স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০৫:৪২ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে গেলেন শান্তরা

বিমানবন্দরে বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বিমানবন্দরে বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা বিরতি! পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। দুই টেস্ট খেলতে সোমবার (১২ আগস্ট) বিকেলে পাকিস্তানের উদ্দেশে রওনা দেন নাজমুল হোসেন শান্তরা।

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি ও করাচিতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে ঢাকা ছেড়েছে টাইগাররা। এই সিরিজের আগে ঘরের মাঠে প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়নি বাংলাদেশ দল। গত ২ আগস্ট দেশে ফিরলেও মাঠে দেখা যায়নি বিদেশি কোচিং স্টাফদের।

তবে চন্ডিকা হাথুরুসিংহেসহ বিদেশি কোচিং স্টাফ দলরাও উঠেন পাকিস্তানগামী বিমানে। প্রথম টেস্ট শুরু হবে ২১ আগস্ট এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে ৩০ আগস্ট। ১৪ থেকে ১৬ আগস্ট লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে শান্ত-লিটনরা। ১৬ সদস্যের দলে রাখা হয়েছে সাকিব আল হাসানকে।

ইনজুরির কারণে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হয়নি মুশফিকুর রহিমের। তবে পাকিস্তান সফরের সিরিজে টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদও।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াডে রাখা হয়েছে ডানহাতি এ ফাস্ট বোলারকে। তবে বাদ পড়েছেন শাহাদাত হোসেন দিপু। এর আগে বাংলাদেশ এ দলের সঙ্গে পাকিস্তান গিয়েছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক।

এর আগে গত শুক্রবার (৯ আগস্ট) পাকিস্তান যায় বাংলাদেশ এ দল। সেখানে পাকিস্তান শাহিনসের সঙ্গে চার দিনের দুটি এবং তিন ওয়ানডে খেলার কথা বাংলাদেশ এ দলের। পাকিস্তান পৌঁছে দুদিন অনুশীলন করার পর ১৩ আগস্ট প্রথম চার দিনের ম্যাচ খেলতে নামবে এনামুল হক বিজয়ের দল।

এরপর ২০ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় চার দিনের। এরপর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে গড়াবে ২৬ আগস্ট। ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ এবং ৩০ আগস্ট। সফরে বাংলাদেশ এ দল সবগুলো ম্যাচ খেলবে ইসলামাবাদে।

বাংলাদেশ টেস্ট দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের আগে নির্দিষ্ট কোনো দেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল যে ৬ দেশ

মা-শিশুর পাশাপাশি দাফন, কারা ফটকে থেমে রইল স্বামীর শেষ দেখা

ভারতের প্রজাতন্ত্র দিবসে হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজন

সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ

কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন সাকিব, যা জানাল বিসিবি

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

মানুষের ভাগ্য গড়তে ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে : মামুনুল হক

১০

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলটিমেটাম

১১

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ

১২

‘নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী’

১৩

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে নিহত ৬১

১৪

ইউনিভার্সেল মেডিকেলে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

১৫

সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি

১৬

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জামায়াত নেতাদের অংশগ্রহণ

১৭

দিনাজপুরে এক বীর মুক্তিযোদ্ধার জামায়াতে যোগদান

১৮

হাজারো মানুষের ভিড়ে তারেক রহমানকে দেখতে এসে বৃদ্ধা নারীর মোনাজাত

১৯

মহাসড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ায় সড়ক অবরোধ

২০
X