চলমান বিশ্বকাপ দিয়েই ওয়ানডে ক্যারিয়ার শেষ করবেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক। একের পর এক সেঞ্চুরিতে বিদায়ের মঞ্চটা রাঙিয়ে যাচ্ছেন এই প্রোটিয়া উইকেটকিপার। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা সেঞ্চুরির পর বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিপক্ষেও তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছালেন ডি কক।
বুধবার (১ নভেম্বর) পুনের মহরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ১১৪ রানের ইনিংস খেলেন ডি কক। যা চলতি আসরে নিজের চতুর্থ সেঞ্চুরি। ১১৬ বলের মোকাবিলায় ১০টি চার ও ৩টি ছক্কা হাঁকান প্রোটিয়া ব্যাটার।
২০১৫ ওয়ানডে বিশ্বকাপে চার সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন শ্রীলঙ্কান কিংবদন্তি ব্যাটার কুমার সাঙ্গাকারা। আজ কিউইদের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে লঙ্কান উইকেটকিপারের পাশে বসলেন এই প্রোটিয়া কিপার। ডি ককের সামনে রয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। যিনি ২০১৯ বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচ সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন। আর একটি সেঞ্চুরি হলেই ছুঁয়ে ফেলবেন ভারত অধিনায়ককে।
এক বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটাও নিজের করে নিয়েছেন ডি কক। এ ছাড়া চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রানও দখলে রেখেছেন এই প্রোটিয়া ওপেনার।
ব্ল্যাকক্যাপস অলরাউন্ডার জিমি নিশামকে ছক্কা হাঁকিয়ে ১০৩ বলে শতরান পূর্ণ করেন ডি কক। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ২১তম সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের মধ্যে এবি ডি ভিলিয়ার্স (২৫) ও হাশিম আমলার (২৭) সেঞ্চুরি নিয়ে তার সামনে রয়েছেন।
মন্তব্য করুন