স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৮:৫১ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৪, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিরল রেকর্ডের সামনে দাঁড়িয়ে যা বললেন সাকিব

মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে চলছে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্ব আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর মাঠে গড়িয়ে প্রায় এক সপ্তাহ হতে চলল। কিন্তু এখনো খেলা হয়নি বাংলাদেশের। শনিবার (৮ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।

বিরল এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এ ম্যাচে মাঠে নামলে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সব আসরে খেলার রেকর্ড গড়বেন তিনি। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে এই রেকর্ডে নাম লেখান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে নিজের অনুভূতির কথা এভাবে জানান সাকিব, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সব আসরে খেলতে পেরে আমি নিজেকে বিশেষাধিকার প্রাপ্ত মনে করছি। সব আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অনেক গর্বিত ও খুশি।’

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্য গ্রিন রেড স্টোরিতে আরও একটি বিশ্বকাপ খেলার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। আইসিসির ভিডিওতে এক ইচ্ছের কথা জানান তিনি, ‘বিশ্বকাপ আসরগুলোতে আমি অনেক বেশি স্মৃতি ও অভিজ্ঞতা অর্জন করেছি। আশা করি, আরও কয়েকটা আসর আসছে।’

৪৭ উইকেট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি বিশ্বসেরা অলরাউন্ডার। প্রথম ক্রিকেটার হিসেবে অর্ধশতক উইকেট শিকারের মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব। আইসিসির ভিডিওতে তাকে নিয়ে কথা বলেছেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার।

তারকা ফাস্ট বোলার তাসকিন আহমেদ বলেছেন, ‘সাকিব আল হাসান মানে কিংবদন্তি। নিজের ধরনে ক্রিকেট খেলেও কীভাবে বিশ্ব ক্রিকেটে বড় তারকা হওয়া যায় তিনি সেই উদাহরণ তৈরি করেছেন। তিনি বাংলাদেশ ক্রিকেট এবং আমাদের জন্য ওই নমুনা দেখিয়েছেন।’

বাঁহাতি পেসার শরীফুল ইসলাম বলেন, ‘আমাদের জন্য অনেক বড় পাওয়া। সিনিয়র-জুনিয়র সবাইকে তিনি অনেক ভালোভাবে সমর্থন করেন। তার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার (ভাগ) করতে পারা আমাদের জন্য গর্বের।’

তরুণ ক্রিকেটারদের কাছে সাকিব অনুকরণীয় বলে উল্লেখ করেন দলের নতুন সদস্য তানজিম হাসান সাকিব। তিনি বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই ভালো পারফর্ম করে আসছেন সাকিব ভাই (সাকিব আল হাসান)। যা এখনো বজায় রয়েছে। তিনি দেখিয়েছেন কীভাবে আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করতে হয় এবং আত্মবিশ্বাস ধরে রাখতে হয়। তিনি সবসময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন, যা আমাদেরও অনেক অনুপ্রাণিত করে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১০

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১১

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১২

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১৩

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১৪

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৫

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৬

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৭

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

১৮

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১৯

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

২০
X