বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের নিয়ম অনুযায়ী এমবিবিএস ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া দোকানদাররা অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি করতে পারবে না। কারণ, এটি জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। তা সত্ত্বেও যারা প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করেন, তাদের ইনকাম হালাল হবে কি না—সম্প্রতি এমন প্রশ্নের উত্তর দিয়েছেন জনপ্রিয় ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ।
আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘লাইভ প্রশ্নোত্তর শরয়ী সমাধান’-এর ২৪৯ নম্বর পর্বে এই উত্তর দেন তিনি।
আহমাদুল্লাহ বলেন, ‘প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করলে ইনকাম হালাল হয়ে যাবে; কিন্তু কাজটি অনুচিত।’
তিনি বলেন, ‘এ কাজ করার ফলে শরিয়তের দৃষ্টি থেকে একটি ছোট গোনাহ হবে। কারণ, আপনি যে কাজটি করছেন তা অনুমোদিত নয়। অথচ আপনি অনুমোদনের বাইরে কিছু করবেন না মর্মে সংকল্পবদ্ধ হয়েই ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছেন। তাহলে আপনার কথা রক্ষা হলো না, সেক্ষেত্রে শুধু ছোট গোনাহ নয়, কবিরাহ গোনাহের দিকেও যেতে পারে।’
উপার্জন হারাম হওয়ার জন্য সুনির্দিষ্ট মানদণ্ড আছে উল্লেখ করে আস-সুন্নাহর চেয়ারম্যান আরও বলেন, ‘প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি যদি সত্যি কারও স্বাস্থ্যের জন্য হুমকির হয়, কারও বিপদের কারণ হয়, তবে সেটি আলাদা গোনাহর কারণ। কিন্তু এর ফলে আপনার উপার্জন হারাম হবে না। উপার্জন হারাম হওয়ার জন্য সুনির্দিষ্ট মানদণ্ড আছে, তার মাধ্যমে উপার্জন হারাম হবে। আপনি যদি কারও জিনিস চুরি করেন, ডাকাতি করেন, কোরআন-সুন্নাহবিরোধী কিছু করেন, তাহলে সেই উপার্জন হারাম হবে—অন্যথায় হারাম হবে না।’
মন্তব্য করুন