শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘ইটস জাকের শো’

জাকের আলী। ছবি : সংগৃহীত
জাকের আলী। ছবি : সংগৃহীত

৪১ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৭২ রান; স্ট্রাইকরেট ১৭৫.৬০- শেষ টি-টোয়েন্টিতে রীতিমতো উইন্ডিজ বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন জাকের আলী অনিক। তার এমন বিধ্বংসী ব্যাটিং দেখাও ছিল তখন চোখের স্বস্তি। খোদ ধারাভাষ্যকার নিখিল উত্তামচান্দানিই বলে উঠলেন, ‘'ইটস জাকের আলী-শো...। সুপারস্টার ইন দ্য মেকিং।’

এবারের উইন্ডিজ সফরটা দারুণ কেটেছে জাকের আলী অনিকের। টেস্ট দিয়ে শুরু টি-টোয়েন্টি দিয়ে শেষ। দাপুটে ক্রিকেটের উজ্জ্বল উদাহরণ দেখালেন তিনি।

তিন টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান করেছেন জাকের। শেষ ম্যাচে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন তিনি। ৮০ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। অবশ্য ভাগ্য সঙ্গে ছিল বলাই চলে জাকের আলীর। না হলে তো ১৭ রানেই থেমে যেতো তার ইনিংস। ১৫তম ওভারের তৃতীয় বলে ২ রান নিতে চেয়েছিলেন জাকের। একবার প্রান্ত বদল করে দৌড় শুরু করলেও সাড়া দেননি অপর প্রান্তে থাকা শামীম হোসেন পাটোয়ারী। প্রতিপক্ষ ইতিমধ্যে স্টাম্প ভেঙে দিলে আউট ভেবে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান জাকের। রাগ, ক্ষোভ সব যেন মাথায় ভর করল তার। কিন্তু তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে নিশ্চিত হলেন আউট জাকের নয়, আউট হয়েছে শামীম। কেননা, জাকের পৌঁছে গেলেও দাঁড়িয়ে থাকা শামীম তখনো ব্যাট নামায়নি। এবার চতুর্থ আম্পায়ারের ডাকে আবারও ফিরে এলেন জাকের। মাঠ ছাড়লেন শামীম। পুরো মুহূর্তটাতেই নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে বসেন জাকের।

ড্রেসিংরুমে কি করেছিলেন! ম্যাচের পর পুরস্কার বিতরণীতে বলেছে সে কথাও। তার মুখেই শুনুন গল্পটা, ‘ড্রেসিংরুমে গিয়ে আমি নিজেকে, ব্যাটে এবং আশপাশে যা কিছু ছিল, সবকিছুতে লাথি মারছিলাম। আর তখনই তাৎক্ষণিকভাবে থার্ড আম্পায়ার (আসলে ফোর্থ আম্পায়ার) আমাকে ডেকে নিল।’

মাঠে ফেরার পর দুই বলের ব্যবধানে আবারও জাকের ভুল করলেন। এবার বলি হলেন শেখ মেহেদী। কোনো বল না খেলেও রানআউটে ফিরতে হয়েছে তারও। জাকের দায়টা কাঁধেই নিলেন, ‘আমার কারণে আরও একটি রানআউট হয়েছে। নিজেকে লাথি মারার ইচ্ছা হচ্ছিল আমার এবং সে সময় আমি ভেঙেও পড়েছিলাম। তবে আলহামদুলিল্লাহ। এরপর আমি দলের জন্য রান করার সুযোগ পেয়েছি এবং তাদের (শামীম ও মেহেদী) রানও করতে পেরেছি।’

শামীম আগের দুই ম্যাচেই ছিলেন দাপুটে ও দুর্দান্ত। এবার জাকেরের ভুলে আউট হয়েছেন। তবে জাকের নিজের রানকে শামীমেরও বলে উল্লেখ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১০

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১১

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১২

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৩

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১৪

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১৫

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১৬

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১৭

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৮

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৯

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

২০
X