ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পরিচিত একটি দলের নাম জ্যামাইকা তালাওয়াহস। ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার প্রথম ও সর্বশেষ আসরের শিরোপা জয়ী দল তারাই। কিন্তু জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজিকে আগামী আসরে আর দেখা যাবে না জ্যামাইকাকে।
তালাওয়াহসের মালিক ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক গায়ানিজ ব্যবসায়ী কৃষ পারসাউদ। চলতি বছরে দলের মালিকানা সিপিএল কর্তৃপক্ষের কাছেই বিক্রি করে দিয়েছেন তিনি। জ্যামাইকাকে বিক্রির সত্যতা নিশ্চিত করেছেন সিপিএলের এক মুখপাত্র।
ভারতের জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে এই মুখপাত্র জানিয়েছেন, জ্যামাইকা তালাওয়াহসকে সঠিক ও টেকসইভাবে পরিচালনার কোনো পথ না পেয়ে ফ্র্যাঞ্চাইজিটি বিক্রি করে দিয়েছেন স্বত্বাধিকারী কৃষ পারসাউদ। আগামী আসরে অ্যান্টিগা ও বারমুডাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি দিয়ে এটি স্থলাভিষিক্ত হবে।
সিপিএলের প্রথম দুই আসরেও দ্বীপটির একটি ফ্র্যাঞ্চাইজি অ্যান্টিগা হকবিলস নামে অংশ নিয়েছিল। কিন্তু দুই আসরে মাত্র ৩টি ম্যাচ জিততে সক্ষম হয়েছিল দলটি। ২০১৫ সালে অ্যান্টিগা হকবিলসের স্থলাভিষিক্ত হয়েছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।
মন্তব্য করুন