শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘ইটস জাকের শো’

জাকের আলী। ছবি : সংগৃহীত
জাকের আলী। ছবি : সংগৃহীত

৪১ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৭২ রান; স্ট্রাইকরেট ১৭৫.৬০- শেষ টি-টোয়েন্টিতে রীতিমতো উইন্ডিজ বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন জাকের আলী অনিক। তার এমন বিধ্বংসী ব্যাটিং দেখাও ছিল তখন চোখের স্বস্তি। খোদ ধারাভাষ্যকার নিখিল উত্তামচান্দানিই বলে উঠলেন, ‘'ইটস জাকের আলী-শো...। সুপারস্টার ইন দ্য মেকিং।’

এবারের উইন্ডিজ সফরটা দারুণ কেটেছে জাকের আলী অনিকের। টেস্ট দিয়ে শুরু টি-টোয়েন্টি দিয়ে শেষ। দাপুটে ক্রিকেটের উজ্জ্বল উদাহরণ দেখালেন তিনি।

তিন টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান করেছেন জাকের। শেষ ম্যাচে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন তিনি। ৮০ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। অবশ্য ভাগ্য সঙ্গে ছিল বলাই চলে জাকের আলীর। না হলে তো ১৭ রানেই থেমে যেতো তার ইনিংস। ১৫তম ওভারের তৃতীয় বলে ২ রান নিতে চেয়েছিলেন জাকের। একবার প্রান্ত বদল করে দৌড় শুরু করলেও সাড়া দেননি অপর প্রান্তে থাকা শামীম হোসেন পাটোয়ারী। প্রতিপক্ষ ইতিমধ্যে স্টাম্প ভেঙে দিলে আউট ভেবে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান জাকের। রাগ, ক্ষোভ সব যেন মাথায় ভর করল তার। কিন্তু তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে নিশ্চিত হলেন আউট জাকের নয়, আউট হয়েছে শামীম। কেননা, জাকের পৌঁছে গেলেও দাঁড়িয়ে থাকা শামীম তখনো ব্যাট নামায়নি। এবার চতুর্থ আম্পায়ারের ডাকে আবারও ফিরে এলেন জাকের। মাঠ ছাড়লেন শামীম। পুরো মুহূর্তটাতেই নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে বসেন জাকের।

ড্রেসিংরুমে কি করেছিলেন! ম্যাচের পর পুরস্কার বিতরণীতে বলেছে সে কথাও। তার মুখেই শুনুন গল্পটা, ‘ড্রেসিংরুমে গিয়ে আমি নিজেকে, ব্যাটে এবং আশপাশে যা কিছু ছিল, সবকিছুতে লাথি মারছিলাম। আর তখনই তাৎক্ষণিকভাবে থার্ড আম্পায়ার (আসলে ফোর্থ আম্পায়ার) আমাকে ডেকে নিল।’

মাঠে ফেরার পর দুই বলের ব্যবধানে আবারও জাকের ভুল করলেন। এবার বলি হলেন শেখ মেহেদী। কোনো বল না খেলেও রানআউটে ফিরতে হয়েছে তারও। জাকের দায়টা কাঁধেই নিলেন, ‘আমার কারণে আরও একটি রানআউট হয়েছে। নিজেকে লাথি মারার ইচ্ছা হচ্ছিল আমার এবং সে সময় আমি ভেঙেও পড়েছিলাম। তবে আলহামদুলিল্লাহ। এরপর আমি দলের জন্য রান করার সুযোগ পেয়েছি এবং তাদের (শামীম ও মেহেদী) রানও করতে পেরেছি।’

শামীম আগের দুই ম্যাচেই ছিলেন দাপুটে ও দুর্দান্ত। এবার জাকেরের ভুলে আউট হয়েছেন। তবে জাকের নিজের রানকে শামীমেরও বলে উল্লেখ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

জামায়াতের প্রার্থীকে শোকজ

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১০

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

১১

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

১২

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

১৩

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

১৪

মুসাব্বির হত্যা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

১৫

ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে শিবিরের দ্বারা : ডা. আউয়াল

১৬

আইসিসিকে পাঠানোর বিসিবির নতুন চিঠিতে যা আছে

১৭

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

১৮

মুদ্রা ছাপাতে প্রতি বছর ব্যয় ২০ হাজার কোটি টাকা : গভর্নর

১৯

পাকিস্তান থেকে জেএফ-১৭ কিনছে সৌদি আরব

২০
X