প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে দৈনিক কালবেলার নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উদ্ধৃত করে এবং তার ছবি যুক্ত করে কালবেলার ডিজাইন সম্বলিত একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ফ্যাক্টচেক বিষয়ক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার ফটোকার্ডের ফ্যাক্টচেক প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটির অনুসন্ধানে বলা হয়েছে, ‘সফর সঙ্গীদের একা ফেলে পিছনের দরজা দিয়ে পালিয়েছে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস’ শিরোনামে কালবেলা কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালবেলার ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে কালবেলার লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ২২ সেপ্টেম্বর, ২০২৫ এর উল্লেখ রয়েছে।
এরই সূত্রে কালবেলার ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, কালবেলার ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, কালবেলার ফেসবুক পেজে গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়, যেটির সাথে আলোচিত ফটোকার্ডটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।
উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের পারিপার্শ্বিক মিল থাকলেও উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। মূলত, এই ফটোকার্ডটির ‘নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা’ শীর্ষক শিরোনামের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘সফর সঙ্গীদের একা ফেলে পিছনের দরজা দিয়ে পালিয়েছে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস’ শিরোনাম প্রতিস্থাপন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। তাছাড়া, কালবেলার প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও রয়েছে।
মন্তব্য করুন