টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়েন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বিশ্ব আসরের দ্বিতীয় রাউন্ড সুপার এইটেও বড় দায়িত্ব পেয়েছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট অন্যতম বড় দল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচের ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি। সেই ম্যাচে তার সঙ্গে অপর ফিল্ড আম্পায়ার থাকবেন ক্রিস ব্রাউন।
এ ছাড়া সুপার এইটে টিভি এবং চতুর্থ আম্পায়ার হিসেবেও দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। বাংলাদেশের তিন ম্যাচসহ সুপার এইটের ১২টি ম্যাচের অফিসিয়াল নির্ধারণ করা হয়েছে।
>>>> সুপার এইটের ম্যাচ অফিসিয়াল <<<<
১৯ জুন যুক্তরাষ্ট্র-দক্ষিণ আফ্রিকা (অ্যান্টিগুয়া)
ম্যাচ রেফারিঃ রঞ্জন মদুগলে ফিল্ড আম্পায়ারঃ ক্রিস গ্যাফানি ও রিচার্ড কেটলবরো টিভি আম্পায়ারঃ জোয়েল উইলসন চতুর্থ আম্পায়ারঃ ল্যাংটন রুসেরে
১৯ জুন ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ (সেন্ট লুসিয়া)
ম্যাচ রেফারিঃ জেফ ক্রো ফিল্ড আম্পায়ারঃ নিতিন মেনন ও আহসান রাজা টিভি আম্পায়ারঃ শরফুদ্দৌলা ইবনে শহীদ চতুর্থ আম্পায়ারঃ ক্রিস ব্রাউন
২০ জুন আফগানিস্তান-ভারত (বার্বাদোজ)
ম্যাচ রেফারিঃ ডেভিড বুন ফিল্ড আম্পায়ারঃ রডনি টকার ও পল রাইফেল টিভি আম্পায়ারঃ আলাউদ্দিন পালেকার চতুর্থ আম্পায়ারঃ অ্যালেক্স ওয়ার্ফ
২০ জুন অস্ট্রেলিয়া-বাংলাদেশ (অ্যান্টিগুয়া)
ম্যাচ রেফারিঃ রিচি রিচার্ডসন ফিল্ড আম্পায়ারঃ রিচার্ড ইলিংওয়ার্থ ও মাইকেল গফ টিভি আম্পায়ারঃ কুমার ধর্মসেনা চতুর্থ আম্পায়ারঃ অ্যাড্রিয়ান হলস্টক
২১ জুন ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা (সেন্ট লুসিয়া)
ম্যাচ রেফারিঃ জেফ ক্রো ফিল্ড আম্পায়ারঃ শারফুদ্দৌলা ইবনে শহীদ ও ক্রিস ব্রাউন টিভি আম্পায়ারঃ জোয়েল উইলসন চতুর্থ আম্পায়ারঃ ক্রিস গ্যাফানি
২১ জুন যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ (বার্বডোজ)
ম্যাচ রেফারিঃ ডেভিড বুন ফিল্ড আম্পায়ারঃ পল রাইফেল ও আলাউদ্দিন পালেকার টিভি আম্পায়ারঃ রডনি টকার চতুর্থ আম্পায়ারঃ অ্যালেক্স ওয়ার্ফ
২২ জুন ভারত-বাংলাদেশ (অ্যান্টিওয়া)
ম্যাচ রেফারিঃ রঞ্জন মদুগলে ফিল্ড আম্পায়ারঃ মাইকেল গফ ও অ্যাড্রিয়ান হোল্ডস্টক টিভি আম্পায়ারঃ ল্যাংটন রুসেরে চতুর্থ আম্পায়ারঃ রিচার্ড কেটলবরো
২২ জুন আফগানিস্তান-অস্ট্রেলিয়া (সেন্ট ভিনসেন্ট)
ম্যাচ রেফারিঃ রিচি রিচার্ডসন ফিল্ড আম্পায়ারঃ কুমার ধর্মসেনা ও আহসান রাজা টিভি আম্পায়ারঃ রিচার্ড ইলিংওয়ার্থ চতুর্থ আম্পায়ারঃ নিতিন মেনন
২৩ জুন যুক্তরাষ্ট্র-ইংল্যান্ড (বার্বাডোজ)
ম্যাচ রেফারিঃ ডেভিড বুন ফিল্ড আম্পায়ারঃ ক্রিস গ্যাফানি ও জোয়েল উইলসন টিভি আম্পায়ারঃ পল রাইফেল চতুর্থ আম্পায়ারঃ আলাউদ্দিন পালেকার
২৩ জুন ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা (অ্যান্টিগুয়া)
ম্যাচ রেফারিঃ রঞ্জন মদুগলে ফিল্ড আম্পায়ারঃ রডনি টকার ও অ্যালেক্স ওয়ার্ফ টিভি আম্পায়ারঃ ক্রিস ব্রাউন চতুর্থ আম্পায়ারঃ শরফুদ্দৌলা ইবনে শহীদ
২৪ জুন অস্ট্রেলিয়া-ভারত (সেন্ট লুসিয়া)
ম্যাচ রেফারিঃ জেফ ক্রো ফিল্ড আম্পায়ারঃ রিচার্ড কেটলবরো এবং রিচার্ড ইলিংওয়ার্থ টিভি আম্পায়ারঃ মাইকেল গফ চতুর্থ আম্পায়ারঃ কুমার ধর্মসেনা
২৪ জুন আফগানিস্তান-বাংলাদেশ (সেন্ট ভিনসেন্ট)
ম্যাচ রেফারিঃ রিচি রিচার্ডসন
ফিল্ড আম্পায়ারঃ ল্যাংটন রুসেরে ও নিতিন মেনন
টিভি আম্পায়ারঃ অ্যাড্রিয়ান হোল্ডস্টক
চতুর্থ আম্পায়ারঃ আহসান রাজা
মন্তব্য করুন