শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মেসির উত্তরসূরি? লামিন ইয়ামালের জাদুতে মুগ্ধ ফুটবল বিশ্ব!

রাফিনিয়ার সাথে উদযাপনে ব্যস্ত ইয়ামাল। ছবি : সংগৃহীত
রাফিনিয়ার সাথে উদযাপনে ব্যস্ত ইয়ামাল। ছবি : সংগৃহীত

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ফুটবলার লামিন ইয়ামাল এখনও কিশোর। ব্রেস পরেন, এই জুনে মাধ্যমিক পরীক্ষার ফলাফল পাবেন। কিন্তু ফুটবল মাঠে? ফুটবলের ময়দানে তিনি যেন এক পরিপূর্ণ সুপারস্টার!

মঙ্গলবার (১১ মার্চ) রাতে চ্যাম্পিয়নস লিগের ব্রাগা বনাম বার্সেলোনা ম্যাচে ইয়ামাল আবারও দেখালেন কেন তিনি ইতোমধ্যেই বিশ্বের সেরা ফুটবলারদের একজন হয়ে উঠেছেন।

বার্সেলোনার ৩-১ জয়ের (মোট ৪-১) ম্যাচে প্রথমে অসাধারণ ড্রিবলিংয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে রাফিনিয়ার গোলের সুযোগ তৈরি করেন। এরপর চোখ ধাঁধানো এক কার্লিং শটে বল জড়ান প্রতিপক্ষের জালে—এ যেন আরও একটি রত্ন যোগ হলো তার ঝুলিতে!

ইয়ামাল শুধু একদিনের তারকা নন, গত এক বছর ধরেই ধারাবাহিক পারফর্ম করছেন। তিনি স্পেনকে ইউরো জিতিয়েছেন, লা লিগায় প্রতিপক্ষের রক্ষণের ত্রাস হয়ে উঠেছেন এবং জাতীয় দল ও ক্লাব মিলিয়ে গত বছরখানেকের মধ্যে ৪৫টি গোল ও অ্যাসিস্টে অবদান রেখেছেন।

যখন তিনি প্রথম আলোচনায় আসেন, তখন তাকে বলা হয়েছিল ‘ভবিষ্যতের তারকা’। কিন্তু এখন? তিনি এখন বর্তমানের তারকা। তর্কসাপেক্ষে বর্তমান সময়ের সেরা তারকা তাকে বলা যেতে পারেই। তার বার্সেলোনা ও স্পেন সতীর্থ গাভি অবশ্য সেই তর্কে গেলেন না। তিনি বলেই ফেলেছেন, ‘তাকে মেসির সঙ্গে তুলনা করা ঠিক নয়, কারণ মেসি এক এবং অদ্বিতীয়... কিন্তু আমার মতে, এই মুহূর্তে লামিনই সেরা।’

একজন ১৭ বছর বয়সী খেলোয়াড়কে বিশ্বের সেরা বলা কঠিন, বিশেষ করে যখন রদ্রি (বর্তমান ব্যালন ডি’অর জয়ী), মোহামেদ সালাহ (তার ক্যারিয়ারের সেরা ফর্মে), কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র এর মতো খেলোয়াড়রা আছেন। তবে ইয়ামাল ইতোমধ্যেই সেই তালিকায় ঢুকে পড়েছেন।

তিনি লা লিগায় সর্বোচ্চ অ্যাসিস্ট ও গোল তৈরির সুযোগ তৈরি করেছেন। তার ড্রিবলিংয়ের পরিসংখ্যান ভিনিসিয়ুস জুনিয়রের কাছাকাছি। তার বল কন্ট্রোল ও স্কিল ডিফেন্ডারদের বিব্রত করে দিচ্ছে। এছাড়া, তিনি শুধু নিজে ভালো খেলছেন না, সতীর্থদেরও ভালো খেলতে সাহায্য করছেন। তার কল্যাণে রাফিনিয়ার ফর্ম ফিরে এসেছে, লেভানডোভস্কি এখনও ধারাবাহিক পারফর্ম করছেন, এবং বার্সেলোনা আবারও চ্যাম্পিয়নস লিগের অন্যতম ফেভারিট হয়ে উঠেছে।

মেসির সঙ্গে ইয়ামালের তুলনা অবশ্য স্বাভাবিক। তার খেলা, দৃষ্টি, এবং ম্যাচের ভাগ্য নির্ধারণ করার ক্ষমতা—সবই কিংবদন্তির ছায়া বহন করে। তবে ফুটবল অনিশ্চয়তায় ভরা—ইনজুরি বা ফর্মের ওঠানামা বদলে দিতে পারে সবকিছু।

কিন্তু ২০২৫ সালের শেষ নাগাদ তাকে বিশ্বসেরা বলা হবে—এই ধারণা কি অযৌক্তিক?

এখন মনে হচ্ছে না! লামিন ইয়ামাল ভবিষ্যৎ নন, তিনি বর্তমান!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনের হাদরামাউতে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত

বিমান ভাড়া নিয়ন্ত্রণে অধ্যাদেশ জারি

পূর্ব ইয়েমেনের সাইইউন শহরের সামরিক ঘাঁটি ও বিমানবন্দরে হামলা

ফয়েজ আহমদ তৈয়ব-এর ফেসবুক পোস্ট / এনআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

১০

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

১১

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’, কনস্টেবল প্রত্যাহার

১২

‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’, বৈষম্যবিরোধী নেতার হুমকি

১৩

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

১৪

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

১৫

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল জিম্বাবুয়ে

১৬

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১৭

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের একমাত্র মাধ্যম নির্বাচন : কবির আহমেদ

১৮

সাকিবকে পিছনে ফেলে নতুন উচ্চতায় মুস্তাফিজ

১৯

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

২০
X