স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল ফাইনালে তামিমকে ‘বিদায়ী সম্মাননা’ দেবে বিসিবি

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটার তামিম ইকবালকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সম্মাননা জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও এখনো ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে এই বাঁহাতি ওপেনারের। তবে জাতীয় দলের হয়ে তার দীর্ঘ ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানাতে বিপিএল ফাইনালের মঞ্চকেই বেছে নিয়েছে বিসিবি।

আগামীকাল (৭ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় বিপিএল ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে তামিমের হাতে আনুষ্ঠানিক বিদায়ী স্মারক তুলে দেওয়া হবে। ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে মাঠে নামার আগে বিশেষ এই সম্মাননা গ্রহণ করবেন তিনি।

বিপিএল শেষে প্রিমিয়ার লিগেও খেলার সম্ভাবনা আছে তামিমের। শুধু দেশেই নয়, বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও অংশ নিতে চান তিনি। লিজেন্ডস লিগের মতো সাবেক তারকাদের টুর্নামেন্টেও দেখা যেতে পারে তাকে। তাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ব্যাট-প্যাড এখনই তুলে রাখছেন না এই ওপেনার।

তবে ভবিষ্যতে ক্রিকেট প্রশাসনে যোগ দেওয়ার গুঞ্জন নিয়েও জল্পনা চলছে। তামিম যদি সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেন, সেটি হবে তার ক্যারিয়ারের নতুন অধ্যায়।

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড গঠনের সময় তামিমকে ফেরানো নিয়ে আলোচনা হয় নির্বাচকদের মধ্যে। তারা তার মতামত জানতে চাইলে তামিম স্পষ্ট জানান, জাতীয় দলে আর ফিরতে চান না। এরপর সময় নিয়ে ভেবে ১০ জানুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।

তিনি লিখেছিলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।’

এরপর বিপিএল চলাকালীন এক সংবাদ সম্মেলনেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম। তবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সিদ্ধান্ত বদলান তিনি। যদিও এরপর জাতীয় দলের হয়ে মাত্র দুটি ওয়ানডে খেলেন। শেষবার বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছিলেন ২০২৩ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে।

বিপিএল ফাইনালে মাঠে নামার আগে তামিমের জন্য এই বিদায়ী সম্মাননা নিঃসন্দেহে আবেগঘন মুহূর্ত হয়ে থাকবে। দেশের ক্রিকেটে তার অবদান স্মরণীয় করে রাখতে বিসিবির এই উদ্যোগ প্রশংসনীয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের নতুন কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেলেন যারা

সৌদি আরবে বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

রশিতে ঝুলছিল শাকিলের দেহ, চিরকুটে কী লেখা ছিল?

ব্যর্থ হলে আর কোনো দিন নির্বাচনে আসব না : ফয়জুল করীম

অতিরিক্ত ঘুমেও লুকিয়ে আছে বিপদ

৪ জেলায় অতিভারী বৃষ্টি ও ভূমিধসের শঙ্কা

সম্ভাব্য প্রার্থী নিয়ে যে বার্তা দিলেন মনির খান

গণহারে ভিসা বাতিলের পথে কানাডা, নেপথ্যে ভারতীয় ও বাংলাদেশিদের জালিয়াতি

জুলাইয়ে হামলায় জড়িত ঢাবির নিষিদ্ধ ছাত্রলীগের ৪০৩ নেতা শনাক্ত

চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় হকার বসার সময় নির্ধারণ করে দিলেন সিটি মেয়র

১০

নাটোর-১ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

১১

বিএনপি নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জনের আহ্বান আমিনুল হকের

১২

ভীমরুলের কামড়ে প্রাণ গেল ছোট্ট শিশুর, হাসপাতালে মা

১৩

পাকিস্তানের সুপ্রিম কোর্টে বিস্ফোরণ, আহত ১২

১৪

সরকারি কর্তার জন্য ট্রেন উল্টো পথে গেল ৬ কিমি, যাত্রীদের ক্ষোভ

১৫

কক্সবাজার-৪ আসনে সড়কে কলাগাছ দিয়ে প্রতিবাদ

১৬

গ্রাহকের আস্থা ও গুণগত মানের প্রতিশ্রুতি নিয়ে দুই দশকে আকিজ সিমেন্ট

১৭

খালেদা জিয়ার বিপক্ষে প্রার্থী নিয়ে সিদ্ধান্ত নিল এনসিপি

১৮

ঝুলে আছে ঢাকা-২০, অপেক্ষায় চার নেতা

১৯

মালয়েশিয়া পাচারের আগে উদ্ধার ২৫ নারী-শিশু, আটক ২

২০
X