সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি বন্দর নগরীর দলটি। এর আগে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠিয়েছে খুলনা।
শনিবার (২০ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার্স অধিনায়ক এনামুল হক বিজয়। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।
গতকাল সিলেট স্ট্রাইকার্সকে রীতিমতো উড়িয়ে বিপিএল মিশন শুরু করেছে চট্টগ্রাম। শাহাদাত হোসেন দিপু ও নজিবুল্লাহ জাদরানের ঝোড়ো ফিফটিতে ৭ উইকেটে জিতেছে বন্দর নগরীর দলটি। সিলেটের ১৭৮ রানের ৯ বল হাতে রেখে জয় তুলে নিয়েছিল চট্টগ্রাম।
অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিপিএল মিশন শুরু হচ্ছে খুলনা টাইগার্সের।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : শুভাগত হোম (অধিনায়ক), আভিশকা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, নাজিবউল্লাহ জাদরান, ইমরানউজ্জামান, কার্টিস ক্যামফার, নিহাদউজ্জামান, শহিদুল ইসলাম, বিল্লাল খান ও আল আমিন হোসাইন।
খুলনা টাইগার্স একাদশ : এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, শাই হোপ, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, হাবিবুর রহমান সোহান, ফাহিম আশরাফ, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, মকিদুল ইসলাম মুগ্ধ ও ওশানে থমাস।
মন্তব্য করুন