স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পান্তের ঝড়ো ইনিংসের পর বোলান্ডের দাপটে সমতায় সিডনি টেস্ট

আবারও দুর্দান্ত বোলিং করেছেন বোলান্ড। ছবি : সংগৃহীত
আবারও দুর্দান্ত বোলিং করেছেন বোলান্ড। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার সিডনি টেস্টের দ্বিতীয় দিনে নাটকীয়তা যেন এক মুহূর্তের জন্যও থামেনি। পুরো দিনজুড়ে ৩১৪ রান এসেছে, আর এর সঙ্গে পতন ঘটেছে ১৫টি উইকেটের! দিনের খেলা শেষে ভারত ১৪৫ রানের লিড নিয়ে এগিয়ে থাকলেও ম্যাচের মোড় এখনও যে কোনো দিকেই ঘুরে যেতে পারে। বিশেষ করে, স্কট বোলান্ডের দারুণ বোলিংয়ে ভারতের শেষ স্বীকৃত ব্যাটিং জুটি এখন ক্রিজে রয়েছে। ভারতের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে যদি জাসপ্রীত বুমরাহ সত্যিই কোনো চোট পেয়ে থাকেন, কারণ দ্বিতীয় সেশনে তিনি মাঠে নামতে পারেননি।

ভারত তাদের দ্বিতীয় ইনিংসে শুরুটা দারুণ করেছিল। যশস্বী জয়সওয়াল মিচেল স্টার্কের প্রথম ওভারেই চারটি বাউন্ডারি হাঁকিয়ে চমক দেখান। তবে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তিনি ও কেএল রাহুল। স্কট বোলান্ডের ]দুটি দুর্দান্ত ডেলিভারিতে তাদের বোল্ড করেন। এরপর বিরাট কোহলিকেও নিজের তৃতীয় শিকার বানান বোলান্ড, যিনি আবারও স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন।

ভারতের প্রতিরোধের শুরু হয় ঋষভ পান্তের হাত ধরে। প্রথম বলেই বোলান্ডকে ডাউন দ্য ট্র্যাকে এসে চার মেরে নিজের আগ্রাসী মেজাজের ইঙ্গিত দেন তিনি। পান্তের এই মনোভাব পুরো ইনিংসজুড়েই বজায় ছিল। যদিও শুভমান গিল দ্রুতই নবাগত বো ওয়েবস্টারের শিকার হন, তবে পান্ত একাই প্রতিরোধ গড়ে তোলেন। তার ঝোড়ো ব্যাটিংয়ে ২৯ বলে হাফ-সেঞ্চুরি আসে, যা ভারতের টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম।

জাদেজার সঙ্গে পান্ত ৪৬ রানের জুটি গড়েন, যেখানে জাদেজার অবদান মাত্র ২ রান। স্টার্ক, বোলান্ড ও ওয়েবস্টারের বিরুদ্ধে তিনি দারুণ সব শট খেলেন—ফ্লিক, কাট, পুল ও সুইপে বাউন্ডারির পর বাউন্ডারি এনে দেন দলকে। তবে ৬১ রান করে পান্ত থামেন প্যাট কামিন্সের বলে, যখন তিনি স্ল্যাশ করতে গিয়ে উইকেটকিপারের হাতে ধরা পড়েন। সিরিজে এটি ছিল চতুর্থবার, যখন কামিন্স পান্তকে আউট করলেন।

এরপর অস্ট্রেলিয়া রান তোলার গতি একদম কমিয়ে দেয়, আর সেই চাপেই নিতীশ রেড্ডি বোলান্ডের বলে মিড-অফে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন। কঠিন কন্ডিশনে ভারতের বোলাররা যেভাবে লড়াই করেছিলেন, ব্যাটারদের ব্যর্থতা যেন তা কিছুটা ম্লান করে দেয়।

দ্বিতীয় দিনের শুরুতে ভারতীয় বোলাররা দুর্দান্ত ছিল। সবুজ উইকেট থেকে সুইং আদায় করে নেন বুমরাহ ও সিরাজ। বুমরাহ প্রথম ওভারেই মার্নাস লাবুশেনকে আউট করেন, যা রিভিউতে নিশ্চিত হয়। অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার স্যাম কনস্টাস অবশ্য ভিন্ন পরিকল্পনায় খেলেন—বুমরাহকে রিভার্স ল্যাপ ও ড্রাইভ করে চমকে দেন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনিও। সিরাজ তাকে ও ট্রাভিস হেডকে দ্রুত ফিরিয়ে দেন, ফলে মাত্র ৩৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা।

