স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০৭:১৬ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আবারও বিতর্কে সাকিব, যা বলছে বিসিবি

জালাল ইউনুস (বাঁয়ে) ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
জালাল ইউনুস (বাঁয়ে) ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আপাতত আন্তর্জাতিক কোনো সিরিজ নেই বাংলাদেশের। আগস্টের শেষ দিকে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ রয়েছে টাইগারদের। ফলে লম্বা সময়ের ছুটিতে ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই তালিকায় আছেন সাকিব আল হাসানও।

বর্তমান কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স মিসিসাগারের নেতৃত্ব দিচ্ছেন তিনি। সেখানে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে এক প্রবাসীর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

মঙ্গলবার (৩০ জুলাই) রাতে টরেন্টো ন্যাশনালসের বিপক্ষে ম্যাচ শেষে এক দর্শকের মন্তব্যের জবাবে দেশের প্রতি সেই ভক্তের অবদান নিয়ে প্রশ্ন তুলেছেন সাকিব। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বেশ সমালোচনা। এ ঘটনায় বিসিবির পক্ষ থেকে জানানো হয়, কাজটি ভালো করেননি সাকিব।

সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে চলছে অস্থিরতা। এ আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় ঘটে। আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন জাতীয় দলের অনেক তারকা ক্রিকেটার। তবে ব্যতিক্রম সাকিব। এ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। সুদূর কানাডায় এক দর্শকের তোপের মুখে পড়লেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

টরেন্টো ন্যাশনালসের বিপক্ষে ৩০ রানে নেন ১ উইকেট। ১৬৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টরেন্টোর ইনিংস থামে ১৬৬ রানে। ফলে ২ রানের জয় পায় বাংলা টাইগার্স মিসিসাগার। ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করেন সাকিব। বাংলাদেশের আরেক পেসার শরীফুল ইসলাম ৩১ রানে নেন ১ উইকেট।

আগের দুই ম্যাচে সাকিবের ব্যাট থেকে এসেছিল মাত্র ৫ রান। তবে টরেন্টোর বিপক্ষে ১৫ বলে ২৪ রান করেন সাকিব। ৩ ম্যাচে এটি দ্বিতীয় জয় বাংলা টাইগার্সের। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়তে আছে সাকিবের দল।

ম্যাচ শেষে গ্যালারির কাছে এসে ভক্তদের অটোগ্রাফ দিচ্ছিলেন সাকিব। প্রবাসী এক বাংলাদেশি তরুণ তাকে প্রশ্ন করেন, দেশের জন্য তিনি কী করেছেন। ক্ষুব্ধ হয়ে সেই প্রবাসী জানতে চান দেশে চলমান অস্থিরতায় তিনি কেন নীরব। সরাসরি এর কোনো উত্তর না দিয়ে সেই প্রবাসীর উদ্দেশ্যে অনেকটা ক্ষোভের সুরে প্রশ্ন করেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’

সেই প্রবাসী সাকিবকে ক্রিকেট থেকে অবসর নিতে বলেন। জবাবে আরও রেগে গিয়ে কর্তব্যরত পুলিশকে সেই প্রবাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন সাকিব। তখন আশেপাশের দর্শকরাও সাকিবের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন।

এ নিয়ে বুধবার (৩১ জুলাই) মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস। এক প্রবাসীর প্রতি সাকিবের এমন প্রশ্ন কতটা যৌক্তিক এ প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন, ‘ক্রিকেটে সাকিবের অবদান আপনারাও ভালো করে জানেন। আমি কিন্তু ভিডিওটা দেখি নাই, আমার কমেন্ট (মন্তব্য) করা ঠিক হবে না। এমনটা (ভক্তকে যে মন্তব্য করেছেন সাকিব) করলে সে (সাকিব) ঠিক করেনি, সবারই সব জায়গা থেকে অবদান আছে।’

এ সময় তিনি আরও বলেন, ‘দেখেন এটা সাকিবের ব্যক্তিগত ব্যাপার। সাকিব কী বলেছে সেখানে আমি সেটা বলতে পারব না। আমি যতটুকু জেনেছি যে কথা বলা হয়েছে। কিন্তু ক্রিকেটে অবদান নাকি এখানে কোনো অবদান বোঝাতে চেয়েছে আমি জানি না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসি থেকে শাস্তি পেল ভারতীয় ক্রিকেট দল

চোখ দেখেই বোঝা যায় থাইরয়েডের সমস্যা, যে লক্ষণ দেখলেই সতর্ক হবেন

সুপেয় পানির তীব্র সংকটে চরআতাউরের বাসিন্দারা

ঢাকার ‘৭ কলেজ’ নিয়ে ব্যাখ্যা দিল শিক্ষা মন্ত্রণালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশেষ বৃত্তি নীতিমালা ২০২৫ অনুমোদিত

রাশিয়ার হুমকি মোকাবিলায় যুক্তরাজ্যের নতুন কৌশল উন্মোচন

অস্ট্রেলিয়া সফরে নতুন টেস্ট ভেন্যুর স্বাদ পেতে যাচ্ছে বাংলাদেশ

কারখানার বিপুল আইসক্রিম ধ্বংস, ৭০ হাজার টাকা জরিমানা

বিএনপিতে কোনো সন্ত্রাসী-নেশাগ্রস্ত লোকের জায়গায় নেই : শেখ আব্দুল্লাহ

আমাদের চ্যালেঞ্জ নিজেদেরই মোকাবিলা করতে হবে : চট্টগ্রাম জেলা প্রশাসক

১০

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে সেলিম, পেলেন মনোনয়ন

১১

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বড় নিয়োগ, আবেদন যেভাবে

১২

খুবিতে নতুন উদ্যোক্তাদের দিনব্যাপী ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং

১৩

বগুড়ায় জুলাই শহীদের বাড়িতে হামলা-ভাঙচুর

১৪

একই গ্রামে ৩ এমপি প্রার্থী

১৫

টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ, ২০৯৩ যাত্রীকে জরিমানা

১৬

ভূমধ্যসাগর থেকে প্রাণে বেঁচে লোমহর্ষক বর্ণনা দিলেন আশিক

১৭

সাতক্ষীরায় ২৬৫ বোতল ‘নিষিদ্ধ’ সিরাপ উদ্ধার

১৮

নারী ফুটবলে অনন্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন ঋতুপর্ণা

১৯

জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল এনসিপি

২০
X