স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০৬:২৮ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বসেরা গোলকিপারকে চায় না ম্যানইউ

ম্যানচেস্টার ইউনাইটেড। ছবি : সংগৃহীত
ম্যানচেস্টার ইউনাইটেড। ছবি : সংগৃহীত

বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে ইনফর্ম গোলকিপার কে? ফুটবল ভক্তদের এই প্রশ্ন করা হলে এক বাক্যে উঠে আসবে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের নাম। আর্জেন্টিনার বাজপাখি খ্যাত এই গোলকিপার তার দেশ ও ক্লাবের হয়ে একের পর এক পারফর্ম করে ম্যাচ জিতিয়ে যাচ্ছেন। চলমান কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালেও দুর্দান্ত পারফর্ম করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছেন তিনি। ক্লাব ও দেশের হয়ে দুর্দান্ত খেলতে থাকা এই গোলকিপার অবশ্য খেলতে পারতেন ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। তবে তা হয়ে ওঠেনি।

এমিলিয়ানো মার্তিনেজ গত গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার খুব কাছাকাছি ছিলেন এমনটাই জানিয়েছেন তার এজেন্ট গঞ্জালো গনি। আর্জেন্টাইন গোলরক্ষক, বর্তমানে কোপা আমেরিকায় অসাধারণ খেলে এবং অ্যাস্টন ভিলার ঐতিহাসিক চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফিকেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, রেড ডেভিলদের সাথে ব্যাপকভাবে যুক্ত ছিলেন।

ম্যানইউর সাবেক গোলকিপার ডেভিড দে গিয়ার একাধিক ব্যয়বহুল ভুলের পর, ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার এরিক টেন হাগ গোলকিপিং বিভাগকে পুনর্গঠন করার সিদ্ধান্ত নেন। ডে গিয়া, যিনি তার শট-স্টপিং দক্ষতার জন্য পরিচিত কিন্তু বিতরণে সমালোচিত, ১২ বছর পর ক্লাব ছাড়েন এবং এখনও একজন ফ্রি এজেন্ট।

ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপ জুড়ে অসংখ্য গোলরক্ষক বিবেচনা করেছিল কিন্তু শেষ পর্যন্ত আন্দ্রে ওনানাকে সাইন করেছিল, তার বিতরণ দক্ষতা এবং টেন হাগের সাথে তাদের আয়াক্স সময় থেকে পরিচিতির জন্য। ওনানার অভিষেক মৌসুম অবশ্য ভুলে ভরা ছিল কিন্তু তিনি ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ইউনাইটেডের এফএ কাপ জয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মার্তিনেজ, যিনি কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, ইউনাইটেডের সাথে সাইন করার খুব কাছাকাছি ছিলেন। গনি প্রকাশ করেন যে ক্লাবের ওনানাকে বেছে নেওয়ার সিদ্ধান্ত সত্ত্বেও, ক্লাবের মধ্যে একটি বিশ্বাস রয়েছে যে দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য মার্তিনেজ একটি উপযুক্ত পছন্দ হবেন।

"আজ, তিনি (এমি) সেরা প্রকল্পগুলির মধ্যে একটিতে রয়েছেন। গত বছর, তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে খুব কাছাকাছি ছিলেন। কোচ ওনানাকে বেছে নিয়েছিলেন কারণ তিনি ইতিমধ্যেই তাকে চিনতেন," গনি ইএসপিএন আর্জেন্টিনাকে বলেছেন।

"কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের সবাই পরে ধরে রেখেছিল যে জেতার আদর্শ গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ছিলেন।"

যদিও মার্তিনেজ ভিলা পার্কে রয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার এজেন্ট ইঙ্গিত দিয়েছিলেন যে ভবিষ্যতে নতুন সুযোগ আসতে পারে। "আমরা কথোপকথন করছি, শুনছি, দেখছি এবং আমরা দেখব…" বলেছেন গনি, ইঙ্গিত দিয়েছেন যে ভবিষ্যতে মার্তিনেজ ইউনাইটেড জার্সি পরতেও পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আজারবাইজান

‘বি’ ইউনিটের মাধ্যমে শেষ জবির ভর্তি পরীক্ষা

ক্ষমতার রাজনীতি করতে আসিনি : মান্নান

ঘুম থেকে উঠে মানুষ নাম নেয় আল্লাহর, একজন নেন আমার : মির্জা আব্বাস

প্যারাডাইস ল্যান্ডের ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

নিজের ছাড়া অন্যের ভোটের দিকে হাত বাড়াবেন না : জামায়াত আমির

নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই সরকারি বাসা ছেড়েছি : আসিফ মাহমুদ

ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির ১৪তম ব্যাচের পাসিং আউট অনুষ্ঠিত

কোনো ট্রিটমেন্ট ছাড়াই ত্বক উজ্জ্বল রাখতে যা খাবেন

ইরানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল যুক্তরাষ্ট্র

১০

রংপুরের জনসভায় তারেক রহমান

১১

হজযাত্রীদের নিয়ে নতুন বার্তা দিল ধর্ম মন্ত্রণালয়

১২

এবারের ভোটের সুযোগ একটি ‘মুক্তির বার্তা’ : সেলিমা রহমান

১৩

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

ড. কামরুজ্জামান মিলন আইপিসিসি মেথডোলজি রিপোর্টের প্রধান লেখক নির্বাচিত

১৫

রাজধানীর আবাসিক ভবনে ভয়াবহ আগুন

১৬

ইসরায়েলি দূতকে অবাঞ্চিত ঘোষণা করে দেশ ছাড়ার নির্দেশ

১৭

গরম চা খেতে খেতে ধূমপান করছেন? নীরবে যে ক্ষতি ডেকে আনছেন

১৮

প্রস্রাবের দুর্গন্ধের কারণ, সম্ভাব্য সমস্যা ও প্রতিকার

১৯

ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ / ৪৭ শতাংশ মানুষ মনে করেন তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন

২০
X