

পাঁচ দল চূড়ান্ত হওয়ার পর থেকেই দলগুলো নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। নিলামের আগে সরাসরি চুক্তিতে তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এরই মধ্যে একাধিক ফ্র্যাঞ্চাইজি কয়েকজন ক্রিকেটারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর পাঁচ ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করে বিসিবি। রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।
গণমাধ্যমের খবর, এখন পর্যন্ত তিন ফ্র্যাঞ্চাইজি একাধিক দেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে। ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস ড্রাফটের আগে দুইজন করে ক্রিকেটার নিজেদের করে নিয়েছে।
গত আসরে অংশ নেওয়া ঢাকা ক্যাপিটালস সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও বর্তমানের আলোচিত ব্যাটার সাইফ হাসানকে। সিলেট টাইটান্স সিলেটেরই ছেলে নাসুমের সঙ্গে দলে নিয়েছে টাইগার অলরাউন্ডার মিরাজকে। আরেক অলরাউন্ডার শেখ মাহেদী ও স্পিনার তানভীরকে দেখা যাবে চট্টগ্রাম রয়্যালসের জার্সিতে।
মন্তব্য করুন