স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ক্যাম্প ন্যুতে ইয়ামাল-রাফিনিয়ার সঙ্গী হচ্ছেন সালাহ!

মোহাম্মদ সালাহ। ছবি : সংগৃহীত
মোহাম্মদ সালাহ। ছবি : সংগৃহীত

লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকে দলে ভেড়াতে বড়সড় পদক্ষেপ নিয়েছে স্প্যানিশ ফুটবল জায়ান্ট বার্সেলোনা। ব্রিটিশ গণমাধ্যম Caught Offside -এর প্রতিবেদন অনুসারে, কাতালান ক্লাবটি ইয়ামাল ও রাফিনিয়ার সঙ্গী হিসেবে সালাহকে দলে টানতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে, বিশেষ করে যখন তার লিভারপুলে ভবিষ্যৎ নিয়ে বড়ধরণের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

২০১৭-১৮ মৌসুমে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকেই সালাহ ক্লাবটির ইতিহাসে অন্যতম সেরা ফরোয়ার্ড হয়ে উঠেছেন। চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগসহ একাধিক শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন এই মিশরীয় তারকা। চলতি মৌসুমেও তার পারফরম্যান্স অনবদ্য—৪৩ ম্যাচে ৩২ গোল ও ২২ অ্যাসিস্ট করে নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন।

তবে নতুন চুক্তি নিয়ে সালাহ ও লিভারপুলের মধ্যে যে সমস্যা চলছে, সেটি এখনই সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, মৌসুম শুরুর পর থেকে সালাহর সঙ্গে কোনো নতুন চুক্তির আলোচনা হয়নি, যদিও তার বর্তমান চুক্তি ২০২৫ সালের জুনে শেষ হবে। অর্থাৎ, এই গ্রীষ্মে তিনি চাইলে ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়তে পারেন, যা বার্সেলোনার জন্য এক সুবর্ণ সুযোগ।

আশ্চর্যের বিষয় হলো, সালাহ নিজেই নাকি বার্সেলোনায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন! স্প্যানিশ সংবাদমাধ্যম Sport জানিয়েছে, ২০২৪ সালের শেষ দিকেই সালাহর প্রতিনিধি ও বার্সার মধ্যে আলোচনার সূত্রপাত হয়। এতে বোঝা যাচ্ছে, দুই পক্ষই আগ্রহী, যদিও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও হয়নি।

সালাহকে নিয়ে শুধু বার্সেলোনাই লড়াই করছে না। তাকে সৌদি প্রো লিগে নেওয়ার জন্য বিশাল অঙ্কের প্রস্তাবের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবের একাধিক ক্লাব। অন্যদিকে, নেইমারের বিকল্প খুঁজতে থাকা পিএসজিও সালাহকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী বলে Foot Mercato -এর এক প্রতিবেদনে জানা গেছে।

বার্সেলোনার বর্তমান আক্রমণভাগে রয়েছেন তরুণ প্রতিভা লামিন ইয়ামাল, রাফিনিয়া ও অভিজ্ঞ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। এর মধ্যে সালাহ যোগ দিলে কাতালান ক্লাবটির আক্রমণভাগ আরও বিধ্বংসী হয়ে উঠতে পারে। বয়স ও অভিজ্ঞতার মিশেলে এক নতুন গোলমেশিন তৈরি করতে চায় বার্সা, যেখানে সালাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

লিভারপুলের জার্সিতে সালাহ যে ইতিহাস গড়েছেন, সেটি অনস্বীকার্য। চেলসির হয়ে ব্যর্থতার পর যিনি আবারও ইউরোপিয়ান ফুটবলে নিজের জায়গা করে নিয়েছেন, তার বিদায় লিভারপুলের জন্য হবে এক বিশাল ধাক্কা। লিভারপুল কি তাকে ধরে রাখতে পারবে, নাকি কাতালানদের ডাকে সাড়া দেবেন সালাহ?

এই গ্রীষ্মের দলবদল বাজারের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হতে চলেছে সালাহর ভবিষ্যৎ। বার্সেলোনা কি শেষ পর্যন্ত তাকে দলে ভেড়াতে পারবে? নাকি সৌদি প্রো লিগ বা পিএসজি তাকে হাতছাড়া করবে না?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাথাব্যথা থেকে মুক্তি পেতে কী করবেন

নিজেই আক্রান্ত হাসপাতাল

জ্বর হলে জিভের স্বাদ চলে যাওয়া হতে পারে বড় রোগের লক্ষণ

মেসির জাদুতে মায়ামির নাটকীয় জয়

গাজা সিটি দখলে এগিয়ে যাচ্ছে ইসরায়েল

দেশ গণতন্ত্রের দিকে ফিরে যাচ্ছে : টুকু

খালি পেটে লেবুপানি কি সবার জন্য নিরাপদ? জানুন বিশেষজ্ঞরা মতামত

লোকালয়ে ঢুকে পড়ল বনের প্রাণী, জনমনে আতঙ্ক

বাসি রুটি-ঘি দিয়ে বানানো যায় স্বাস্থ্যকর সকালের নাস্তা

১৭ আগস্ট : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

১০

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১১

১৭ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

রাশিয়ার উপকূলে ভূমিকম্পের আঘাত

১৩

এসিআই পিএলসি-তে চাকরির সুযোগ

১৪

সকাল থেকে ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৫

পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

১৬

গাজীপুরে আগুনে পুড়ল ৪টি ঝুট গুদাম

১৭

নিয়োগ দিচ্ছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড

১৮

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৯

১৭ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

২০
X