শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

৩ জনের ডিএনএ থেকে জন্ম নেওয়া শিশুরা বংশগত দুরারোগ্য রোগ থেকে মুক্ত

শিশু। ছবি : সংগৃহীত
শিশু। ছবি : সংগৃহীত

তিনজন মানুষের ডিএনএ ব্যবহার করে জন্ম নেওয়া শিশুরা বংশগত দুরারোগ্য রোগ থেকে মুক্ত। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি যুক্তরাজ্যে এই প্রযুক্তির মাধ্যমে ৮টি শিশু জন্মগ্রহণ করেছে, যারা জটিল জেনেটিক রোগ থেকে মুক্ত।

বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে এই প্রথমবারের মতো তিন ব্যক্তির জেনেটিক উপাদান ব্যবহার করে সন্তান জন্মদানের প্রযুক্তি সফলভাবে প্রয়োগ করা হলো। যার মূল উদ্দেশ্য, মায়ের শরীর থেকে সন্তানের মধ্যে সঞ্চারিত ভয়াবহ মাইটোকন্ড্রিয়াল রোগ প্রতিরোধ করা।

এই পদ্ধতিতে মা ও বাবার ডিম্বাণু ও শুক্রাণুর সঙ্গে আরেক নারীর একটি সুস্থ ডিম্বাণুর অংশ যুক্ত করা হয়। মূলত, মায়ের দেহে থাকা ত্রুটিপূর্ণ মাইটোকন্ড্রিয়া সরিয়ে তার জায়গায় অন্য এক নারীর সুস্থ মাইটোকন্ড্রিয়া প্রতিস্থাপন করা হয়। এতে জন্ম নেওয়া শিশুর শরীর মারাত্মক জিনগত রোগ থেকে সুরক্ষিত থাকে।

বিবিসির তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এ ধরনের চিকিৎসা ১০ বছর আগেই আইনি স্বীকৃতি পেয়েছিল। তবে এখনই প্রথম এর সফল ফল পাওয়া গেল। এই প্রযুক্তিতে ৮টি সুস্থ শিশুর জন্মগ্রহণ সম্ভব হলো।

মাইটোকন্ড্রিয়াল রোগ এমন এক জিনঘটিত সমস্যা, যা শুধু মায়ের দিক থেকে সন্তানের শরীরে প্রবেশ করে এবং শরীরের কোষে শক্তি উৎপাদনের প্রক্রিয়ায় মারাত্মক ব্যাঘাত ঘটায়। এতে শিশুদের দেহে দেখা দেয় নানান জটিলতা—যেমন হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়া, মস্তিষ্কে ক্ষতি, খিঁচুনি, অন্ধত্ব, পেশি দুর্বলতা, এমনকি অঙ্গ বিকল। অনেক সময় জন্মের কদিনের মধ্যেই শিশুর মৃত্যু ঘটে।

যেসব মায়েরা এই জিনগত ত্রুটির বাহক, তাদের ভবিষ্যৎ সন্তানও ঝুঁকিতে থাকে। তাই এই পদ্ধতি তাদের জন্য এক নতুন আশার দুয়ার খুলে দিয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, তিনজনের অংশগ্রহণে জন্ম নেওয়া এসব শিশুর প্রায় শতভাগ জেনেটিক উপাদান আসে মা ও বাবার কাছ থেকে। তৃতীয় নারীর ডিএনএ মাত্র ০.১ শতাংশ, যা শুধু মাইটোকন্ড্রিয়াল অংশে সীমাবদ্ধ এবং এটি ভবিষ্যত প্রজন্মেও প্রবাহিত হতে পারে।

নিউক্যাসল ফার্টিলিটি সেন্টারে এই প্রক্রিয়ার অধীনে অংশ নেওয়া পরিবারগুলো নিজেদের পরিচয় গোপন রেখেছে। তবে তাদের অনুভূতি প্রকাশ পেয়েছে।

এক কন্যাশিশুর মা বলেন, অনেক বছর ধরে আমরা অন্ধকারে ছিলাম। এই চিকিৎসা আমাদের জীবনে আলো এনে দিয়েছে। আজ আমাদের সন্তান সুস্থভাবে বেড়ে উঠছে, এটা আমাদের জন্য এক অপার কৃতজ্ঞতার বিষয়।

এক পুত্রসন্তানের মা বলেন, এই প্রযুক্তি আর সহায়তা না পেলে আমরা হয়তো কখনও একটি পূর্ণ পরিবার পেতাম না। আজ আমরা শুধু আশা আর আনন্দে ভরে আছি।

মাইটোকন্ড্রিয়া কী?

