স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০১:৪৪ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

ছন্দ হারানো মোস্তাফিজকে ‘চাচার’ পরামর্শ!

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের জার্সিতে শুরুটা দুর্দান্ত করেছিলেন বাংলাদেশের ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান। অভিষেক ম্যাচে করেন আইপিএল ক্যারিয়ারের সেরা বোলিং।

৭ ম্যাচে ১২ উইকেট নিয়ে আছেন সর্বোচ্চ উইকেটশিকারির তালিকার শুরুর দিকে। তবে হঠাৎ ছন্দপতন ঘটেছে কাটার মাস্টারের। সবশেষ তিন ম্যাচে রান দিয়েছেন অকাতরে। বিশেষ করে শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টর্সের বিপক্ষে রান খরচ করেন পঞ্চাশের বেশি।

এতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। তবে হঠাৎ এমন ছন্দ হারানোয় দেশের ক্রিকেটের ‘চাচা’ খালেদ মাহমুদকে পাশে পাচ্ছেন টাইগার পেসার। একবিংশ শতাব্দীর শুরুর দুই দশকের সব ক্রিকেটারের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন ‘চাচা’ হিসেবেই পরিচিত, যা ছড়িয়ে গেছে পরবর্তী প্রজন্মেও।

বুধবার গণমাধ্যমে মোস্তাফিজকে নিয়ে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন বলেন, ‘খেলোয়াড় বাদ দেন সাধারণ মানুষের জীবনেই উত্থান-পতন থাকে। এটা খুবই স্বাভাবিক ঘটনা। মোস্তাফিজ একজন প্রমাণিত আন্তর্জাতিক খেলোয়াড়। ভালো করবে খারাপ করবে এ রকম সময় আসবেই। তাকে আমাদের সমর্থন করতে হবে। মোস্তাফিজ একা ম্যাচ জেতাবে তাহলে তো বাংলাদেশের আর কোনো পেসারের দরকার ছিল না, মোস্তাফিজ খেললেই হতো।’

লখনৌর বিপক্ষে চেন্নাইয়ের এমন হারে কাটার মাস্টারের দোষ দেখছেন না সুজন, ‘অবশ্যই দল হিসেবে খেললে একদিন মোস্তাফিজের খারাপ দিন যাবে কিংবা তাসকিন-শরিফুলের যাবে। কিন্তু দল হিসেবে যখন আমরা ম্যাচ জিতব তখন ওই খারাপটাকে খারাপ বলা যাবে না। মোস্তাফিজকে সবাই দোষ দিলেও আমি কোনোভাবেই দেই না। এটা খেলার অংশ। তখন স্টয়নিস যেভাবে মারছিল স্বাভাবিকভাবেই তখন যে কোনো বোলারের ক্ষেত্রেই সেটা ঘটতে পারত।’

এ সময় মোস্তাফিজকে সতর্ক থাকার পরামর্শ দেন সুজন। বাংলাদেশের সাবেক অধিনায়ক, ‘মোস্তাফিজ যে ম্যাচগুলো জিতিয়েছে, সেসব দারুণ ছিল সেটাও মানতে হবে। সে রকম খেলোয়াড়দের ভালো-খারাপ দিন থাকবেই। উইকেটের সঙ্গে হয়তো সে মানিয়ে নিতে পারেনি। বলটা হয়তো গ্রিপ করতে পারেনি। এটা হতেই পারে। তবে মোস্তাফিজকে সতর্ক থাকতে হবে। এটা আমার কথা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়নপত্র দাখিল করলেন অ্যাডভোকেট ফজলুর রহমান

এখনো নাহিদের সিদ্ধান্তের ওপরেই আস্থা এনসিপি নেত্রী পারুলের

যাচাই শেষে ৭১ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

গুলশান কার্যালয়ে বসেছেন তারেক রহমান

যুবদল নেতা মোহাম্মদ আইয়ুব খানের উদ্যোগে রাতে স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার

জামায়াতের সঙ্গে জোট, নাহিদ ইসলামকে ১৭০ নেতার চিঠি

ডামুড্যায় নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করলেন নুরুদ্দিন আহাম্মেদ অপু

দেশীয় শোবিজে এ বছরের আলোচিত বিয়ে

৩৫ বছর বয়সে প্রাণ গেল সাবেক ডিফেন্ডারের

পুনরায় উত্তরা ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মো. ফয়সাল

১০

হাদি হত্যায় গ্রেপ্তার ভারতীয় দুই সহযোগীর পরিচয় শনাক্ত

১১

শীতকালে ত্বক দীর্ঘসময় কোমল রাখতে লোশন ব্যবহারের সেরা সময়

১২

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

১৩

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি শরীফ, সম্পাদক মিজানুর রহমান সোহেল

১৪

২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাংকিং প্রকাশ, সেরা দশে যারা

১৫

‘এইচআইভি’ সচেতনতার ছবিতে সালমানের পারিশ্রমিক ১ টাকা

১৬

বিটিভিতে দুদিনব্যাপী মৌলিক গানের ব্যান্ড সংগীত উৎসব

১৭

মানুষের কল্যাণে সারাজীবন কাজ করে যেতে চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৮

আট বিভাগে ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক

১৯

বাংলাদেশে টিভিএস শ্রীচক্র লিমিটেডের একমাত্র ডিস্ট্রিবিউটর হলো রানার ট্রেড পার্ক লিমিটেড

২০
X