ইংল্যান্ডের তরুণ স্পিনার ফারহান আহমেদ শুক্রবার রাতে নটিংহ্যামে টি-টোয়েন্টি ব্লাস্টের মঞ্চে দেখালেন দুর্দান্ত এক পারফরম্যান্স। ১৭ বছর বয়সেই হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার করে নিজেকে চমকপ্রদভাবে উপস্থাপন করলেন তিনি।
ট্রেন্ট ব্রিজে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে খেলতে নেমে ফারহান একাই ধসিয়ে দেন প্রতিপক্ষ ব্যাটিং লাইনআপ। টম অ্যাসপিনওয়াল, লুক উড এবং মিচেল স্ট্যানলিকে পরপর তিন বলে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। সবমিলিয়ে তার বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ২৫ রান দিয়ে ৫ উইকেট।
এই হ্যাটট্রিকের মাধ্যমে ফারহান টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন। তার বয়স তখন ছিল ১৭ বছর ১৪৭ দিন।
এর আগে ম্যাচের শুরুতেই ফারহান তুলে নেন ল্যাঙ্কাশায়ার অধিনায়ক কিটন জেনিংস ও অভিজ্ঞ টি-টোয়েন্টি তারকা ক্রিস গ্রিনের উইকেট। ফরহানের দুর্দান্ত বোলিংয়ে ল্যাঙ্কাশায়ার গুটিয়ে যায় মাত্র ১২৬ রানে।
নটিংহ্যামশায়ার পরে ম্যাচটি জিতে নেয় ৪ উইকেটে। যদিও ম্যাচসেরা নির্বাচিত হন টম মুরস, যিনি খেলেন ৭৫ রানের দুর্দান্ত ইনিংস। তবে ফরহানের হ্যাটট্রিক এবং বল হাতে প্রভাব ছিল নজরকাড়া।
ফারহান আহমেদ এরইমধ্যে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের সদস্য হিসেবে ২০২৪ বিশ্বকাপে অংশ নিয়েছেন, যেখানে ৪ ম্যাচে ৫ উইকেট নেন মাত্র ৩.২২ ইকোনমি রেটে।
২০২৪ সালে নটিংহ্যামশায়ারের হয়ে মাত্র ১৬ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। অভিষেক ম্যাচেই সারে’র বিপক্ষে ৭ উইকেট তুলে নেন, এরপর পুরো ম্যাচে ১০ উইকেট নিয়ে গড়েন রেকর্ড—ইংল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ১০ উইকেট নেওয়ার কীর্তি।
এখন পর্যন্ত ১৩টি প্রথম শ্রেণির ম্যাচে ফারহান শিকার করেছেন ৩৮টি উইকেট, যার মধ্যে রয়েছে দুটি চার উইকেট, একটি পাঁচ উইকেট এবং একটি ১০ উইকেটের কীর্তি।
ইতোমধ্যেই ফারহানকে নিয়ে আগ্রহ বাড়ছে ইংল্যান্ড ক্রিকেট মহলে। বড় ভাই রেহান আহমেদ ইতোমধ্যে ইংল্যান্ড জাতীয় দলে খেলে ফেলেছেন, এবার আলোচনায় ছোট ভাই ফারহান। তার ধারাবাহিকতা ও প্রতিভা বলছে—ইংল্যান্ডের ভবিষ্যৎ স্পিন আক্রমণের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে তার হাতেই।
এই কিশোর তারকার হ্যাটট্রিকের ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। দর্শকদের মন জয় করে নেওয়া এই পারফরম্যান্সে একবাক্যে বলা যায়—ইংল্যান্ড পেয়েছে ভবিষ্যতের আরেক স্পিন জাদুকর।
FARHAN AHMED HAS A VITALITY BLAST HAT-TRICK AT 17 YEARS OLD!!!!! pic.twitter.com/dTThC98cwB— Vitality Blast (@VitalityBlast) July 18, 2025
মন্তব্য করুন