কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের ভিসা জটিলতা ও ক্রেডিট ট্রান্সফার সমস্যা সমাধান জরুরি : ইউজিসি চেয়ারম্যান 

ইউজিসিতে বাংলাদেশ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা এবং নেটওয়ার্কিং বিষয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
ইউজিসিতে বাংলাদেশ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা এবং নেটওয়ার্কিং বিষয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. ফায়েজ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে হলে শিক্ষার্থীদের ভিসা জটিলতা এবং ক্রেডিট ট্রান্সফারসংক্রান্ত সমস্যা সমাধান করা অত্যন্ত জরুরি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ইউজিসিতে অনুষ্ঠিত বাংলাদেশ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা এবং নেটওয়ার্কিং বিষয়ে এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, মালয়েশিয়ায় অনেক বিশ্বমানের বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলো পশ্চিমা দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সমমানের শিক্ষা ও গবেষণা সেবা দিচ্ছে। তাদের (মালয়েশিয়ার) উচ্চশিক্ষা ও গবেষণায় সক্ষমতা রয়েছে। আরও বেশি সংখ্যক শিক্ষার্থী যাতে উভয় দেশে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পায় সেজন্য ক্রেডিট ট্রান্সফার ও ভিসা জটিলতা নিরসনসহ বিদ্যমান অন্যান্য সমস্যাগুলো সমাধান করা জরুরি।

তিনি বলেন, বাংলাদেশ এবং মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো ক্রমশ উন্নতি করছে এবং বিশ্বমানের শিক্ষা প্রদান করছে। উন্নতমানের গবেষণা পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ে সমৃদ্ধ ল্যাব এবং যোগ্য শিক্ষক রয়েছে। দেশ দুটির সংস্কৃতি ও মূল্যবোধেও মিল রয়েছে। উচ্চশিক্ষা ও গবেষণায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দেশ দুটির চমৎকার সুযোগ রয়েছে। ইউজিসি এক্ষেত্রে পূর্ণ সহযোগিতা প্রদান করবে বলে তিনি জানান।

এসময় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত সুহাদা ওসমান বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর একসঙ্গে কাজ করার বহু সুযোগ রয়েছে। মালয়েশিয়া সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রদান করছে। দেশটিতে বিশ্ব র‌্যাংকিং-এ সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পাওয়া ৫টি বিশ্ববিদ্যালয় রয়েছে।

রাষ্ট্রদূত বলেন, জাতির চাহিদা পূরণ ও ভবিষ্যত শিক্ষা ব্যবস্থার উপযোগী মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল, প্রযুক্তি, ব্যবসাসহ বিভিন্ন বিষয়ে পাঠদান করা হচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ার অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থায় পূর্ণ আস্থা রাখতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বৃত্তির সুযোগ-সুবিধা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ মাস্টার্স, পিএইচডি ও পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম চালু, বায়োটেকনোলজি ও হেলথ সায়েন্সেস গবেষণায় সহযোগিতা, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ বৃদ্ধি, ভাষা ও সংস্কৃতির বিনিময়, যৌথ গবেষণা আবেদন আহ্বান, উচ্চশিক্ষায় সুশাসন নিয়ে পলিসি ডায়ালগ আয়োজন ও জলবায়ু স্থিতিস্থাপকতা জোরদার বিষয়ে আলোচনা করা হয়।

পরে বাংলাদেশি শিক্ষক-শিক্ষার্থী এবং গবেষকদের অধ্যয়ন, গবেষণা, পড়াশোনা এবং পাঠদানের অধিকতর সুযোগ সৃষ্টির লক্ষ্যে মালয়েশিয়ার ৫টি বিশ্ববিদ্যালয় ও ইউজিসি পৃথক সমঝোতা স্মারকে সই করে।

এসময় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান ও প্রফেসর ড. মাছুমা হাবিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া, দেশের ৫২টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ইউজিসির পরিচালক, রেজিস্ট্রার, আন্তর্জাতিক সহযোগিতা ডেস্কের পরিচালক, এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস এবং মালয়েশিয়ার ১৭টি বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা-নিম্নচাপের আশঙ্কা, বৃষ্টি ও গরম নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

সারাদেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে

টম ক্রুজের প্রশংসায় পঞ্চমুখ অনিল কাপুর

স্বর্ণের দামে রেকর্ড পরিবর্তন, অবাক ব্যবসায়ীরাও

প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠকে অংশ নেবেন কর্নেল অলি ও রেদোয়ান আহমেদ

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে প্রামাণ্যচিত্র প্রকাশ

যে কারণে আর পেছনে ফিরে তাকাতে হয়নি নানকের, মিলছে চাঞ্চল্যকর তথ্য

ইউক্রেনের ভয়ে বাড়ি ছাড়লেন শত শত রুশ

এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির: শামীম পাটোয়ারী

ট্রেনে চীন গেলেন উত্তর কোরিয়ার নেতা কিম

১০

সম্পর্ক বিচ্ছিন্ন করায় প্রেমিকাকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

১১

দোয়া চেয়ে মেঘমল্লারের পোস্ট, কমেন্ট করলেন হাসনাত

১২

স্কুল মাঠে মেলার নামে ‘লটারি’ বাণিজ্য, বারান্দায় হচ্ছে অ্যাসেম্বলি

১৩

ব্রাজিল দলে সুযোগ না পাওয়া নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য নেইমারের

১৪

সশরীরে আর মনে হয় ক্যাম্পেইন করতে পারব না : মেঘমল্লার

১৫

গরমের মধ্যে তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

১৬

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল প্রশ্নে হাইকোর্টের রায় ঘোষণা শুরু

১৭

জীবিত থাকতে নিজের কবরের জায়গা নির্ধারণ করা কি জায়েজ?

১৮

অনুশীলনে প্রতিদিন ১৫০ ছক্কা হাঁকানোর দাবি করা ক্রিকেটারের অবসর ঘোষণা

১৯

বিমানবন্দরে স্টাইলিশ লুকে দীপিকা, ভিডিওতে মুগ্ধ ভক্তরা

২০
X