স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান-বাংলাদেশ সিরিজে থাকছে না ডিআরএস

প্রতীকি ছবি।
প্রতীকি ছবি।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগামীকাল (২৮ মে) মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মাঠের লড়াই শুরুর আগেই আলোচনায় মাঠের বাইরের একটি বড় সিদ্ধান্ত—এই সিরিজেও থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ নিশ্চিত করেছে, বাংলাদেশ দলকে আগেভাগেই জানিয়ে দেওয়া হয়েছে যে ২৮ মে, ৩০ মে ও ১ জুনের ম্যাচগুলো ডিআরএস ছাড়াই অনুষ্ঠিত হবে।

এর আগে ডিআরএস সংকটে ভুগেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষ পর্বও। কারণ একটাই—ডিআরএস পরিচালনার দায়িত্বে থাকা প্রযুক্তিকর্মীরা, যাদের একটি বড় অংশ ভারতীয়, পাকিস্তানে আর ফিরে আসেননি।

পাক-ভারত সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার জেরে শুরু হয়েছিল কূটনৈতিক অচলাবস্থা, যার সরাসরি প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। সেই ‘সংঘাত’ থেমে গেলেও টানাপোড়েন থামেনি। পিএসএলের বাকি অংশ চালু হলেও ডিআরএস ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

এমন অনুপস্থিতির মূল্য দিতে হয়েছে দলগুলোকে। পিএসএলের ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স অধিনায়ক সৌদ শাকিলের বিতর্কিত কট-বিহাইন্ড সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় ওঠে। রিপ্লেতে স্পষ্ট দেখা গিয়েছিল বল ও ব্যাটের মধ্যে ফাঁকা জায়গা রয়েছে, কিন্তু ডিআরএস না থাকায় ভুল সিদ্ধান্ত বদলানোর উপায় ছিল না।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজেও তাই একই ধরনের বিতর্কের আশঙ্কা থেকেই যাচ্ছে। প্রযুক্তির এই অনুপস্থিতি এমন একটি সিরিজে প্রশ্ন তুলে দিচ্ছে যেখানে দুই দলের পার্থক্য প্রায়শই সূক্ষ্ম।

উল্লেখ্য, ২০২১ সালে দুই দলের সর্বশেষ টি–টোয়েন্টি সিরিজে জয়ী হয়েছিল পাকিস্তান। এবার নতুন মঞ্চ, নতুন সম্ভাবনা—কিন্তু পুরনো প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে প্রযুক্তির দিক থেকে পিছিয়ে থাকা এই সিরিজ নিয়ে।

বাংলাদেশ কোচ ও খেলোয়াড়েরা এরইমধ্যে জানিয়ে দিয়েছেন, মাঠে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্যেই তারা নামছেন। তবে ডিআরএস না থাকাটা যে কিছুটা হলেও তাদের পরিকল্পনায় প্রভাব ফেলবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

শেষ পর্যন্ত ক্রিকেট যেন মাঠেই নির্ধারিত হয়—এই প্রত্যাশাই এখন দুই দলের সমর্থকদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের আগে নির্দিষ্ট কোনো দেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল যে ৬ দেশ

মা-শিশুর পাশাপাশি দাফন, কারা ফটকে থেমে রইল স্বামীর শেষ দেখা

ভারতের প্রজাতন্ত্র দিবসে হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজন

সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ

কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন সাকিব, যা জানাল বিসিবি

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

মানুষের ভাগ্য গড়তে ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে : মামুনুল হক

১০

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলটিমেটাম

১১

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ

১২

‘নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী’

১৩

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে নিহত ৬১

১৪

ইউনিভার্সেল মেডিকেলে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

১৫

সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি

১৬

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জামায়াত নেতাদের অংশগ্রহণ

১৭

দিনাজপুরে এক বীর মুক্তিযোদ্ধার জামায়াতে যোগদান

১৮

হাজারো মানুষের ভিড়ে তারেক রহমানকে দেখতে এসে বৃদ্ধা নারীর মোনাজাত

১৯

মহাসড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ায় সড়ক অবরোধ

২০
X