত রয়েছে এবং একইসাথে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি প্রেরণ করে থাকে। অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখতে সারাওয়াক রাজ্যকে সহযোগিতা করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে এবং এক্ষেত্রে হাইকমিশন তথা বাংলাদেশ সরকারের পূর্ণ সহযোগিতার বিষয়ে তিনি আশ্বাস প্রদান করেন।

রাজ্যের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ থেকে পেশাভিত্তিক দক্ষ মানবসম্পদ নিয়োগ, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ অন্যান্য দ্বি-পাক্ষিক সব বিষয়ে কার্যকার্যক্রম গ্রহণের জন্য সারওয়াক রাজ্যপ্রধান তার দপ্তরের কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে নির্দেশ প্রদান করেছেন। বাংলাদেশের জন্য সম্ভাবনাময় সারাওয়াক রাজ্যের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করার লক্ষ্যে বাংলাদেশের হাইকমিশনের পক্ষ থেকে খুব শিগগিরই সংশ্লিষ্ট সব বিষয়ে রাজ্য সরকারকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হবে। এর মাধ্যমে মালয়েশিয়ার এই অঞ্চলের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সারাওয়াক রাজ্যের স্টেট সেক্রেটারি দাতো শ্রী মোহাম্মদ আবু বকর মারজুকি এবং বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাফনের ২ মাস পর কবর থেকে প্রবাসীর লাশ উত্তোলন

একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে : সালাউদ্দিন

মঞ্চে নেচে বিতর্কে নেহা

যুক্তরাষ্ট্র প্রবাসী আবুল কালাম আজাদের নতুন বই ‘নির্বিকার নৃশংসতা’

গ্ল্যামারের খোলস ভেঙে অভিনয়েই এখন যার মনোযোগ

পরোক্ষ ধূমপান শিশুদের জন্য কতটা ভয়াবহ জানাচ্ছে গবেষণা

গহিন পাহাড় থেকে নারী-শিশুসহ উদ্ধার ৭

পেরুর সাংবাদিককে গুলি করে হত্যা

‎আগাম টমেটো চাষ এখন কৃষকের গলার কাঁটা ‎

অবসরের পর মেসির ঠিকানা নিয়ে যা বললেন বেকহ্যাম

১০

আজ ঐশীর জন্মদিন

১১

আসছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ‘পরশ’

১২

বছরজুড়ে গুগলে কী খুঁজল ভারতীয়রা

১৩

ইচ্ছা করেই ত্রুটিযুক্ত অ্যাকশন, পডকাস্টে চাঞ্চল্যকর দাবি সাকিবের

১৪

বোকাবাক্স থেকে বড় পর্দা, নিশোর জয়রথ ছুটছেই

১৫

৪২ বলের অর্ধেকই ডট, শিকার ৪ উইকেট—দুবাইয়ে মুস্তাফিজের দুর্দান্ত বোলিং

১৬

আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন ফজলুর রহমান

১৭

বেগুন গাছে ভাইরাসের আক্রমণ, ফলন নিয়ে শঙ্কা 

১৮

বাবরি মসজিদ নির্মাণ / হুমায়ুনের বাড়িতেই মিলল ৯৩ লাখ ও ১১ ট্রাংকভর্তি টাকা

১৯

বার্সা ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন রাফিনিয়া

২০
X