শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কোহলির আপত্তি স্বত্তেও নিয়মে পরিবর্তন আনবে না বিসিসিআই

বিরাট কোহলি। ছবি : সংগৃহীত
বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের ‘ফ্যামিলি রুল’ নিয়ে বিতর্ক যেন থামছেই না। সম্প্রতি ভারতের ক্রিকেটর পোস্টার বয় বিরাট কোহলি এই নিয়মের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন, যা ভারতীয় ক্রিকেট মহলে আলোচনার ঝড় তোলে। তবে বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোহলির আপত্তি সত্ত্বেও বোর্ড এই নিয়মে কোনো পরিবর্তন আনছে না।

ভারতীয় দলের পারফরম্যান্সে ধারাবাহিকতা ফেরাতে বিসিসিআই নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চালু করে, যার অংশ হিসেবে ‘ফ্যামিলি রুল’ কার্যকর করা হয়। নিয়ম অনুযায়ী, ৪৫ দিনের বেশি সময়ের জন্য বিদেশ সফরে গেলে ক্রিকেটারদের পরিবার কেবল একবারই, সর্বোচ্চ দুই সপ্তাহের জন্য, সঙ্গে থাকতে পারবে।

এই নিয়ম নিয়ে ক্ষুব্ধ কোহলি বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে বলেন, ‘আপনার যদি কোনো খেলোয়াড়কে জিজ্ঞেস করা হয়, পরিবারকে কি সবসময় সঙ্গে চাইবে? সবাই বলবে হ্যাঁ। আমি ম্যাচ শেষ করে একা বসে থাকতে চাই না, আমি স্বাভাবিক জীবন যাপন করতে চাই। এটা আমার জন্য দায়িত্বের মতো, কিন্তু ম্যাচ শেষ হলে আমি আমার স্বাভাবিক জীবনে ফিরতে চাই।’

কোহলির এই বক্তব্যের পর বিসিসিআই-এর নিয়ম পরিবর্তনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সেই গুঞ্জনে পানি ঢেলে বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া স্পষ্টভাবে জানিয়েছেন, ‘এই মুহূর্তে আমাদের নীতিতে কোনো পরিবর্তন আসছে না। এটি আমাদের বোর্ড এবং দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম।’

বিসিসিআই এই নিয়ম চালু করেছিল মূলত ভারতের ব্যর্থ টেস্ট সফরের পর। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষেও বর্ডার-গাভাস্কার ট্রফি হেরে বসে। এই অবস্থায় দলের মধ্যে আরও শৃঙ্খলা আনতে বিসিসিআই ‘ফ্যামিলি রুল’ কার্যকর করে।

বিসিসিআই সেক্রেটারি আরও বলেন, ‘এই নিয়ম নতুন কিছু নয়। এটি আমাদের বোর্ডে বহু বছর ধরে প্রচলিত রয়েছে। বর্তমান নীতিটি পুরোনো নিয়মেরই উন্নত সংস্করণ, যেখানে দলের অনুশীলন, সফর পরিকল্পনা, ম্যাচ প্রস্তুতি, টিম মুভমেন্ট এবং শৃঙ্খলা নিশ্চিত করার জন্য অতিরিক্ত কিছু শর্ত যোগ করা হয়েছে।’

যদিও বিসিসিআই তাদের অবস্থানে অনড়, তবে ভবিষ্যতে বিশেষ পরিস্থিতিতে নিয়ম শিথিল করার সুযোগ থাকছে। সাইকিয়া জানান, ‘বিশেষ কোনো পরিস্থিতিতে পরিবারের সদস্যদের সঙ্গে থাকার অনুমতি দেওয়া হতে পারে, তবে তা হবে বোর্ডের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে।’

ফলে আপাতত বোর্ডের নিয়ম বহাল থাকলেও, ভবিষ্যতে কোহলিদের দাবি বিবেচনায় নেওয়া হতে পারে কিনা, সেটাই দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর গুলিবর্ষণকারীর পরিচয় শনাক্তের দাবি জুলকারনাইনের

ওসমান হাদিকে নিয়ে সুখবর দিলেন তাসনিম জারা

গুলিবিদ্ধ হাদির খোঁজ-খবর নিলেন ডা. জুবাইদা রহমান

এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্র-জনতার বিক্ষোভ

হাদির পরিবারের সদস্যদের পাশে ডা. জুবাইদা রহমান

‘হাদির অস্ত্রোপচারের সময় দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়’

ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘শালিসকে’ কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক

নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে : প্রগতিশীল ইসলামী জোট

১০

নিলামের পর ঢাকা ক্যাপিটালসের বড় চমক

১১

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর

১২

সাবেক রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক : স্বাস্থ্যের ডিজি

১৪

হাদিকে গুলি : হামলাকারীদের বিষয়ে ডিএমপির অনুরোধ

১৫

বিএনপি বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে চায় : মঈন খান

১৬

ডিএনএ বদলাতে শুরু করেছে মেরু ভালুক

১৭

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

১৮

লাফ দিয়ে কাঁধে কামড় বসিয়ে দিল কুকুর, ভিডিও ভাইরাল

১৯

গুলিবিদ্ধের ঘটনায় যা বললেন ওসমান হাদির বোন

২০
X