স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০১:২৯ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ
নারী ফুটবল বিশ্বকাপ

শেষ মুহূর্তের গোলে হার এড়াল আর্জেন্টিনা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। ছবি : সংগৃহীত

চারবার নারী বিশ্বকাপে অংশ নিয়ে এখনো জয়ের দেখা পায়নি আর্জেন্টিনা। এবারের আসরের শুরুটাও ভালো হয়নি তাদের। ইতালির বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু করা মেসির দেশের নারীদের বিশ্বকাপে জয় আপাতত অধরাই রয়ে গেল। নিজেদের দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়েও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা।

শুক্রবার (২৮ জুলাই) বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া ম্যাচটি ২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে। বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের দ্বারপ্রান্তেই ছিল দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের ডানেডিনের এই ম্যাচে লিন্ডা মতহালো ও থেম্বি কাতলানার গোলে ২-০ গোলে এগিয়ে যায় আফ্রিকার দলটি। ৩০ মিনিটের সময় মতহালো আর ৬৬ মিনিটে কাতলানো গোল করে জয়ের সুবাস দিতে থাকে আফ্রিকান দলটিকে। ৭৪ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থাকা দলটিই শেষ পর্যন্ত জিততে পারল না। প্রথমে আর্জেন্টিনার হয়ে স্কোরলাইন ২-১ করেন সোফিয়া ব্রাউন। ৫ মিনিট পরই গোল শোধ করে দেন রোমিনা নুনেজ।

তবে ২ গোল হজম করলেও আক্রমণ, বল দখল সবদিক থেকেই দক্ষিণ আফ্রিকানদের চেয়ে এগিয়ে ছিল আর্জেন্টিনা। শুরু থেকেই একের পর আক্রমণে আফ্রিকার নারীদের কোণঠাসা করে রাখে তারা। তবে স্রোতের বিপরীতে যেয়ে ম্যাচের ৩০ মিনিটে লিন্ডা মতহালো দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে দেন। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় আফ্রিকার মেয়েরা। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে আর্জেন্টিনার নারীরা। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না তারা। উল্টো ম্যাচের ৬৬ মিনিটে থেম্বি কাতলানো আফ্রিকার হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। এক সময় মনে হচ্ছিল ম্যাচটা সহজেই হেরে যাবে আর্জেন্টিনা।

তবে ম্যাচের ৭৪ মিনিটে সোফিয়া ব্রাউন ২০ গজ দূর থেকে ডান পায়ের শটে ব্যবধান কমান। আর তার পাঁচ মিনিট পর আবারও গোলের দেখা পায় আলবেলিস্তেরা। ৭৯ মিনিটে আর্জেন্টিনার ইয়ামিলা রদ্রিগেজের ক্রস রমিনা নুনেজ হেড করে জালে পাঠান। শেষ পর্যন্ত এই ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলের।

নারী ফুটবলে অসহায় আর্জেন্টিনা এখন পর্যন্ত বিশ্বকাপে কোনো ম্যাচেই জয় পায়নি । একই চিত্র দক্ষিণ আফ্রিকার জন্যও। তারাও বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে। দুই দলের অপেক্ষাটা বাড়ল আরও।

'জি' গ্রুপে দুই দলই খেলে ফেলছে নিজেদের দ্বিতীয় ম্যাচ। যেখানে সমান ১ পয়েন্ট নিয়ে তিন ও চারে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনা। আগামী বুধবার (২ আগস্ট) আর্জেন্টিনা খেলবে সুইডেনের বিপক্ষে। গ্রুপ পর্ব পার করতে সেই ম্যাচ জয় ছাড়াও ইতালির ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে আর্জেন্টিনার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউল শিল্পী আবুল সরকারকে কারাগারে প্রেরণ

যেভাবে জন্মদিন উদযাপন করলেন বুবলী

‘১০০ টেস্ট খেলেছি—এখনও বিশ্বাস হয় না’: মুশফিকুর রহিম

ইউটিউব না ইনস্টাগ্রাম, কোন প্ল্যাটফর্ম থেকে বেশি আয় সম্ভব?

দেশে দুজন দরবেশ, আদালতকে অ্যাটর্নি জেনারেল

চট্টগ্রাম বন্দরে নতুন মাইলফলক, একদিনে ৬৩০১ গেটপাস ইস্যু

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করবে : রিজভী

রোমান আমলের নাট্যশালা ও মুখোশের ভাস্কর্য উদ্ধার

হোন্ডা ফুটসাল লিগ উদ্বোধন করলেন জামাল ভূঁইয়া

গাজার আন্তর্জাতিক বাহিনীতে আরেক মুসলিম দেশকে আহ্বান যুক্তরাষ্ট্রের

১০

ইন্দোনেশিয়ায় সিত্রা পারিওয়ারা ফেস্টিভালের ডাক পেলেন বাংলাদেশের আকরম

১১

মিস ইউনিভার্স মঞ্চে বিতর্ক,আচরণে শালীনতার জবাব দিলেন মিথিলা

১২

এনসিপির মনোনয়ন কিনলেন সেই রিকশাচালক, লড়বেন যে আসন থেকে

১৩

ঘরের যে ৮টি জিনিস সরিয়ে রাখলেই ওয়াই-ফাইয়ের গতি বাড়বে

১৪

ডাকসু নেত্রী রাফিয়ার বাসায় ককটেল বিস্ফোরণ

১৫

সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকীতে মহিলা পরিষদের শ্রদ্ধা

১৬

একদিনে ‘সুখবর’ পেলেন বিএনপির আরও ১ নেতা

১৭

টেকটেক্সটিল ও টেক্সপ্রসেস ২০২৬-এর জন্য মেসে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশকে ফোকাস কান্ট্রি হিসেবে ঘোষণা করেছে

১৮

নামিদামি মিষ্টির দোকানে ম্যাজিস্ট্রেটের হানা, অতঃপর...

১৯

মোহনলালের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন দক্ষিণী অভিনেত্রী

২০
X