স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

তামিমকে দলে ফেরানো নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

তামিমকে দলে ফেরানো নিয়ে কিছু করার জায়গায় নেই গাজী আশরাফ। ছবি : সংগৃহীত
তামিমকে দলে ফেরানো নিয়ে কিছু করার জায়গায় নেই গাজী আশরাফ। ছবি : সংগৃহীত

গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে সর্বশেষ তামিম ইকবালকে দেখা গিয়েছিল। এরপর থেকেই জাতীয় দলের জার্সিতে আর মাঠ মাতাননি দেশসেরা এই ওপেনার। তবে সবসময় টাইগার শিবিরে ফেরা না ফেরার দোটানার মধ্যে ছিলেন তিনি। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, স্বয়ং ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সরাসরি বিষয়টি দেখছেন। এদিকে তামিমকে দলে ফেরানো নিয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও কথা বলেছেন।

সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া প্রধান নির্বাচকে গাজী আশরাফের দেওয়া সাক্ষাৎকারে ওঠে আসে তামিম প্রসঙ্গ। সেখানে তার কাছে প্রশ্ন রাখা হয় তামিমের সঙ্গে তার দলে ফেরা নিয়ে কোনো কথা হয়েছে কি না। জবাবে লিপু বলেন, ‘আমাদের গণ্ডির মধ্যেই রয়েছি। ফরমালি যতটুকু অথরিটি রয়েছি ততটুকুর মধ্যেই আছি। যে কোনো খেলোয়াড়ের সঙ্গেই আমাদের হাই-হ্যালো ধরনের কথা হয়। তামিমকে কে না দলে চায়, সবাই চায়।’

তিনি আরও যোগ করেন, ‘তামিমের সঙ্গে পাপন ভাই কথা বলবেন। গতকাল (৫ মার্চ) জালাল ভাইও সেটি বলেছেন। তাদের সঙ্গে সিরাজ ভাইও কথা বলবেন। বোর্ড সভাপতি সরাসরি ব্যাপারটা দেখছেন। একজন ক্রিকেট খেলোয়াড়ের সঙ্গে আমরা কথা বলতেই পারি, কিন্তু দায়িত্ব নিয়ে কোনো কিছু করার ওই জায়গায় আমরা নাই, এটা বুঝতে হবে।’

এছাড়াও সম্প্রতি টেস্ট দলে সাকিবের ফেরা নিয়েও মুখ খুলেন তিনি। বর্ষীয়ান এই ক্রিকেট কর্তা বলেন, ‘সাকিবকে নতুন করে দেখার কিছু নেই। সে অনেকদিন টেস্টের বাইরে ছিল। হয়তো তার সেরাটা আসেনি, কিন্তু তার উপস্থিতি দলকে অনুপ্রাণিত করেছে। সাকিব জাতীয় দলের জন্য ছাতার মতো। তরুণদের অনেক কিছু শেখার আছে। সাকিব জানে তার সুনাম কীভাবে রাখতে হবে।’

এছাড়াও চোটের কারণে অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সাইফউদ্দিন সম্পর্কে তিনি বলেন, ‘সাইফউদ্দিন একজন ভালো পারফর্মার। সে ইনজুরিতে ছিল, যা তাকে ছিটকে দেয়। এখনো সে বেশ নিবিড় একটা পর্যবেক্ষণে আছে মেডিকেল টিমের। তাকে ছক বেঁধে দেওয়া হয়েছে কতটুকু কী করতে পারবে। আরও কিছু ম্যাচ তাকে দেখার সুযোগ পাব।’

উল্লেখ্য, চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। তার আগে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফরম্যাটটিতে সিরিজ রয়েছে বাংলাদেশের। সর্বশেষ বিপিএলে ভালো করায় সাইফউদ্দিনকে সেখানে রাখার ব্যাপারে জল্পনা চলছে দেশের ক্রিকেট ভক্তদের মাঝে। তবে তামিমের ফেরা নিয়ে সংশয় মিটছে না কোনোভাবেই!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি থাকাকালে চীন তাইওয়ানে হামলা করবে না : ট্রাম্প

ট্রাম্প-পুতিন বৈঠক চলাকালে ইউক্রেনে ৮৫ ড্রোন হামলা

গাজীপুরে সাত মাসে সড়কে প্রাণ গেছে ৩৪ জনের

ঢাকায় আনা হলো হাতির আঘাতে আহত চিকিৎসকদের

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ক্যালিফোর্নিয়ায় দোয়া মাহফিল

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, জেনে নিন কী থাকছে

জনগণ নির্বাচনমুখী হলে কেউ আর আটকতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে : গোলাম পরওয়ার

ইংল্যান্ডের ১৩৬ বছরের রেকর্ড ভাঙতে যাচ্ছেন বেথেল

১০

দেশে আরেক চেতনার উদ্ভব হয়েছে : রিজভী

১১

বানানীতে রাব্বি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল র‌্যাব

১২

তরুণদের রক্তে ফিরতে পারে ত্বকের তারুণ্য

১৩

গণতন্ত্রের জন্য জাতীয় ঐক্য বজায় রাখতে হবে : সালাহউদ্দিন 

১৪

শরতের প্রথম দিন আজ

১৫

বিপুল অস্ত্র উদ্ধার, রাজশাহীতে বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী

১৬

কোনো যুদ্ধবিরতি, ‍কোনো চুক্তি হয়নি : বৈঠকের ফল ‘শূন্য’

১৭

৬৩ বছরে পা রাখতেন রক লেজেন্ড আইয়ুব বাচ্চু

১৮

টাকার বিনিময়ে শেখ মুজিবকে নিয়ে পোস্ট? সামনে এলো সত্য ঘটনা

১৯

যমুনায় দ্রুত বাড়ছে পানি, প্লাবিত নিম্নভূমি

২০
X