বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত ভারত বিশ্বকাপের ১৫ সদস্যের দলে জায়গা পাননি তামিম ইকবাল। বিসিবি থেকে ড্যাসিং এই ওপেনারের দলে না নেওয়ার কারণ হিসেবে পিঠের ইনজুরির কথা জানানো হয়েছে। তবে এক ভিডিও বার্তায় ভিন্ন কথা বলেছেন তামিম। এমনকি ফিজিওর রিপোর্টে তার খেলতে বাধা ছিল না বলেও জানান বাঁহাতি এই ওপেনার।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় গত কয়েকদিনে ঘটে যাওয়া বিষয় নিয়ে মুখ খুলেছেন তামিম ইকবাল। নিজের ভ্যারিফায়েড ফেসবুক পোস্টে এক ভিডিও বার্তায় দাবি করেছেন, ফিজিওর রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার মতো ফিট ছিলেন ড্যাসিং এই ওপেনার।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিসিবির তিন নির্বাচক স্পষ্ট করেছেন- কেন তামিম বিশ্বকাপ দলে জায়গা পাননি। তিনি আনফিট কিংবা পুরোপুরি ফিট নন বলেও জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তবে চোট থেকে কবে নাগাদ সেরে উঠবেন দেশসেরা এই ওপেনার তা জানাতে পারেননি নির্বাচকরা।
ভিডিও বার্তায় তামিম জানিয়েছেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের পর মানসিক দিক দিয়ে আমি খুব খুশি ছিলাম। গত চার-পাঁচ মাসে যা হয়েছে সব ভুলে গিয়েছিলাম। ম্যাচ শেষেই ইনজুরির অবস্থা ফিজিওকে জানাই। তখন ড্রেসিংরুমে তিন নির্বাচক আসেন। আমি তাদের বলেছিলাম, আমার অবস্থা সামনে এমনই থাকবে। শরীরে ব্যথা থাকবে। তাই আমাকে দলে রাখলে বিষয়টি মাথায় রাখবেন। হোটেলে যাওয়ার পর ফিজিও আবার আমাকে পর্যবেক্ষণ করেন।’
বাঁহাতি এই ওপেনার আরও বলেন, ‘ফিজিও’র রিপোর্টে কোথায়ও উল্লেখ ছিল না আমি খেলতে পারব না। চাইলে যে কেউ এটা নিয়ে আমার সঙ্গে সরাসরি বসতে পারেন। প্রথম ম্যাচ খেলার পর আমি ভালো অবস্থায় ছিলাম। আমার শরীরে ব্যথা ছিল এটা ঠিক। প্রেস কনফারেন্সেও আমি তা বলেছি। অথচ মিডিয়ায় এসেছে, আমার ইনজুরি, আমি পাঁচ ম্যাচের বেশি খেলতে পারব না। তবে ব্যথা থাকলেও আমি ইনজুরড নই।’
মন্তব্য করুন