কঠিন কন্ডিশনে স্টিভ স্মিথের অভিজ্ঞতা কাজে দেয়, কিন্তু তিনি খুব সাবধানী ব্যাটিং করছিলেন। প্রসিদ্ধ কৃষ্ণ কিছুটা অফ-রিদমে থাকায় স্মিথ কিছু গুরুত্বপূর্ণ বাউন্ডারি আদায় করেন। তবে ওয়েবস্টারের সঙ্গে ৫৭ রানের জুটি গড়ার পর, ১০ হাজার টেস্ট রানের দোরগোড়ায় থাকা স্মিথ মাত্র ৩৩ রান করে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন।

এরপর ওয়েবস্টার একাই প্রতিরোধ গড়ে তোলেন। স্মার্ট শটের মাধ্যমে তিনি ৫৭ রান করেন, কিন্তু শেষ পর্যন্ত গালিতে ক্যাচ দিয়ে বিদায় নেন। ভারতের তরুণ বোলাররা এরপর দ্রুত অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে দেন, ১৮১ রানে অলআউট করে ৪ রানের ক্ষীণ লিড এনে দেন দলকে।

দিনের শেষ ভাগে স্কট বোলান্ডের বিধ্বংসী বোলিংয়ে ভারত ৬ উইকেট হারিয়ে বসে, তবে ১৪৫ রানের লিড এখনো ম্যাচকে উন্মুক্ত রেখেছে। অস্ট্রেলিয়া এই লক্ষ্য তাড়া করতে পারবে কি না, তা নির্ভর করবে তৃতীয় দিনের শুরুতে ভারতের ব্যাটাররা কতটা লড়াই করতে পারেন তার ওপর। তবে বুমরাহের চোট নিয়ে অনিশ্চয়তা ভারতকে বেশ ভাবিয়ে তুলবে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ১৮৫ ও ১৪১/৬ (ঋষভ পান্ত ৬১; স্কট বলান্ড ৪/৪২)

অস্ট্রেলিয়া: ১৮১ ( বো ওয়েবস্টার ৫৭, স্টিভ স্মিথ ৩৩; প্রসিদ্ধ কৃষ্ণ ৩/৪২ )

লিড: ভারত ১৪৫ রান

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবানবন্দিতে নাহিদ ইসলাম / রাজাকারের নাতিপুতি আখ্যা দেওয়া শিক্ষার্থীদের জন্য ছিল অপমানজনক 

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

ব্যবহারকারীদের ক্ষতিপূরণের অর্থ দিচ্ছে ফেসবুক, কারা পাবেন?

অবশেষে জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

চাকসু নির্বাচনে লড়বেন ভিপি সাদিক কায়েমের ছোট ভাই

ইউটিউব চ্যানেল দ্রুত জনপ্রিয় করার ১০ কৌশল

শিক্ষার্থীদের সঙ্গে ইজিবাইক চালকদের সংঘর্ষ

খুলনায় বিএনপি নেতার বাড়িতে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি পারভেজ মল্লিকের

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেপ্তার

মোদি কি এবার রাজনীতি থেকে অবসর নেবেন? 

১০

নেপালে গুলিবিদ্ধ যুবকের আর্তনাদ / এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই সহজ

১১

‘বিচারের আগে আ.লীগ-জাপাসহ ১৪ দল নির্বাচনে অংশ নিতে পারবে না’

১২

বাংলাদেশি ৬ জেলেকে ধরে নিয়ে গেল ভারতীয় জলদস্যুরা

১৩

আমি তো খেলোয়াড় বা অভিনেতা না : আসিফ নজরুল

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি যেসব তারিখে

১৫

দুর্গাপূজা ঘিরে যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে : তারেক রহমান

১৬

ওভেনে খাবার গরম করেন, তেজস্ক্রিয় বিকিরণ থেকে কি ক্যানসার হতে পারে?

১৭

পাইক্রফট বিতর্কে একঘণ্টা দেরিতে শুরু হবে পাকিস্তানের ম্যাচ

১৮

সোনালি পেপারের শেয়ার কারসাজি / ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১২ কোটি টাকা জরিমানা, ছয় অডিট ফার্মকে তলব

১৯

পাসপোর্ট ছাড়া ফ্লাইট চালিয়ে জেদ্দায় আটক বিমানের পাইলট

২০
X