

আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সিরিজ জয়ের পর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি থেকে সুখবর পেয়েছেন বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার। ঘরের মাঠে অনুষ্ঠিত সিরিজে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই টাইগার ক্রিকেটাদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।
আইরিশদের বিপক্ষে দারুণ ব্যাটিংয়ের পুরস্কারস্বরূপ র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমন। সিরিজজুড়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২১ ধাপ ওপরে উঠে তিনি এখন ৩৮তম স্থানে। র্যাংকিংয়ে উন্নতি হয়েছে আরেক ব্যাটার তাওহীদ হৃদয়েরও।
র্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়ে যৌথভাবে ৪২তম স্থানে জায়গা করে নিয়েছেন হৃদয়। বোলারদের র্যাঙ্কিংয়েও দেখা গেছে বাংলাদেশের উত্থান। টাইগার তারকা পেসার মুস্তাফিজুর রহমান আবারও নিজের সেরা ফর্মের প্রমাণ দিয়েছেন। আয়ারল্যান্ড সিরিজে ধারাবাহিক উইকেট নেওয়ার পুরস্কার হিসেবে তিনি ২ ধাপ এগিয়ে উঠে এসেছেন টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ৮ নম্বরে।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সিরিজই ছিল বাংলাদেশের শেষ সিরিজ। এই সিরিজ জয় নিঃসন্দেহে টাইগার ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে বিশ্বকাপে ভালো করতে। আন্তর্জাতিক সিরিজ না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে লিটন-মুস্তাফিজরা ব্যস্ত সময় পার করবে বিপিএলে।
মন্তব্য করুন