রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ
রাকসু নির্বাচন

ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনাসহ ৭ দফা দাবি ছাত্রশিবিরের

রাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সাত দফা দাবি। ছবি : কালবেলা
রাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সাত দফা দাবি। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ সাত দফা দাবি জানিয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তারা প্রধান নির্বাচন কমিশনার বরাবর জমা দেওয়া স্মারকলিপিতে এই দাবি জানায়।

দাবিগুলোতে বলা হয়েছে, ভোটকেন্দ্রে পোলিং এজেন্টরা যেন তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারেন, এ জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে। ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে পৃথক আইডি কার্ডের ব্যবস্থা রাখা উচিত এবং শুধুমাত্র প্রশাসন অনুমোদিত সাংবাদিকদের প্রবেশের সুযোগ দেওয়া প্রয়োজন।

ভোট গণনা প্রক্রিয়ায় কোনো ত্রুটি বা প্রযুক্তিগত সমস্যা এড়াতে ত্রুটিমুক্ত ওএমআর মেশিন ব্যবহার করা এবং প্রক্রিয়ার জন্য বিশেষজ্ঞ টিম রাখা জরুরি। এ ছাড়া প্রার্থী যদি কোনো আপত্তি তোলেন, তবে ম্যানুয়ালি ভোট গণনার ব্যবস্থা থাকতে হবে।

নিরাপত্তা বাড়াতে প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা প্রয়োজন। ভোটের দিন সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ রাখা হবে। পাশাপাশি নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

শিবির সমর্থিত ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আমরা ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ থেকে এই সাত দফা দাবি জানিয়েছি। আশা করি, নির্বাচন কমিশন আমাদের দাবিগুলো বাস্তবায়ন করবে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, আমরা একটি সুশৃঙ্খল নির্বাচন আয়োজনের চেষ্টা করছি। ছাত্রদল ও ছাত্রশিবিরের দাবিগুলো গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। নির্বাচনের আগে যা সম্ভব, সেগুলো বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেটে ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে মোট ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৪৮ জন, সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫৮ জন ও ১৭টি আবাসিক হলে ৫৯৭ জন রয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সংসদে সহসভাপতি (ভিপি) পদে ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩ জন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া ১৭টি আবাসিক হলে ভিপি পদে ৬১, জিএস পদে ৫৮ জন ও এজিএস পদে ৫৭ জন রয়েছেন। ‎এদের মধ্যে মেয়েদের ৬টি আবাসিক হলে ভিপি পদে ১৬ জন, জিএস পদেও ১৬ জন ও এজিএস পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরাঞ্চলে আলুর রেকর্ড, উৎপাদন এখন কৃষকদের গলার কাঁটা

পদত্যাগকারীদের বিষয়ে নাহিদের বক্তব্য

দুই লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় মামলা

বঞ্চিত হয়েও বিএনপির নামেই মনোনয়ন কিনলেন ৫ নেতা

সাবেক এমপির বিএনপি থেকে পদত্যাগ

ভোটকেন্দ্র মেরামত ও সিসি ক্যামেরা স্থাপনে ইসির নির্দেশ

৩০০ ফিটে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষরোপণ করল অ্যাব 

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ, কক্সবাজার মহাসড়কে অচলাবস্থা

সাতক্ষীরার চারটি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র জমা

১০

বন্দরের অতিরিক্ত ভারী যানবাহনে বছরে ৫০০ কোটি টাকার ক্ষতি চসিকের

১১

প্রকাশ্য দিবালোকে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

১২

আ. লীগ নেতা গ্রেপ্তার

১৩

মনোনয়ন জমা দিলেন মীর হেলাল

১৪

নির্বাচন না হওয়ার আর কোনো সংশয় নেই : মো. আসাদুজ্জামান

১৫

সড়কে প্রাণ গেল যুবদল নেতার

১৬

টিকটকের সঙ্গে এক বছরের চুক্তি বাফুফের

১৭

দেশের ইতিহাসে স্বর্ণের দামে ফের রেকর্ড, বাড়ল কত?

১৮

ভারতের নো-হ্যান্ডশেক নীতিতে পাল্টা অবস্থান পাকিস্তানের

১৯

পবিত্র কোরআনের বাণী স্মরণ করে আল্লাহর নির্দেশনা প্রার্থনা এনসিপি নেত্রীর

২০
X