মাইটোকন্ড্রিয়া হলো কোষের ক্ষুদ্র একক যা অক্সিজেন ব্যবহার করে খাবার থেকে শক্তি তৈরি করে। এই অঙ্গাণু শুধু মায়ের দিক থেকেই সন্তানের শরীরে আসে, তাই ত্রুটিপূর্ণ মাইটোকন্ড্রিয়া প্রতিস্থাপনই ছিল এই চিকিৎসার মূল কৌশল।

নিউক্যাসল ইউনিভার্সিটি ও স্থানীয় হাসপাতালগুলোর গবেষণায় এক দশক আগে এই চিকিৎসা পদ্ধতির ভিত্তি তৈরি হয়। ২০১৭ সালে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা (এনএইচএস) বিভাগে চালু হয় একটি বিশেষায়িত ইউনিট।

চিকিৎসা প্রক্রিয়াটি কিছুটা জটিল। প্রথমে মা ও দাতা দুই নারীর ডিম্বাণু এবং বাবার শুক্রাণু ল্যাবরেটরিতে নিষিক্ত করা হয়। এরপর ভ্রূণ গঠনের পর ডিএনএ-যুক্ত ‘প্রো-নিউক্লিয়াস’ অংশগুলো একত্র করে তা সুস্থ মাইটোকন্ড্রিয়া-যুক্ত ভ্রূণে স্থাপন করা হয়। এর ফলে শিশুটি জেনেটিকভাবে তার মা-বাবার সন্তানই থাকে, তবে মাইটোকন্ড্রিয়াল রোগ থেকে থাকে মুক্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাগিংয়ের ঘটনায় ১২ শিক্ষার্থী বহিষ্কার

‘গণঅভ্যুত্থানের ফসল কাদের হাতে তুলে দিয়েছি, ভাবতে হচ্ছে আমাদেরই’

‘জুলাই আন্দোলন ছিল ফ্যাসিবাদের বিপক্ষে জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ’

মতিঝিল সেনা কল্যাণ ভবনে আগুন

নেতাকর্মীদের অসুস্থ স্বজনের খোঁজ নিতে হাসপাতালে মীর হেলাল

খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

স্বরাষ্ট্র উপদেষ্টাকে দ্রুত প্রত্যাহার করতে হবে : ডা. তাহের

বগুড়ায় বিভীষিকাময় দুই হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার

অনার্স-মাস্টার্সে প্রথম হয়েও নিয়োগের ভাইভাতে ডাক পাননি আজমল

শহীদ তাহমিদের মৃত্যুর পরেই ফুঁসে ওঠে নরসিংদী

১০

‘তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের দুঃসাহস মেনে নেওয়া হবে না’

১১

১৬ বছর পর প্রাথমিকে বৃত্তি পরীক্ষা, সম্ভাব্য তারিখ জানিয়ে চিঠি

১২

লামার পর্যটনকেন্দ্র ও রিসোর্ট খুলে দেওয়া হয়েছে

১৩

নির্বাচনকে বিলম্বিত করতে ষড়যন্ত্র চলছে : আসাদুল হাবিব দুলু

১৪

ইরানে ফের হামলার পরিকল্পনা

১৫

কথাবার্তা পরিষ্কার, নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না : রাশেদ প্রধান

১৬

আগস্টের প্রথম দশকেই এসএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল

১৭

ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র মোকাবিলায় দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন : দুলু

১৮

কারও ভুলের কারণে যেন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত না হয় : এ্যানি

১৯

জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে : প্রধান উপদেষ্টা

২০
X