স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০৫:৪২ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে গেলেন শান্তরা

বিমানবন্দরে বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বিমানবন্দরে বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা বিরতি! পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। দুই টেস্ট খেলতে সোমবার (১২ আগস্ট) বিকেলে পাকিস্তানের উদ্দেশে রওনা দেন নাজমুল হোসেন শান্তরা।

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি ও করাচিতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে ঢাকা ছেড়েছে টাইগাররা। এই সিরিজের আগে ঘরের মাঠে প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়নি বাংলাদেশ দল। গত ২ আগস্ট দেশে ফিরলেও মাঠে দেখা যায়নি বিদেশি কোচিং স্টাফদের।

তবে চন্ডিকা হাথুরুসিংহেসহ বিদেশি কোচিং স্টাফ দলরাও উঠেন পাকিস্তানগামী বিমানে। প্রথম টেস্ট শুরু হবে ২১ আগস্ট এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে ৩০ আগস্ট। ১৪ থেকে ১৬ আগস্ট লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে শান্ত-লিটনরা। ১৬ সদস্যের দলে রাখা হয়েছে সাকিব আল হাসানকে।

ইনজুরির কারণে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হয়নি মুশফিকুর রহিমের। তবে পাকিস্তান সফরের সিরিজে টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদও।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াডে রাখা হয়েছে ডানহাতি এ ফাস্ট বোলারকে। তবে বাদ পড়েছেন শাহাদাত হোসেন দিপু। এর আগে বাংলাদেশ এ দলের সঙ্গে পাকিস্তান গিয়েছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক।

এর আগে গত শুক্রবার (৯ আগস্ট) পাকিস্তান যায় বাংলাদেশ এ দল। সেখানে পাকিস্তান শাহিনসের সঙ্গে চার দিনের দুটি এবং তিন ওয়ানডে খেলার কথা বাংলাদেশ এ দলের। পাকিস্তান পৌঁছে দুদিন অনুশীলন করার পর ১৩ আগস্ট প্রথম চার দিনের ম্যাচ খেলতে নামবে এনামুল হক বিজয়ের দল।

এরপর ২০ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় চার দিনের। এরপর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে গড়াবে ২৬ আগস্ট। ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ এবং ৩০ আগস্ট। সফরে বাংলাদেশ এ দল সবগুলো ম্যাচ খেলবে ইসলামাবাদে।

বাংলাদেশ টেস্ট দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি হলে কোনো সরকারি সুবিধা নেব না : মাসুদ

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

ভাইয়া ডাকলে ভালো লাগবে, শিক্ষার্থীকে তারেক রহমান

আপনি অলস না পরিশ্রমী, জানিয়ে দেবে ছবিতে কী দেখছেন আগে

সত্যিই কি বিয়ে করলেন ধানুশ-ম্রুণাল?

ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

পলোগ্রাউন্ডে জনস্রোত, মিছিল-স্লোগানে উত্তাল চট্টগ্রাম

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

বাকপ্রতিবন্ধী ঝন্টু হোসেনের খোঁজ মিলছে না, উৎকণ্ঠায় পরিবার

মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

১০

আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর

১১

স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে গুলিবর্ষণ-ভাঙচুর

১২

বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সিদ্ধান্ত মেনে নিল বিসিবি

১৩

শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

১৪

৫ শতাংশ কোটা রেখে নিয়োগ মেধার ভিত্তিতেই হওয়া উচিত : তারেক রহমান

১৫

বড় পর্দায় ফিরছেন নিশো-মেহজাবীন

১৬

দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমার সন্ধান

১৭

কবে মুক্তি পাবে শাহরুখের ‘কিং’?

১৮

বায়ুদূষণে বিশ্ব চ্যাম্পিয়ন ঢাকা

১৯

শান্তিচুক্তি থাকা সত্ত্বেও গাজায় ইসরায়েলের হামলা 

২০
X