বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উদ্বোধনী ম্যাচে কুমিল্লাকে হারিয়েছিল দুর্দান্ত ঢাকা। এরপর আরও ৬ বার মাঠে নেমেছে টুর্নামেন্টের নবাগত ফ্রাঞ্চাইজিটি। প্রত্যেকবারই হারের স্বাদ পেয়েছে ঢাকা বাহিনী। অন্যদিকে দেশের সব অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েও পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ফরচুন বরিশাল। প্রতিযোগিতায় টিকে থাকার লড়াইয়ে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বাহিনী।
শনিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।
এবারের বিপিএলে আট ম্যাচের মধ্যে মাত্র একটি জয় নিশ্চিত করেছে ঢাকা। পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করছে স্বাগতিকরা। অন্যদিকে সাত ম্যাচে তিন জয় নিয়ে কিছুটা ভালো স্থানে আছে ফরচুন বরিশাল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে রয়েছে তামিম ইকবালের দল। প্লে-অফ পর্ব খেলতে হলে আজ জয়ের বিকল্প নেই বরিশালের।
দুর্দান্ত ঢাকা একাদশ: নাঈম শেখ, সাব্বির হোসেন, সাইফ হাসান, তাহজিবুল ইসলাম (কিপার), মেহরব হাসান, চতুরঙ্গ ডি সিলভা, অ্যালেক্স রস, তাসকিন আহমেদ (অধিনায়ক), আরাফাত সানি, শরিফুল ইসলাম ও লাহিরু সামারাকুন।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), আহমেদ শেহজাদ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, শোয়েব মালিক, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম, আকিফ জাভেদ ও ওবেদ ম্যাকয়।
মন্তব্য করুন