স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৬ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মিরাজুলের মতো মেসিকে শান্তরও অনুকরণ

লিওনেল মেসি ও নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি ও নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

ট্রফি জড়িয়ে ঘুমানোর এমন ছবি এর আগে প্রকাশ করেছিলেন ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি। যার নেতৃত্বে ৩৬ বছর পর ২০২২ সালে কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে স্বপ্নের বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা। সেই রাতে বিশ্বকাপের সোনালী ট্রফি নিয়েই ঘুমিয়েছিলেন লিওনেল মেসি। মুহূর্তেই সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার ফুটবলের সেই মহাতারকাকে স্মরণ করলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তবে শান্তর আগে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে একই রকম উদযাপন করেছিলেন বাংলাদেশের তরূণ ফুটবলার মিরাজুল ইসলামও। বিশ্বকাপ জয়ের পর মেসি যেভাবে উদযাপন করেন সেভাবেই উদযাপন করে ট্রফি আনন্দ ভাগাভাগি করেন মিরাজুল। এবার সেই পথে হাটলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেষ্ট ম্যাচ ও সিরিজ জয়ের পর শত বছরের টেষ্ট ইতিহাসের অনেক কিছুই নতুন করে লিখেছে বাংলাদেশ। ১৩৭ বছরের টেস্ট ইতিহাসে এবারই প্রথম কোনো দল ২৬ রান বা তার নিচে ৬ উইকেট হারিয়ে ম্যাচ জয়ের কীর্তি গড়েছে। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ও ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে পাকিস্তানকে তাদের মাটিতেই ধবলধোলাই করেছে বাংলাদেশ।

ঐতিহাসিক এ সিরিজ জয়ের পর ক্যাপ্টেন শান্ত বলেন, আবেগটা মুখে বলা কঠিন হবে। কারণ এ ধরনের অর্জন আমার কাছে ব্যক্তিগতভাবে বাংলাদেশের ক্রিকেটের সেরা মুহূর্তগুলোর একটি। এ সিরিজের ট্রফি শান্তর কাছে কতটা আবেগের তার প্রমাণ পাওয়া যায় ফেসবুক পোস্টে।

সিরিজ জয়ের পর পরদিন সকালেই ফেসবুকে শান্ত পোষ্ট করেছেন একটি ছবি। যেখানে দেখা যায়, হোটেল রুমে ঘুমাচ্ছেন শান্ত, আর দুহাতে জড়িয়ে রেখেছেন পাকিস্তান সিরিজ জয়ের সেই ঐতিহাসিক ট্রফি। যার ক্যাপশনে লেখা শুভ সকাল।

২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া বাংলাদেশের প্রথম টেস্ট জিততে লেগেছিলো ৫ বছর। চট্টগ্রামে জিম্বাবুয়েকে হারিয়ে খুলেছিলো বনেদি ফরম্যাটে জয়ের খাতা। তবে বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম জয় আসে ২০০৯ সালে ক্যারিবীয়দের বিপক্ষে। তবে আগের সব জয়কে ছাপিয়ে গেছে রাওয়ালপিন্ডির এ টেষ্ট জয়।

নাজমুল হোসেন শান্তর হাত ধরেই দেশের ক্রিকেটে আসছে একের পর এক প্রথমের মুহূর্ত। তার অধিনায়কত্বেই নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে প্রথম ওয়ানডে ও টি২০ ম্যাচে জয় পেয়েছিল টাইগারররা। তবে অন্য সব প্রথমের থেকে পাকিস্তানকে তাদেরই মাটিতে হারানো অবশ্যই বিশেষ কিছু, আর সে কারণেই সিরিজ জয়ের ট্রফি নিয়ে শান্তর এমন ফটোসেশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় তারেক রহমানের জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা মোস্তফা জামানের

কারা সদস্যরা কোনো স্বার্থান্বেষী রক্ষক নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা 

দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

হাঁটুসমান তুষারে ৭ কিলোমিটার হেঁটে নববধূকে ঘরে তুললেন যুবক

স্ত্রীসহ পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নতুন পে-স্কেল বাস্তবায়নের সুযোগ এই সরকারের নেই : ফাওজুল কবির

সাবেক এমপির গাড়ি ও সুপার মার্কেটসহ ৬৯৪ শতক জমি জব্দ 

বিদ্রোহী প্রার্থীকে সমর্থন, পদ হারালেন বিএনপির ৬ নেতা 

খরচ না পেয়ে নির্বাচনী দায়িত্ব ছাড়লেন মহিলা দল নেত্রী

আইসিসির চাপে পিসিবি কোণঠাসা: বয়কটের সম্ভাবনা ক্ষীণ

১০

বড় পর্দায় ফের একসঙ্গে বিজয়-রাশমিকা

১১

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের মতো তাণ্ডব চালানোর হুমকি ইরানের

১২

সর্বকালের সব রেকর্ড ভেঙে আবার বাড়ল স্বর্ণের দাম

১৩

ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে তদবির করছে ইরান

১৫

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে বিরক্ত ভেনেজুয়েলা, দেলসির কড়া বার্তা

১৬

পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি

১৭

তিন মাস পর কারাবন্দি ২৩ ভারতীয় জেলের মুক্তি 

১৮

আবু সাঈদ হত্যাকাণ্ড / চূড়ান্ত পর্যায়ে বিচারিক প্রক্রিয়া, রায় যে কোনো দিন

১৯

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যাকাণ্ডে গ্রেপ্তার বেড়ে ৬

২০
X