শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ১১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ানডে অধ্যায়ের ইতি টানলেন মুশফিক

মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত
মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র, মুশফিকুর রহিম, বৃহস্পতিবার (৫ মার্চ) আনুষ্ঠানিকভাবে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিলেন। ১৯ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তায় অবসরের ঘোষণা দেন।

‘আলহামদুলিল্লাহ, যখনই দেশের হয়ে মাঠে নেমেছি, শতভাগের বেশি দেওয়ার চেষ্টা করেছি,’—এমনই অনুভূতির কথা জানিয়ে মুশফিক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেন। কালবেলার পাঠকদের জন্য স্টাটাসটি হুবুহ তুলে ধরা হলো,

‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

আমি আজ থেকে একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ফরম্যাট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিচ্ছি।

আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। যদিও বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত ছিল, তবে এক বিষয় নিশ্চিত— যখনই আমি দেশের জার্সি গায়ে মাঠে নেমেছি, শতভাগেরও বেশি উজাড় করে দিয়েছি, নিষ্ঠা ও সততার সঙ্গে।

গত কয়েক সপ্তাহ আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল, এবং আমি বুঝতে পেরেছি এটাই আমার নিয়তি।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা কুরআনে বলেছেন:

“তুমি যাকে ইচ্ছা সম্মান দান করো এবং যাকে ইচ্ছা অপমান করো।“ (সূরা আল ইমরান ৩:২৬)

পরম করুণাময় আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং আমাদের সকলকে সঠিক ঈমান দান করুন।

পরিশেষে, আমি আমার পরিবার, বন্ধু এবং সেইসব ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি।

জাজাকাল্লাহু খাইর।

এক বিস্ময়কর ক্যারিয়ারের গল্প

২০০৫ সালে টেস্ট ও পরের বছর ওয়ানডে অভিষেকের পর থেকেই মুশফিক বাংলাদেশের ক্রিকেটে এক নির্ভরযোগ্য নাম হয়ে ওঠেন। ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্স, দলের জন্য অগণিত ম্যাচ জেতানো ইনিংস, উইকেটের পেছনে ক্ষিপ্র দক্ষতা—সব মিলিয়ে তিনি ছিলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার।

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন তিনি। এছাড়া, তিনি টেস্টে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির মালিক। ২০১৪ সালে তার নেতৃত্বে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে পৌঁছে।

মুশফিকুর রহিম শুধু একজন ক্রিকেটার নন, তিনি ছিলেন বাংলাদেশের ক্রিকেটের হৃদয়। তার উপস্থিতি মানেই ছিল এক ভরসার প্রতীক। প্রতিকূল পরিস্থিতিতেও একপ্রান্ত আগলে রেখে দলকে টেনে নিয়ে যাওয়ার যে মানসিকতা, তা বিরল। শুধু ব্যাটিং নয়, উইকেটের পেছনে তার দক্ষতাও ছিল অতুলনীয়।

তার বিদায়ের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট এক মহীরুহকে হারালো। তবে, তার স্মরণীয় ইনিংসগুলো, তার লড়াকু মানসিকতা, এবং দলের প্রতি তার অবিচল আনুগত্য ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে।

তার বিদায়ী বার্তায় তিনি পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা দীর্ঘ ১৯ বছর ধরে তাকে সমর্থন করেছেন।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বিদায়, মুশফিক!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে রাতের আঁধারে আ.লীগের লিফলেট বিতরণ

সোমবার দেশে ফিরছেন খালেদা জিয়া

ব্রিটিশ রাজার কাছে হাইকমিশনার আবিদার পরিচয়পত্র পেশ

দিন ফুরিয়েছে শালিক পাখির

নিউমার্কেট থানা বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

রাজবাড়ীতে আগুনে পুড়ে ছাই ফার্নিচার কারখানা

সিরিয়ায় প্রেসিডেন্ট ভবনের কাছে ইসরায়েলি হামলা

পাকিস্তানের আগে আমিরাত সফর করবে শান্তরা, সূচি চূড়ান্ত

প্রতারণা মামলায় ব্যাংক কর্মকর্তা কারাগারে

‘নাপাই চণ্ডীর মেলা’ উত্তরবঙ্গবাসীর ভালোবাসার বহিঃপ্রকাশ

১০

ইউরোপা লিগে কি দেখা যাবে অল ইংলিশ ফাইনাল?

১১

প্রহসনের নির্বাচনে আ.লীগও ভোট দেয়নি : নূরুল ইসলাম বুলবুল

১২

ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ / মেহেরপুরের সড়কে যৌথবাহিনী ও ট্রাফিক বিভাগের অভিযান

১৪

অবৈধভাবে দখলকৃত প্লট উদ্ধারের নির্দেশ রাজউক চেয়ারম্যানের

১৫

হজে গিয়ে বাংলাদেশির মৃত্যু 

১৬

ভারত-পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের বার্তা

১৭

একের পর এক কালবৈশাখী আসছে চলতি মাসে

১৮

পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

১৯

ফের সুখবর পেলেন সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকরা

২০
X