বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে মুখোমুখি খুলনা টাইগার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টুর্নামেন্টের কোয়ালিফাইয়ার রাউন্ড নিশ্চিতের জন্য জয়ের বিকল্প নেই ফ্রাঞ্চাইজি দুটির। এমন জমজমাট লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা।
বুধবার (৭ ফেব্রুয়ারি) মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন কুমার দাস। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।
চলতি বিপিএলে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে কুমিল্লা ও খুলনা। প্রত্যেক দল সমান ৫টি করে ম্যাচ খেলেছে। চার জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে খুলনা টাইগার্স। অন্যদিকে ৩টি জয়ে পয়েন্ট তালিকার চারে আছে গতবারের চ্যাম্পিয়নরা।
খুলনা টাইগার্স একাদশ: এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মোহাম্মদ নওয়াজ, আকবর আলী, ফাহিম আশরফ, নাহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম, ওয়াসিম জুনিয়র ও নাসুম আহমেদ।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), মোহাম্মদ রিজওয়ান, উইল জ্যাকস, মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, খুশদিল শাহ, আমের জামাল, জাকের আলি, তানভির ইসলাম, আলিস ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
মন্তব্য করুন