স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০৮:১০ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

ব্যক্তিগত নয় দলীয় অর্জনে চোখ জ্যোতির

অনুশীলনে বাংলাদেশ নারী দল। ছবি : সংগৃহীত
অনুশীলনে বাংলাদেশ নারী দল। ছবি : সংগৃহীত

উৎসবের সব আয়োজন থাকতো মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। কারণ রাত পোহারেই পর্দা উঠতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। দ্বিতীয়বারের মতো আয়োজক হতে পারত বাংলাদেশ। তবে আপাতত সেটি হচ্ছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে ঠিকই। কিন্তু তা বাংলাদেশের নয়, সংযুক্ত আরব আমিরাতে। রাজনৈতিক পালাবদলের পর নিরাপত্তাহীনতার অজুহাত দেখিয়ে বাংলাদেশকে বিশ্বকাপের আয়োজন সরিয়ে নেয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ স্কটল্যান্ড। শারজায় বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঠের লড়াই। দিনের অপর ম্যাচে লড়বে এশিয়ার দুই পাওয়ার হাউস পাকিস্তান-শ্রীলঙ্কা।

স্কটিশ নারীদের বিপক্ষে সর্বশেষ চার ম্যাচের সবগুলোতে দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও পাকিস্তানের বিপক্ষে বড় জয় পায় টাইগ্রেসরা। এতে বেড়েছে আত্মবিশ্বাস।

এবার নারী বিশ্বকাপের আগে যুগান্তকারী এক সিদ্ধান্ত নেয় আইসিসি। ক্রিকেটে পুরুষ-নারী বিশ্বকাপের প্রাইজমানি বৈষম্য দূর করে সংস্থাটি। কোনো বিভেদ না রেখে নারী-পুরুষ বিশ্বকাপে একই অর্থ পুরস্কার দেওয়া হবে।

আগের ৮ আসরের মধ্যে ৫টিতে খেলেছে বাংলাদেশ দল। প্রতিবারই বিদায় নিয়েছে প্রথম রাউন্ড থেকে। ২০১৪ থেকে টি বাংলাদেশের ষষ্ঠ অংশগ্রহণ। স্বটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের শততম ম্যাচ খেলতে নামবে না টাইগার দলপতি নিগার সুলতানা জ্যোতি।

নিজের নয় দলীয় অর্জন মনোযোগ তার, ‘আমি বলব যে পুরো দলের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য, আমরা যতগুলো বিশ্বকাপ খেলেছি; ২০১৪ ছাড়া বলার মতো তেমন বলার কিছু করতে পারিনি। আমাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এজন্য, আমরা চাই যেন এই বিশ্বকাপটা হিসাবে ও মনে রাখার মতো হয়।’

দীর্ঘদিনের জয় না পাওয়ার আক্ষেপ ঘোচানোর স্বপ্ন দেখালেন জ্যোতি, ‘এটা খুবই হতাশাজনক (কোনো জয় না পাওয়া)। কিন্তু আমি বিশ্বাস করি এই দুঃখ এবার ঘোচাতেই চাই। যেন আমাদের এই দুঃখ আর না থাকে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দল যেভাবে খেলে এসেছে, শেষ ওয়ার্মআপ ম্যাচটা যেভাবে খেলেছে পাকিস্তানের বিপক্ষে, সবাই একটা ভালো শেপে দেখেছি। সবার ভেতর এনার্জি বা ম্যাচ জেতার ক্ষুধা আছে, প্রত্যেকটা খেলোয়াড় একজন আরেকজনকে যেভাবে ব্যাক করেছে মাঠে।’

এবারের নারী নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৩ অক্টোবর। আর ২০ অক্টোবর হবে। দুবাই ও শারজার দুই স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। বিশ্বকাপের গ্রুপ-এ’তে আছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আর গ্রুপ-বি’তে বাংলাদেশের সঙ্গী দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুটানকে হারিয়ে সাফে শুভ সূচনা বাংলাদেশের

৩১ দফার সমর্থনে বিএনপি নেতা ফয়সাল আলীমের গণসংযোগ ও পথসভা

ভারতে আ.লীগের রাজনৈতিক অফিস চালু নিয়ে কড়া অবস্থানে সরকার

সাতক্ষীরায় জেল পলাতক ১১ মামলার আসামি গ্রেপ্তার

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষিকাকে পুড়িয়ে মারার চেষ্টা স্কুলছাত্রের

শিল্টনের বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ব্রাজিলিয়ান গোলকিপার

ফিল্ম স্টাইলে ব্যবসায়ীর বসতঘরে গুলি

জানা গেল দিল্লির মুখ্যমন্ত্রীকে চুলের মুঠি ধরে চড় মারার কারণ

ঘরের ভেতর জামাকাপড় শুকাচ্ছেন? হতে পারে যেসব বিপদ

ডিএমপির সাবেক এডিসি নাজমুল বরখাস্ত

১০

বৈদেশিক কর্মসংস্থানের নতুন প্ল্যাটফর্ম উদ্বোধন

১১

পাথরকাণ্ডে দুদকের তালিকায় সেই মোকাররিম

১২

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

১৩

‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলে সেই মাহিন সরকারসহ প্রার্থী হলেন যারা

১৪

জানা গেল আইসিসি র‍্যাঙ্কিং থেকে রোহিত-কোহলির নাম মুছে যাওয়ার কারণ

১৫

অনুমতি ছাড়া ছবি-ভিডিও ব্যবহার নিয়ে ক্ষুব্ধ প্রভা

১৬

অভিজ্ঞতা ছাড়াই অর্ধলাখের বেশি বেতনে চাকরির সুযোগ

১৭

ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন

১৮

হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা

১৯

চ্যাটজিপিটির ভুল তথ্যে বিপাকে পড়লেন তরুণী

২০
X