বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ
রাকসু নির্বাচন

ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনাসহ ৭ দফা দাবি ছাত্রশিবিরের

রাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সাত দফা দাবি। ছবি : কালবেলা
রাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সাত দফা দাবি। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ সাত দফা দাবি জানিয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তারা প্রধান নির্বাচন কমিশনার বরাবর জমা দেওয়া স্মারকলিপিতে এই দাবি জানায়।

দাবিগুলোতে বলা হয়েছে, ভোটকেন্দ্রে পোলিং এজেন্টরা যেন তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারেন, এ জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে। ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে পৃথক আইডি কার্ডের ব্যবস্থা রাখা উচিত এবং শুধুমাত্র প্রশাসন অনুমোদিত সাংবাদিকদের প্রবেশের সুযোগ দেওয়া প্রয়োজন।

ভোট গণনা প্রক্রিয়ায় কোনো ত্রুটি বা প্রযুক্তিগত সমস্যা এড়াতে ত্রুটিমুক্ত ওএমআর মেশিন ব্যবহার করা এবং প্রক্রিয়ার জন্য বিশেষজ্ঞ টিম রাখা জরুরি। এ ছাড়া প্রার্থী যদি কোনো আপত্তি তোলেন, তবে ম্যানুয়ালি ভোট গণনার ব্যবস্থা থাকতে হবে।

নিরাপত্তা বাড়াতে প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা প্রয়োজন। ভোটের দিন সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ রাখা হবে। পাশাপাশি নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

শিবির সমর্থিত ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আমরা ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ থেকে এই সাত দফা দাবি জানিয়েছি। আশা করি, নির্বাচন কমিশন আমাদের দাবিগুলো বাস্তবায়ন করবে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, আমরা একটি সুশৃঙ্খল নির্বাচন আয়োজনের চেষ্টা করছি। ছাত্রদল ও ছাত্রশিবিরের দাবিগুলো গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। নির্বাচনের আগে যা সম্ভব, সেগুলো বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেটে ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে মোট ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৪৮ জন, সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫৮ জন ও ১৭টি আবাসিক হলে ৫৯৭ জন রয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সংসদে সহসভাপতি (ভিপি) পদে ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩ জন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া ১৭টি আবাসিক হলে ভিপি পদে ৬১, জিএস পদে ৫৮ জন ও এজিএস পদে ৫৭ জন রয়েছেন। ‎এদের মধ্যে মেয়েদের ৬টি আবাসিক হলে ভিপি পদে ১৬ জন, জিএস পদেও ১৬ জন ও এজিএস পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে আ.লীগ কর্মীদের বাসা ভাড়া না দিতে মাইকিং

ভারতে ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’ সংক্রমণে ১৯ জনের মৃত্যু

বনানীতে দুই শিসা বারে ডিএনসির অভিযান

বয়কটের হুমকি দিয়েও না করার কারণ জানালেন পিসিবি প্রধান

কর্মচারী দিয়ে ক্লাস-পরীক্ষা পরিচালনার অভিযোগ

শাহীন ঝড়ে বাঁচা-মরার ম্যাচে লড়াকু সংগ্রহ পাকিস্তানের

‘গোলাপী খালার’ পাশে দাঁড়ালেন তারেক রহমান

পরাজিত শক্তির সঙ্গে আঁতাতের রাজনীতি মঙ্গলজনক হবে না: নীরব

চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সমালোচনার কারণ কী?

রাকসু নির্বাচন / ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনাসহ ৭ দফা দাবি ছাত্রশিবিরের

১০

দীর্ঘ ৬ বছর পর বুটেক্সে ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

১১

ফ্যাসিবাদের মতো তামাকও দেশ থেকে নির্মূল করতে হবে : ফরিদা আখতার

১২

ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু

১৩

বৃহস্পতিবার থেকে ৫ দাবিতে যুগপৎ আন্দোলনে ৭ দল

১৪

কনটেইনারে ছিদ্র, তেল নিতে কাড়াকাড়ি

১৫

ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বিএনপির বৈঠক 

১৬

পিআর পদ্ধতি চাই না : দুদু

১৭

শ্রমিক দল নেতাকে আজীবন বহিষ্কার

১৮

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের দাবি উদ্দেশ্যপ্রণোদিত : আসক

১৯

৬ বছরের শিশুকে আছাড় মেরে ‘হত্যা’

২০
X