স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৯:৫২ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

হার দিয়ে বিশ্বকাপ শুরু জুনিয়র টাইগারদের

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুব ‍বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধারের মিশনে শুরুটা ভালো হলো বাংলাদেশের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে মোটামুটি মানের টাগের্টেও কিছু করতে পারল না বাংলাদেশের যুবারা। ব্যাটিং ব্যর্থতায় ৮৪ রানে হেরে এবারের যুব বিশ্বকাপ শুরু হলো বাংলাদেশের।

শনিবার (২০ জানুয়ারি) ব্লুমফনটেইনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন আদার্শ সিং। ৮ ওভারে এক মেইডেনসহ ৪৩ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেন মারুফ মৃধা। জবাবে খেলতে নেমে ৪৫ ওভার ৫ বলে ১৬৭ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেছেন শিহাব জেমস।

ব্লুমফন্টেইনে ২৫২ রানের টার্গেটে বাংলাদেশের শুরুটা হয় জঘন্য। ৫০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে পড়ে যুবা টাইগাররা। পঞ্চম উইকেটে আরিফুল ইসলাম আর মোহাম্মদ শিহাব জেমসের ৭৭ রানের জুটিতে লড়াইয়ে ফিরে বাংলাদেশ। তবে ৪১ রানে আরিফুলের বিদায়ের পর অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বিও ৪ করে ফিরলে সব আশা-ভরসা শেষ হয়ে যায়।

জেমস (৫৪) অর্ধশতক করলেও তা দলের কোনো কাজে আসেনি। শেষ পর্যন্ত ৪৫.৫ ওভারে ১৬৭ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

ভারতের সৌমি পান্ডে ২৪ রান খরচায় নেন ৪টি উইকেট। দুটি উইকেট শিকার করেন মুশির খান।

এদিকে দিনের শুরুতে ব্লুমফন্টেইনের উইকেটে ঘাস থাকায় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রহমান। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন পেসার মারুফ মৃধা। ৩১ রানের মধ্যে আরশিন কুলকার্নিকে ৭ এবং মুশির খানকে ৩ রানে বিদায় দেন এই বাঁহাতি পেসার। পাওয়ার প্লেতে দুই উইকেট হারালেও তৃতীয় জুটিতে ম্যাচে ফিরে আসে ভারত যুবারা।

ওপেনার আদর্শ সিং ও অধিনায়ক উদয় শাহরান ১১৬ রানের বিশাল জুটি গড়েন। দুজনের জোড়া ফিফটিতে বড় সংগ্রহের পথে থাকে টিম ইন্ডিয়া। দলীয় ১৪৭ রানের মাথায় আদর্শ সিংকে ৭৬ রানে আউট করেন রিজওয়ান। ভারতীয় যুব অধিনায়ককে ১৬৯ রানের মাথায় সময় বিদায় করেন টাইগার অধিনায়ক রাব্বি। আউট হওয়ার আগে ৬৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন উদয়। তারা দুজন ফিরে গেলে বড় সংগ্রহের পথে হোঁচট খায় ভারত।

আরাভেলি আবানিশ ও প্রিয়াংশু মলিয়াকে ফিরিয়ে ভারতের ব্যাটিংয়ে জোড়া আঘাত হানেন মারুফ মৃধা। দুজনকেই ২৩ রানে সাজঘরে ফেরান এই টাইগার পেসার। মুরুগান অভিষেককে ফিরিয়ে প্রতিযোগিতা ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন মারুফ মৃধা। তবে শেষদিকে শচীন দাসের ২০ বলে ২৬ রানের ইনিংসে ২৫১ রানের লড়াকু সংগ্রহ পায় ভারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘১০০ টেস্ট খেলেছি—এখনও বিশ্বাস হয় না’: মুশফিকুর রহিম

ইউটিউব না ইনস্টাগ্রাম, কোন প্ল্যাটফর্ম থেকে বেশি আয় সম্ভব?

দেশে দুজন দরবেশ, আদালতকে অ্যাটর্নি জেনারেল

চট্টগ্রাম বন্দরে নতুন মাইলফলক, একদিনে ৬৩০১ গেটপাস ইস্যু

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করবে : রিজভী

রোমান আমলের নাট্যশালা ও মুখোশের ভাস্কর্য উদ্ধার

হোন্ডা ফুটসাল লিগ উদ্বোধন করলেন জামাল ভূঁইয়া

গাজার আন্তর্জাতিক বাহিনীতে আরেক মুসলিম দেশকে আহ্বান যুক্তরাষ্ট্রের

ইন্দোনেশিয়ায় সিত্রা পারিওয়ারা ফেস্টিভালের ডাক পেলেন বাংলাদেশের আকরম

মিস ইউনিভার্স মঞ্চে বিতর্ক,আচরণে শালীনতার জবাব দিলেন মিথিলা

১০

এনসিপির মনোনয়ন কিনলেন সেই রিকশাচালক, লড়বেন যে আসন থেকে

১১

ঘরের যে ৮টি জিনিস সরিয়ে রাখলেই ওয়াই-ফাইয়ের গতি বাড়বে

১২

ডাকসু নেত্রী রাফিয়ার বাসায় ককটেল বিস্ফোরণ

১৩

সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকীতে মহিলা পরিষদের শ্রদ্ধা

১৪

একদিনে ‘সুখবর’ পেলেন বিএনপির আরও ১ নেতা

১৫

টেকটেক্সটিল ও টেক্সপ্রসেস ২০২৬-এর জন্য মেসে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশকে ফোকাস কান্ট্রি হিসেবে ঘোষণা করেছে

১৬

নামিদামি মিষ্টির দোকানে ম্যাজিস্ট্রেটের হানা, অতঃপর...

১৭

মোহনলালের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন দক্ষিণী অভিনেত্রী

১৮

টার্মিনাল চুক্তি সরকারের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে : সাইফুল হক

১৯

গ্রি গ্লোবাল বাংলাদেশ পার্টনার’স মিট-২০২৬ সম্পন্ন

২০
X