অবশেষে এশিয়া কাপে পাকিস্তানকে নিয়ে চলা বিতর্কে মুখ খুললেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। এশিয়া কাপ বয়কটের হুমকি দিলেও কেন শেষ পর্যন্ত পাকিস্তান খেলল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে—সে প্রশ্নের জবাব দিলেন তিনি।
দুবাইয়ে সংবাদ সম্মেলনে নকভি জানান, ১৪ সেপ্টেম্বর ভারত–পাকিস্তান ম্যাচের পর হ্যান্ডশেক বিতর্ক নিয়ে সংকট তৈরি হয়েছিল। আইসিসিকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে তদন্তের অনুরোধ জানালেও সাড়া মেলেনি। শেষ পর্যন্ত পাইক্রফট দলীয় ব্যবস্থাপনা ও অধিনায়কের কাছে ক্ষমা চাইলে পাকিস্তান সরকার ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পরামর্শে ম্যাচে অংশ নেয়ার সিদ্ধান্ত নেয় তারা।
‘এটা খুব বড় সিদ্ধান্ত ছিল। বয়কট করলে ক্রিকেটই ক্ষতিগ্রস্ত হতো। প্রধানমন্ত্রী ও সরকারি কর্মকর্তারা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। আমরা মনিটর করেছি, পরামর্শ নিয়েছি। শেষ পর্যন্ত খেলাই সঠিক মনে হয়েছে,’ বলেন নকভি।
আলোচনায় যুক্ত ছিলেন সাবেক দুই চেয়ারম্যান রমিজ রাজা ও নাজম শেঠিও। শেঠির ভাষায়, ‘পিসিবি সবসময়ই চেয়েছে খেলায় রাজনীতি না মেশাতে। আমরা ক্ষমা চেয়েছিলাম, তা পাওয়া গেছে। ক্রিকেটই এখানে জয়ী।’
তবে সমালোচনা থামছে না। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তান ম্যাচে জয়ের পর সেনাদের প্রতি উৎসর্গ করার মন্তব্য করায় উত্তাপ আরও বেড়েছে। এর জেরেই ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে করমর্দন হয়নি, ভারতীয় শিবির এমনকি নিজেদের ড্রেসিংরুমের দরজাও বন্ধ করে দিয়েছিল পাকিস্তানি খেলোয়াড়দের সামনে।
মন্তব্য করুন