স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল ফাইনালে তামিমকে ‘বিদায়ী সম্মাননা’ দেবে বিসিবি

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটার তামিম ইকবালকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সম্মাননা জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও এখনো ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে এই বাঁহাতি ওপেনারের। তবে জাতীয় দলের হয়ে তার দীর্ঘ ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানাতে বিপিএল ফাইনালের মঞ্চকেই বেছে নিয়েছে বিসিবি।

আগামীকাল (৭ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় বিপিএল ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে তামিমের হাতে আনুষ্ঠানিক বিদায়ী স্মারক তুলে দেওয়া হবে। ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে মাঠে নামার আগে বিশেষ এই সম্মাননা গ্রহণ করবেন তিনি।

বিপিএল শেষে প্রিমিয়ার লিগেও খেলার সম্ভাবনা আছে তামিমের। শুধু দেশেই নয়, বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও অংশ নিতে চান তিনি। লিজেন্ডস লিগের মতো সাবেক তারকাদের টুর্নামেন্টেও দেখা যেতে পারে তাকে। তাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ব্যাট-প্যাড এখনই তুলে রাখছেন না এই ওপেনার।

তবে ভবিষ্যতে ক্রিকেট প্রশাসনে যোগ দেওয়ার গুঞ্জন নিয়েও জল্পনা চলছে। তামিম যদি সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেন, সেটি হবে তার ক্যারিয়ারের নতুন অধ্যায়।

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড গঠনের সময় তামিমকে ফেরানো নিয়ে আলোচনা হয় নির্বাচকদের মধ্যে। তারা তার মতামত জানতে চাইলে তামিম স্পষ্ট জানান, জাতীয় দলে আর ফিরতে চান না। এরপর সময় নিয়ে ভেবে ১০ জানুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।

তিনি লিখেছিলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।’

এরপর বিপিএল চলাকালীন এক সংবাদ সম্মেলনেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম। তবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সিদ্ধান্ত বদলান তিনি। যদিও এরপর জাতীয় দলের হয়ে মাত্র দুটি ওয়ানডে খেলেন। শেষবার বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছিলেন ২০২৩ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে।

বিপিএল ফাইনালে মাঠে নামার আগে তামিমের জন্য এই বিদায়ী সম্মাননা নিঃসন্দেহে আবেগঘন মুহূর্ত হয়ে থাকবে। দেশের ক্রিকেটে তার অবদান স্মরণীয় করে রাখতে বিসিবির এই উদ্যোগ প্রশংসনীয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কড়া নিরাপত্তায় আল-আকসা মসজিদে ইসরায়েলিদের অনুপ্রবেশ

দামেস্কের সামরিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

বিগ ব্যাশ: রিশাদের ম্যাচ কবে কখন, সতীর্থ কারা

মেয়ের ভুয়া ফেসবুক প্রোফাইল নিয়ে কড়া বার্তা ঐশ্বরিয়ার

বিলের জলে লোকসংস্কৃতির ঢেউ 

১৩৬ কোটি টাকার জমি দান করলেন ‘অর্জুন রেড্ডি’র দাদি

স্কুল ভর্তির লটারি বৃহস্পতিবার, ফল জানবেন যেভাবে

এআই কি সব পেশার জন্যই বড় হুমকি

জাপানে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, কেমন আছেন প্রভাস?

বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকার পরিস্থিতি কী

১০

চুলকানি শুধু ত্বকের সমস্যা নয়, হতে পারে বড় অসুখের সংকেত

১১

প্রবাসে যাওয়ার ১৮ দিন পর ফিরলেন কফিনবন্দি হয়ে

১২

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৩

দীর্ঘদিন সুস্থ থাকতে এই ৩ অভ্যাস বাদ দিন এখনই

১৪

দেশ ও দেশের মানুষ বিএনপির কাছেই নিরাপদ : ড. জালাল

১৫

মস্কোর কাছে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭

১৬

আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

১৭

শীতের দাপটে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা ১০ ডিগ্রি

১৮

সিটি ব্যাংকে চাকরির সুযোগ

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X