বর্তমান ফান্স জাতীয় দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। কিন্তু পিএসজির অধিনায়ক অধিনায়ক নির্বাচনে ভোটাভুটিতে মাত্র এক ভোট পেয়েছেন এই ফরাসি স্ট্রাইকার। এক ভোট পেয়ে চারজনের মধ্যে চতুর্থ হয়েছেন এমবাপ্পে।
ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টস প্রতিবেদনে জানায়, পিএসজির নতুন কোচ লুইস এনরিকে অধিনায়ক নির্বাচনের জন্য একটি নির্বাচন আয়োজন করেন। যেখানে খেলোয়াড়দের গোপন ব্যালটের ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস। মাত্র এক ভোট পেয়ে দলের সবচেয়ে বড় তারকা এমবাপ্পে চারজনের মধ্যে সবার শেষে অবস্থান করেন।
প্রত্যেক ফুটবল ক্লাবে ৪ জন অধিনায়ক ঠিক করে রাখা হয়। দলের মূল অধিনায়ক চোট বা নিষেধাজ্ঞায় থাকলে অথবা ম্যাচের মধ্যে বদলি হলে অপরজন অধিনায়কত্বের আর্মব্যান্ড পরে থাকেন। সর্বাধিক ভোট পেয়ে এবারও পিএসজির অধিনায়ক নির্বাচিত হয়েছেন মার্কিনিয়োস। ভোটের হিসেবে দ্বিতীয় অধিনায়ক নির্বাচিত হয়েছেন পর্তুগিজ দানিলো পেরেইরা।
পিএসজির তৃতীয় অধিনায়ক নির্বাচিত হয়েছেন ফরাসি প্রেসনেল কিমপেম্বে। চারজনের মধ্যে সবার শেষ অর্থাৎ চতুর্থ হয়েছেন এমবাপে। তার বাক্সে পড়েছে কেবল একটি ভোট। তবে সেই ভোটটা তার কাছের বন্ধু আশরাফ হাকিমি দিতে পারেন বলে ধারণা আরএমসি স্পোর্টসের।
২০২০ সালে তৎকালীন অধিনায়ক থিয়াগো সিলভা চেলসিতে যোগ দেন। এরপর থেকেই পিএসজি অধিনায়কত্ব পালন করে আসছেন মার্কিনিয়োস।
মন্তব্য করুন