স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

না খেলেই যেভাবে শীর্ষে সাকিব

মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়ে ছিলেন সাকিব আল হাসান। লঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা কাছে হারিয়ে ছিলেন দীর্ঘদিন ধরে অলরাউন্ডারদের শীর্ষস্থান।

না খেলেই এক সপ্তাহ পর হারানো সিংহাসন ফিরে পেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। বুধবার (৫ জুন) আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে দুই নম্বর থেকে শীর্ষে উঠে এসেছেন সাকিব।

আর এক নম্বরে থাকা শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের অধিনায়ক হাসারাঙ্গা নেমে গেছেন দুই নম্বরে। ফলে বিশ্বের অলরাউন্ডারদের তালিকার শীর্ষে থেকেই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন সাকিব।

গত এক সপ্তাহে আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলেনি টাইগাররা। গত ২৫ মে আইসিসি স্বীকৃত সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ, প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। ২৮ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের আনুষ্ঠানিক

প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও বৃষ্টিতে তা পরিত্যক্ত হয়। এরপর গত ১ জুন ভারতের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেললেও, তা আইসিসি স্বীকৃত নয়। ফলে সে ম্যাচের কোনো কিছু রেকর্ড ভুক্ত হয় না।

না খেললেও শীর্ষস্থান ফিরে পেয়েছেন সাকিব। কারণ পয়েন্ট খুইয়েছেন হাসারাঙ্গা। মে মাসের মাঝামাঝিতে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সমান রেটিং পয়েন্ট ২২৮ নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন হাসারাঙ্গা ও সাকিব। তবে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পয়েন্ট হারান সাকিব। ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে যান তিনি।

সোমবার (৩ জুন) টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় শ্রীলঙ্কা। সে ম্যাচে ৩ ওভার ২ বলে ২২ রানে ২ উইকেট নেন তিনি। তবে শূন্য রাতে আউট হন লঙ্কান অধিনায়ক। এমন পারফরম্যান্সে ৬ রেটিং পয়েন্ট হারান হাসারাঙ্গা।

ফলে বর্তমানে সাকিব পয়েন্ট ২২৩ আর লঙ্কান অলরাউন্ডারের পয়েন্ট ২২২। ফলে শীর্ষে উঠেছেন সাকিব। সেরা পাঁচে অন্য ৩ জন হচ্ছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস।

তবে ব্যাটার ও বোলারদের শীর্ষে কোনো পরিবর্তন হয়নি। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা মোস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি আছেন ২৩ নম্বরে। দীর্ঘদিন ধরে ফর্মহীন লিটন কুমার দাসই (৩৯তম) টাইগার ব্যাটারদের মধ্যে সেরা।

বিশ্বকাপের ডি-গ্রুপে বাংলাদেশকে লড়তে হবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে। আগামী ৮ জুন লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভয়াবহ আগুনে তুলার মিল পুড়ে ছাই

২১ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২১ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

৪ দিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাড়ল বাস ভাড়া

পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় গড়ে তোলা হবে ক্লিন সিটি : চসিক মেয়র

জুলাই সনদে মিত্রদের ‘কাছাকাছি মতামত’ দেওয়ার পরামর্শ বিএনপির

১০

সন্তানকে বাঁচিয়ে প্রাণ দিলেন বাবা

১১

সৈকতে ফের ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

১২

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

১৩

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

১৪

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

১৫

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

১৬

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

১৭

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

১৮

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

১৯

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

২০
X