আজ ২৫ আগস্ট বাংলাদেশ জাতীয় দলের ওপেনার নাজমুল হোসেন শান্ত’র জন্মদিন। আর নিজের জন্মদিনের খুশির মধ্যে দারুণ এক সুখবর পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার। প্রথমবারের মতো পুত্র সন্তানের বাবা হয়েছেন শান্ত।
শুক্রবার (২৫ আগস্ট) সকালে নাজমুল হোসেন শান্ত ও সাবরিন সুলতানা রত্না দম্পতির ঘরে কোলজুড়ে এসেছে তাদের প্রথম সন্তান। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন টাইগার এই ওপেনার। উল্লেখ্য, ১৯৯৮ সালের এই দিনেই (২৫ আগস্ট) পৃথিবীতে আগমন ঘটে শান্তর।
সামাজিক যোগাযোগমাধ্যমে পুত্র সন্তান জন্ম হওয়ার সুখবর জানিয়েছেন শান্ত। সবার কাছে ছেলের জন্য দোআ চেয়েছেন বাংলাদেশ ওপেনার। মা ও বাচ্চা সুস্থ আছে ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি।
গত মাসের শেষ দিকে নাজমুল হোসেন শান্তর বাবা হতে যাওয়ার বিষয়টি প্রথম প্রকাশ্যে এসেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি শাওয়ারের কিছু ছবি পোস্ট করেন শান্ত। প্রকাশিত ছবিতে শান্ত-রত্না জুটির পাশাপাশি তাইজুল, মিরাজ, সাদমান ও আফিফ পত্নীদের দেখা যায়।
২০২০ সালের ১১ জুলাই করোনা মহামারি চলাকালীন ছোট পরিসরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন শান্ত-রত্না জুটি। তাদের দুজনের বাড়িই রাজশাহী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষে পড়াকালীন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা।
মন্তব্য করুন