স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১১:১০ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১১:৪২ এএম
অনলাইন সংস্করণ

বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক সবসময়ই ভালো: বিসিবি সভাপতি বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত
আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা ঘিরে কয়েকদিন ধরেই চলছিল জটিলতা ও টানাপোড়েন। ভেন্যু নিয়ে আপত্তি জানিয়ে সভা বয়কটের হুমকি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এমনকি তাদের সঙ্গে শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের যোগ না দেওয়ার সম্ভাবনার কথাও শোনা গিয়েছিল। তবে সব শঙ্কা উড়িয়ে শেষ পর্যন্ত ভার্চুয়ালি হলেও সভায় অংশ নিচ্ছে ভারত।

এসিসির ২৪ ও ২৫ জুলাইয়ের বার্ষিক সভাকে সামনে রেখে এখন ঢাকায় উপস্থিত আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধি। ভার্চুয়ালি সভায় যোগ দেবেন শ্রীলঙ্কা ও নেপালের কর্মকর্তারাও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বাংলাদেশে আমরা এসিসির বার্ষিক সভার আয়োজন করেছি। আয়োজক হিসেবে আমাদের দায়িত্ব ছিল সবাইকে যুক্ত করা, সেটা আমরা পেরেছি। ক্রিকেটের বৃহত্তর স্বার্থেই সবাই অংশ নিচ্ছে। যারা ঢাকায় আসতে পারছে না, তারা ভার্চুয়ালি অংশ নিচ্ছে। আফগানিস্তান প্রতিনিধি ইতোমধ্যে এসে পৌঁছেছে, ভারত ও শ্রীলঙ্কা ভার্চুয়ালি যুক্ত হবে।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়েও আশাবাদী বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সবসময়ই ভালো ছিল, এখনও ভালো আছে। আমরা যে দ্বিপাক্ষিক সিরিজটি স্থগিত করেছি, সেটি পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই করেছি। দুই বোর্ড বসে সময় নির্ধারণ করেছি। গতকাল এবং আজ বিসিসিআইয়ের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ হয়েছে। সম্পর্কটা যে ইতিবাচক, তা আমরা ধরে রাখছি।’

আসন্ন এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এই সভায়। ছয় দলের এই টুর্নামেন্টের আয়োজক ভারত হলেও রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তান সেখানে খেলতে রাজি নয়। ফলে টুর্নামেন্টের সময় ও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

এসিসির এই সভা তাই শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং আসন্ন এশিয়া কাপের ভবিষ্যত নির্ধারণে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হতে যাচ্ছে। যেখানে অংশগ্রহণকারী দেশগুলোর সম্পর্ক ও সমঝোতাই বড় ভুমিকা রাখবে — এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে’

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে : মির্জা ফখরুল

খুলনায় পারভেজ মল্লিকের নেতাকর্মীর ওপর হেলালপন্থিদের হামলা

গাজীপুরের সাবেক পৌর মেয়রসহ ৫ আ.লীগ নেতা গ্রেপ্তার

স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগান, সংঘর্ষে আহত ১০

গৃহযুদ্ধের পরিস্থিতি হলে দায় প্রধান উপদেষ্টার : নাসীরুদ্দীন পাটওয়ারী

ভিসা আবেদনকারীদের জার্মান দূতাবাসের সতর্কবার্তা

সীমান্তে অভিযানে গিয়ে পাকিস্তানের ৬ সেনা নিহত

সৌদিতে মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে তামাকের দোকান নিষিদ্ধ

নভেম্বরেই গণভোটের দাবিতে ইসিতে জামায়াতসহ ৮ দল

১০

সুখবর পেলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

১১

‘বাহুবলি’ সিনেমার ‘বল্লালদেব’ এবার বাবা হতে চলেছেন

১২

জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবিতে ইসির সামনে সমাবেশ

১৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি কমল 

১৪

৩১ দফা এখন জাতির মুক্তির রূপরেখা : রাশেদুল আহসান রাশেদ

১৫

পালকিতে পূজা চেরি, বরণ করলেন চঞ্চল–নিশো

১৬

আয়ুষ্মান খুরানার সঙ্গে এক ফ্রেমে বাংলাদেশি ক্রিকেটার মারুফা

১৭

সিডনিতে মৃত্যুর মুখ থেকে ফিরে যা বললেন শ্রেয়াস

১৮

ভারতের যৌতুক প্রথা নিয়ে যে বার্তা দিলেন রাজকুমার রাও

১৯

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে

২০
X