স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল ফাইনালে তামিমকে ‘বিদায়ী সম্মাননা’ দেবে বিসিবি

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটার তামিম ইকবালকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সম্মাননা জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও এখনো ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে এই বাঁহাতি ওপেনারের। তবে জাতীয় দলের হয়ে তার দীর্ঘ ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানাতে বিপিএল ফাইনালের মঞ্চকেই বেছে নিয়েছে বিসিবি।

আগামীকাল (৭ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় বিপিএল ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে তামিমের হাতে আনুষ্ঠানিক বিদায়ী স্মারক তুলে দেওয়া হবে। ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে মাঠে নামার আগে বিশেষ এই সম্মাননা গ্রহণ করবেন তিনি।

বিপিএল শেষে প্রিমিয়ার লিগেও খেলার সম্ভাবনা আছে তামিমের। শুধু দেশেই নয়, বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও অংশ নিতে চান তিনি। লিজেন্ডস লিগের মতো সাবেক তারকাদের টুর্নামেন্টেও দেখা যেতে পারে তাকে। তাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ব্যাট-প্যাড এখনই তুলে রাখছেন না এই ওপেনার।

তবে ভবিষ্যতে ক্রিকেট প্রশাসনে যোগ দেওয়ার গুঞ্জন নিয়েও জল্পনা চলছে। তামিম যদি সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেন, সেটি হবে তার ক্যারিয়ারের নতুন অধ্যায়।

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড গঠনের সময় তামিমকে ফেরানো নিয়ে আলোচনা হয় নির্বাচকদের মধ্যে। তারা তার মতামত জানতে চাইলে তামিম স্পষ্ট জানান, জাতীয় দলে আর ফিরতে চান না। এরপর সময় নিয়ে ভেবে ১০ জানুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।

তিনি লিখেছিলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।’

এরপর বিপিএল চলাকালীন এক সংবাদ সম্মেলনেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম। তবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সিদ্ধান্ত বদলান তিনি। যদিও এরপর জাতীয় দলের হয়ে মাত্র দুটি ওয়ানডে খেলেন। শেষবার বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছিলেন ২০২৩ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে।

বিপিএল ফাইনালে মাঠে নামার আগে তামিমের জন্য এই বিদায়ী সম্মাননা নিঃসন্দেহে আবেগঘন মুহূর্ত হয়ে থাকবে। দেশের ক্রিকেটে তার অবদান স্মরণীয় করে রাখতে বিসিবির এই উদ্যোগ প্রশংসনীয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতিবাজদের নির্বাচিত করবেন না : দুদক চেয়ারম্যান 

ইসলামী আন্দোলন থেকে মুফতি হাবিবুরকে স্থায়ীভাবে বহিষ্কার

জগন্নাথপুর মুক্ত দিবস আজ

ভিভোতে চলছে নিয়োগ

বেগম রোকেয়ার দেহাবশেষ পায়রাবন্দে সমাহিত করার দাবি 

আবু সাঈদ হত্যা : ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

‘বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন’

সকালের যে ৫ অভ্যাস রাতের ঘুম নষ্ট করে

আজ বেগম রোকেয়া দিবস

জাপানে ভূমিকম্পের সর্বশেষ অবস্থা

১০

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

১১

টানা ৪ দিন তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

১২

দক্ষিণ লেবাননে ইসরায়েলের ব্যাপক বোমা হামলা

১৩

বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, বাড়িতে আগুন-লুটপাট

১৪

যুক্তরাষ্ট্রের কাছে নিরাপত্তার ‘গ্যারান্টি’ চান জেলেনস্কি

১৫

ঢাকায় শীতের আমেজ, কমছে তাপমাত্রা 

১৬

গরম না ঠান্ডা পানি? শীতে গোসলের আগে যেগুলো মাথায় রাখবেন

১৭

অ্যাকাউন্টসে নিয়োগ দিচ্ছে ইজি ফ্যাশন

১৮

এপিবিএন সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

বিলিং বিভাগ অফিসার নেবে আকিজ বশির গ্রুপ

২০
X