স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১১:১০ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১১:৪২ এএম
অনলাইন সংস্করণ

বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক সবসময়ই ভালো: বিসিবি সভাপতি বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত
আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা ঘিরে কয়েকদিন ধরেই চলছিল জটিলতা ও টানাপোড়েন। ভেন্যু নিয়ে আপত্তি জানিয়ে সভা বয়কটের হুমকি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এমনকি তাদের সঙ্গে শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের যোগ না দেওয়ার সম্ভাবনার কথাও শোনা গিয়েছিল। তবে সব শঙ্কা উড়িয়ে শেষ পর্যন্ত ভার্চুয়ালি হলেও সভায় অংশ নিচ্ছে ভারত।

এসিসির ২৪ ও ২৫ জুলাইয়ের বার্ষিক সভাকে সামনে রেখে এখন ঢাকায় উপস্থিত আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধি। ভার্চুয়ালি সভায় যোগ দেবেন শ্রীলঙ্কা ও নেপালের কর্মকর্তারাও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বাংলাদেশে আমরা এসিসির বার্ষিক সভার আয়োজন করেছি। আয়োজক হিসেবে আমাদের দায়িত্ব ছিল সবাইকে যুক্ত করা, সেটা আমরা পেরেছি। ক্রিকেটের বৃহত্তর স্বার্থেই সবাই অংশ নিচ্ছে। যারা ঢাকায় আসতে পারছে না, তারা ভার্চুয়ালি অংশ নিচ্ছে। আফগানিস্তান প্রতিনিধি ইতোমধ্যে এসে পৌঁছেছে, ভারত ও শ্রীলঙ্কা ভার্চুয়ালি যুক্ত হবে।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়েও আশাবাদী বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সবসময়ই ভালো ছিল, এখনও ভালো আছে। আমরা যে দ্বিপাক্ষিক সিরিজটি স্থগিত করেছি, সেটি পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই করেছি। দুই বোর্ড বসে সময় নির্ধারণ করেছি। গতকাল এবং আজ বিসিসিআইয়ের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ হয়েছে। সম্পর্কটা যে ইতিবাচক, তা আমরা ধরে রাখছি।’

আসন্ন এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এই সভায়। ছয় দলের এই টুর্নামেন্টের আয়োজক ভারত হলেও রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তান সেখানে খেলতে রাজি নয়। ফলে টুর্নামেন্টের সময় ও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

এসিসির এই সভা তাই শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং আসন্ন এশিয়া কাপের ভবিষ্যত নির্ধারণে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হতে যাচ্ছে। যেখানে অংশগ্রহণকারী দেশগুলোর সম্পর্ক ও সমঝোতাই বড় ভুমিকা রাখবে — এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও আকাশে বিপদে এয়ার ইন্ডিয়ার বিমান

বিমান দুর্ঘটনা / নিহতদের স্মরণে রাজধানীতে প্রদীপ প্রজ্বলন ও বিশেষ প্রার্থনা 

সেই গরু বিক্রেতাকে ওমরাহ পালনে পাঠালেন অপু বিশ্বাস

‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সরিয়ে নেওয়া উচিত’

আর্জেন্টাইন পুলিশের নগ্ন ছবি ধারণ, জরিমানা গুগলের

মহিষবাহী ট্রাকচাপায় একই পরিবারের ৩ সদস্য নিহত

যুদ্ধবিরতি চাচ্ছে কম্বোডিয়া, সীমান্তে শক্তি বাড়াচ্ছে থাইল্যান্ড

বিয়েবাড়িতে ২ পক্ষের নারীদের তর্কযুদ্ধ, অতঃপর...

মাঝ আকাশে বিমানে যাত্রীর মৃত্যু, মরদেহ উধাও

নজরদারিতে যেসব অ্যাপস, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

১০

২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়বেন রোনালদো?

১১

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১২

মাইলস্টোন কর্তৃপক্ষের বিচার দাবি গয়েশ্বরের

১৩

উত্তাল সাগর, কক্সবাজারে ৩ নম্বর সতর্কতা সংকেত

১৪

মাইলস্টোন ট্র্যাজেডি / সন্তানদের কবরে অন্য কারও কবর চান না নাজিয়া-নাফিরের বাবা

১৫

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৬৪ জন

১৬

আর যেন কোনো প্রাণ এভাবে না ঝরে : সপু

১৭

স্বর্ণের নতুন দাম কার্যকর, ভরি কত

১৮

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪০ জন, আশঙ্কাজনক ৫

১৯

রাজনীতির মাঠে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে : মঞ্জু

২০
X