স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কোহলির আপত্তি স্বত্তেও নিয়মে পরিবর্তন আনবে না বিসিসিআই

বিরাট কোহলি। ছবি : সংগৃহীত
বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের ‘ফ্যামিলি রুল’ নিয়ে বিতর্ক যেন থামছেই না। সম্প্রতি ভারতের ক্রিকেটর পোস্টার বয় বিরাট কোহলি এই নিয়মের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন, যা ভারতীয় ক্রিকেট মহলে আলোচনার ঝড় তোলে। তবে বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোহলির আপত্তি সত্ত্বেও বোর্ড এই নিয়মে কোনো পরিবর্তন আনছে না।

ভারতীয় দলের পারফরম্যান্সে ধারাবাহিকতা ফেরাতে বিসিসিআই নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চালু করে, যার অংশ হিসেবে ‘ফ্যামিলি রুল’ কার্যকর করা হয়। নিয়ম অনুযায়ী, ৪৫ দিনের বেশি সময়ের জন্য বিদেশ সফরে গেলে ক্রিকেটারদের পরিবার কেবল একবারই, সর্বোচ্চ দুই সপ্তাহের জন্য, সঙ্গে থাকতে পারবে।

এই নিয়ম নিয়ে ক্ষুব্ধ কোহলি বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে বলেন, ‘আপনার যদি কোনো খেলোয়াড়কে জিজ্ঞেস করা হয়, পরিবারকে কি সবসময় সঙ্গে চাইবে? সবাই বলবে হ্যাঁ। আমি ম্যাচ শেষ করে একা বসে থাকতে চাই না, আমি স্বাভাবিক জীবন যাপন করতে চাই। এটা আমার জন্য দায়িত্বের মতো, কিন্তু ম্যাচ শেষ হলে আমি আমার স্বাভাবিক জীবনে ফিরতে চাই।’

কোহলির এই বক্তব্যের পর বিসিসিআই-এর নিয়ম পরিবর্তনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সেই গুঞ্জনে পানি ঢেলে বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া স্পষ্টভাবে জানিয়েছেন, ‘এই মুহূর্তে আমাদের নীতিতে কোনো পরিবর্তন আসছে না। এটি আমাদের বোর্ড এবং দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম।’

বিসিসিআই এই নিয়ম চালু করেছিল মূলত ভারতের ব্যর্থ টেস্ট সফরের পর। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষেও বর্ডার-গাভাস্কার ট্রফি হেরে বসে। এই অবস্থায় দলের মধ্যে আরও শৃঙ্খলা আনতে বিসিসিআই ‘ফ্যামিলি রুল’ কার্যকর করে।

বিসিসিআই সেক্রেটারি আরও বলেন, ‘এই নিয়ম নতুন কিছু নয়। এটি আমাদের বোর্ডে বহু বছর ধরে প্রচলিত রয়েছে। বর্তমান নীতিটি পুরোনো নিয়মেরই উন্নত সংস্করণ, যেখানে দলের অনুশীলন, সফর পরিকল্পনা, ম্যাচ প্রস্তুতি, টিম মুভমেন্ট এবং শৃঙ্খলা নিশ্চিত করার জন্য অতিরিক্ত কিছু শর্ত যোগ করা হয়েছে।’

যদিও বিসিসিআই তাদের অবস্থানে অনড়, তবে ভবিষ্যতে বিশেষ পরিস্থিতিতে নিয়ম শিথিল করার সুযোগ থাকছে। সাইকিয়া জানান, ‘বিশেষ কোনো পরিস্থিতিতে পরিবারের সদস্যদের সঙ্গে থাকার অনুমতি দেওয়া হতে পারে, তবে তা হবে বোর্ডের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে।’

ফলে আপাতত বোর্ডের নিয়ম বহাল থাকলেও, ভবিষ্যতে কোহলিদের দাবি বিবেচনায় নেওয়া হতে পারে কিনা, সেটাই দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাবি পূরণের আশ্বাস, বিচারকদের আজকের কলমবিরতি কর্মসূচি স্থগিত 

১৬ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

বিএনপি যা অঙ্গীকার করে তা বাস্তবায়ন করে : খোকন

লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, মৃত্যু ৪

রাজধানীতে আজ কোথায় কী

সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি

ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে জরুরি অভিযোগ করছে লেবানন

ইন্দোনেশিয়ার ভয়াবহ ভূমিধসে ১১ জনের মৃত্যু 

রক্তক্ষয়ী হামলার মধ্যেই কাতারে কঙ্গো শান্তি চুক্তি

তারেক রহমানের ৩১ দফাই রাষ্ট্র গঠনে সর্বজনীন দিকনির্দেশনা : মনিরুল হক চৌধুরী

১০

আদ-দ্বীন ফাউন্ডেশনে চাকরির সুযোগ, আজই আবেদন করুন

১১

ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগ, সপ্তাহে দুদিন ছুটি

১২

চাঁদাবাজির সময় ইউপি সদস্যসহ আটক ১০

১৩

১৬ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৪

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৫

১২০০ টাকার জন্য ব্যবসায়ীকে হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ৩

১৬

জালে আটকা শঙ্খচিল ফিরল আপন ঠিকানায়

১৭

রাজধানীতে কলেজের সামনে বাসে আগুন

১৮

বিচারকদের কলমবিরতি কর্মসূচি প্রত্যাহার

১৯

পুলিশের কাছে নিখোঁজ তরুণীর বার্তা / ‘খুঁইজেন না, বয়ফ্রেন্ডের সঙ্গে আছি’

২০
X