দ্বিতীয় ও শেষ টেস্টে রেকর্ডময় একদিন দেখেছে ক্রিকেট বিশ্ব। প্রথম দিনেই দুই দলের ২৩ উইকেট পড়েছে কেপটাউনের নিউল্যান্ডসে। উইকেট বৃষ্টিকে ছাপিয়ে গিয়েছে বিরাট কোহলির ক্রিকেটীয় স্পিরিট। ক্যারিয়ারের শেষ ইনিংসে মুকেশ কুমারের বলে টেস্ট ক্রিকেটের অসাধারণ ক্যারিয়ারের ইতি ঘটে ডিন এলগারের। প্রোটিয়া অধিনায়ককে সম্মান জানাতেই ভারতীয় পেসারকে উদযাপন করতে নিষেধ করেন কোহলি।
কেপটাউনে টেস্ট ক্যারিয়ারের শেষ ইনিংসে ১২ রানে আউট হন এলগার। দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারে মুকেশ কুমারের বলে স্লিপে বিরাট কোহলিকে ক্যাচ দেন প্রোটিয়া অধিনায়ক। উইকেট পেয়ে উদযাপনই করতে দৌড় দেন ভারত পেসার। তখনই মুকেশকে থামিয়ে দিলেন সাবেক অধিনায়ক। উদযাপনের বদলে এগিয়ে গিয়ে বিদায় জানান এলগারকে। আর এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।
#MukeshKumar's nibbler gets #DeanElgar on his final test! Will #TeamIndia keep racking up wickets before the day's play? Tune in to #SAvIND 2nd Test LIVE NOW | Star Sports Network#Cricket pic.twitter.com/qftk1SpI8D
— Star Sports (@StarSportsIndia) January 3, 2024নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ইনিংসে দুটি চারে ২৮ বলে ১২ রান করেন এলগার। সাজঘরে ফেরার পথে প্রোটিয়া অধিনায়ক পা বাড়ালে কোহলিসহ পুরো ভারত দল এগিয়ে আসে বিদায় জানাতে। কিন্তু কোহলি যেভাবে এলগারকে বিদায় জানান তা সারাজীবন দক্ষিণ আফ্রিকানদের হৃদয়ে গেঁথে থাকবে।
কোহলি শুধু এলগারকে আলিঙ্গনই করেননি, স্টেডিয়াম ভর্তি দর্শকদের বাঁহাতি ওপেনারকে শ্রদ্ধা জানাতে মাথা নত অবস্থায় কুর্নিশ করতে অনুরোধ জানান। মুকেশসহ পুরো দলকে উদযাপনে নিষেধ করেন সাবেক এই অধিনায়ক। কোহলির এমন সম্মান প্রদর্শনের দিনে নিউল্যান্ডসে উপস্থিত দর্শকরা করতালি দিয়ে এলগারকে বিদায় জানান।
২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল এলগারের। ক্যারিয়ারে ৮৬টি টেস্ট খেলে ৫ হাজার ৩৪৭ রান করেন প্রোটিয়া ওপেনার। ১৪টি সেঞ্চুরি ও ২৩টি ফিফটির দেখা পান প্রোটিয়া অধিনায়ক। এ ছাড়া ৮ ওয়ানডেতে ১০৪ রান করেন এলগার।
মন্তব্য করুন