কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের ভিসা জটিলতা ও ক্রেডিট ট্রান্সফার সমস্যা সমাধান জরুরি : ইউজিসি চেয়ারম্যান 

ইউজিসিতে বাংলাদেশ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা এবং নেটওয়ার্কিং বিষয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
ইউজিসিতে বাংলাদেশ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা এবং নেটওয়ার্কিং বিষয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. ফায়েজ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে হলে শিক্ষার্থীদের ভিসা জটিলতা এবং ক্রেডিট ট্রান্সফারসংক্রান্ত সমস্যা সমাধান করা অত্যন্ত জরুরি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ইউজিসিতে অনুষ্ঠিত বাংলাদেশ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা এবং নেটওয়ার্কিং বিষয়ে এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, মালয়েশিয়ায় অনেক বিশ্বমানের বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলো পশ্চিমা দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সমমানের শিক্ষা ও গবেষণা সেবা দিচ্ছে। তাদের (মালয়েশিয়ার) উচ্চশিক্ষা ও গবেষণায় সক্ষমতা রয়েছে। আরও বেশি সংখ্যক শিক্ষার্থী যাতে উভয় দেশে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পায় সেজন্য ক্রেডিট ট্রান্সফার ও ভিসা জটিলতা নিরসনসহ বিদ্যমান অন্যান্য সমস্যাগুলো সমাধান করা জরুরি।

তিনি বলেন, বাংলাদেশ এবং মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো ক্রমশ উন্নতি করছে এবং বিশ্বমানের শিক্ষা প্রদান করছে। উন্নতমানের গবেষণা পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ে সমৃদ্ধ ল্যাব এবং যোগ্য শিক্ষক রয়েছে। দেশ দুটির সংস্কৃতি ও মূল্যবোধেও মিল রয়েছে। উচ্চশিক্ষা ও গবেষণায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দেশ দুটির চমৎকার সুযোগ রয়েছে। ইউজিসি এক্ষেত্রে পূর্ণ সহযোগিতা প্রদান করবে বলে তিনি জানান।

এসময় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত সুহাদা ওসমান বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর একসঙ্গে কাজ করার বহু সুযোগ রয়েছে। মালয়েশিয়া সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রদান করছে। দেশটিতে বিশ্ব র‌্যাংকিং-এ সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পাওয়া ৫টি বিশ্ববিদ্যালয় রয়েছে।

রাষ্ট্রদূত বলেন, জাতির চাহিদা পূরণ ও ভবিষ্যত শিক্ষা ব্যবস্থার উপযোগী মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল, প্রযুক্তি, ব্যবসাসহ বিভিন্ন বিষয়ে পাঠদান করা হচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ার অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থায় পূর্ণ আস্থা রাখতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বৃত্তির সুযোগ-সুবিধা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ মাস্টার্স, পিএইচডি ও পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম চালু, বায়োটেকনোলজি ও হেলথ সায়েন্সেস গবেষণায় সহযোগিতা, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ বৃদ্ধি, ভাষা ও সংস্কৃতির বিনিময়, যৌথ গবেষণা আবেদন আহ্বান, উচ্চশিক্ষায় সুশাসন নিয়ে পলিসি ডায়ালগ আয়োজন ও জলবায়ু স্থিতিস্থাপকতা জোরদার বিষয়ে আলোচনা করা হয়।

পরে বাংলাদেশি শিক্ষক-শিক্ষার্থী এবং গবেষকদের অধ্যয়ন, গবেষণা, পড়াশোনা এবং পাঠদানের অধিকতর সুযোগ সৃষ্টির লক্ষ্যে মালয়েশিয়ার ৫টি বিশ্ববিদ্যালয় ও ইউজিসি পৃথক সমঝোতা স্মারকে সই করে।

এসময় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান ও প্রফেসর ড. মাছুমা হাবিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া, দেশের ৫২টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ইউজিসির পরিচালক, রেজিস্ট্রার, আন্তর্জাতিক সহযোগিতা ডেস্কের পরিচালক, এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস এবং মালয়েশিয়ার ১৭টি বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর থেকে বগুড়ায় ফিরেছেন তারেক রহমান

বিএনপির জনসভায় অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি

বিএনপি-জামায়াতের ভোট কত শতাংশ, জানাল জরিপ সংস্থা

বহিষ্কার ও গণপদত্যাগে সংকটে মুন্সীগঞ্জ বিএনপি

নির্বাচন উপলক্ষে নেপালকে দ্বিতীয় দফায় ২৫০ গাড়ি দিল ভারত

ওয়ারী পাস্তা ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮

‘মেয়েদের মাস্টার্স পর্যন্ত পড়ালেখা ফ্রি করবে জামায়াত’

শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা মাহাবুবের জামায়াতে যোগদান

আগামীর জন্য বিনিয়োগ : সিঙ্গার বাংলাদেশের নতুন যুগ

মদিনায় ২১ লাখ বৃক্ষরোপণ করল সৌদি সরকার

১০

এবার নিশিরাতে নির্বাচন করতে দেব না : তারেক রহমান

১১

ফ্ল্যাট থেকে জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার, গৃহকর্মী পলাতক

১২

গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ১২ ফেব্রুয়ারির নির্বাচন গুরুত্বপূর্ণ : হাবিব

১৩

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ‘বোম্ব সাইক্লোন’

১৪

পিটিয়ে মানুষ হত্যাকারীদের কাছে বাংলাদেশ নিরাপদ নয় : গোলাম পরওয়ার

১৫

প্রেমিক বিবাহিত, সন্তানও আছে! গোপন তথ্য ফাঁস করল চ্যাটজিপিটি

১৬

টেলিগ্রামে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারকারী গ্রেপ্তার

১৭

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের

১৮

নেদারল্যান্ডসে প্রযুক্তি খাতে বছরে ৪০ হাজার কর্মীর চাহিদা, সম্ভাবনায় বাংলাদেশ

১৯

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আজারবাইজান

২০
X