যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে চলছে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্ব আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর মাঠে গড়িয়ে প্রায় এক সপ্তাহ হতে চলল। কিন্তু এখনো খেলা হয়নি বাংলাদেশের। শনিবার (৮ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।
বিরল এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এ ম্যাচে মাঠে নামলে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সব আসরে খেলার রেকর্ড গড়বেন তিনি। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে এই রেকর্ডে নাম লেখান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে নিজের অনুভূতির কথা এভাবে জানান সাকিব, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সব আসরে খেলতে পেরে আমি নিজেকে বিশেষাধিকার প্রাপ্ত মনে করছি। সব আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অনেক গর্বিত ও খুশি।’
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্য গ্রিন রেড স্টোরিতে আরও একটি বিশ্বকাপ খেলার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। আইসিসির ভিডিওতে এক ইচ্ছের কথা জানান তিনি, ‘বিশ্বকাপ আসরগুলোতে আমি অনেক বেশি স্মৃতি ও অভিজ্ঞতা অর্জন করেছি। আশা করি, আরও কয়েকটা আসর আসছে।’
৪৭ উইকেট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি বিশ্বসেরা অলরাউন্ডার। প্রথম ক্রিকেটার হিসেবে অর্ধশতক উইকেট শিকারের মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব। আইসিসির ভিডিওতে তাকে নিয়ে কথা বলেছেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার।
তারকা ফাস্ট বোলার তাসকিন আহমেদ বলেছেন, ‘সাকিব আল হাসান মানে কিংবদন্তি। নিজের ধরনে ক্রিকেট খেলেও কীভাবে বিশ্ব ক্রিকেটে বড় তারকা হওয়া যায় তিনি সেই উদাহরণ তৈরি করেছেন। তিনি বাংলাদেশ ক্রিকেট এবং আমাদের জন্য ওই নমুনা দেখিয়েছেন।’
বাঁহাতি পেসার শরীফুল ইসলাম বলেন, ‘আমাদের জন্য অনেক বড় পাওয়া। সিনিয়র-জুনিয়র সবাইকে তিনি অনেক ভালোভাবে সমর্থন করেন। তার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার (ভাগ) করতে পারা আমাদের জন্য গর্বের।’
তরুণ ক্রিকেটারদের কাছে সাকিব অনুকরণীয় বলে উল্লেখ করেন দলের নতুন সদস্য তানজিম হাসান সাকিব। তিনি বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই ভালো পারফর্ম করে আসছেন সাকিব ভাই (সাকিব আল হাসান)। যা এখনো বজায় রয়েছে। তিনি দেখিয়েছেন কীভাবে আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করতে হয় এবং আত্মবিশ্বাস ধরে রাখতে হয়। তিনি সবসময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন, যা আমাদেরও অনেক অনুপ্রাণিত করে।’
মন্তব্য করুন