স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

লা লিগায় খেলতে চান রোমেরো

ক্রিস্টিয়ান রোমেরো। ছবি : সংগৃহীত
ক্রিস্টিয়ান রোমেরো। ছবি : সংগৃহীত

ইউরোপা লিগে টিকে থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্নে যখন ইংলিশ ক্লাব টটেনহ্যাম বিভোর, তখনই তাদের বড় এক ধাক্কা দিলেন দলটির আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। মাঝে স্প্যানিশ লিগে খেলার ইচ্ছা প্রকাশ করে ভবিষ্যৎ নিয়ে জল্পনা উসকে দিলেন আর্জেন্টাইন এই বিশ্বকাপজয়ী তারকা।

টটেনহ্যাম হটস্পারের আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সুযোগ পেলে লা লিগায় খেলার ইচ্ছা আছে তার। তাতে করে চলতি গ্রীষ্মেই তাকে রিয়াল মাদ্রিদ অথবা অ্যাথলেটিকো মাদ্রিদের জার্সিতে দেখা যেতে পারে বলে গুঞ্জন জোরদার হয়েছে।

আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া মাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রোমেরো বলেন, ‘লা লিগা এখনও আমার খেলার তালিকায় বাকি। সত্যি বলতে, আমি সেখানে খেলতে ভালোবাসতাম। এটা সেই একটি লিগ যেখানে এখনো খেলিনি।’

২০২১ সালে আতালান্তা থেকে ধারে টটেনহ্যামে আসার পর চুক্তি স্থায়ী করেন এই ২৬ বছর বয়সী। তবে ইনজুরির কারণে এবারের মৌসুমে মাত্র ২৩টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। গত সোমবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে মাঠে ছিলেন রোমেরো, যা ছিল স্পার্সের চলতি মৌসুমের ১৮তম হার। বর্তমানে তারা আছে প্রিমিয়ার লিগ টেবিলের ১৬তম স্থানে।

তবে হতাশাজনক এই মৌসুমে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে দলটি ইউরোপা লিগে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ নরওয়ের ক্লাব বোডো/গ্লিমট। সেই ম্যাচ ঘিরেই আশাবাদী রোমেরো, ‘অনেক বছর পর ক্লাব এমন অবস্থানে পৌঁছেছে। এটা গুরুত্বপূর্ণ এক ধাপ। আমি শিরোপা জিততে চাই, তবে এটা অনেক বিষয়ের ওপর নির্ভর করে।’

তবে ভবিষ্যৎ নিয়ে এখনই কিছু বলতে নারাজ রোমেরো, ‘আমি এখনো আমার এজেন্টের সঙ্গে বিস্তারিতভাবে কথা বলিনি। আমি সবকিছুর জন্যই উন্মুক্ত। তবে এই মুহূর্তে আমি দিন দিন এগিয়ে যেতে চাই এবং মৌসুমটা ভালোভাবে শেষ করাই আমার লক্ষ্য।’

বিশ্বকাপজয়ী ও দুইবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন এই ডিফেন্ডারকে ঘিরে স্প্যানিশ জায়ান্টদের আগ্রহ থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে মৌসুম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

মোস্তাফিজ–তাসকিনের দ্বৈরথে শেষ হাসি মোস্তাফিজের

ভালুকায় শিশুদের টিকা দিতে এসে ফিরে যাচ্ছেন মায়েরা

দু-একটি সিটের জন্য কতিপয় দল বিক্রি হয়ে যাচ্ছে : হাসনাত আবদুল্লাহ

জনতার ঢলে পরিপূর্ণ তারেক রহমানের সংবর্ধনাস্থল

ছাত্রশিবিরের সদস্য সম্মেলন শুক্রবার

ফ্যাসিবাদবিরোধী জনগণের কাছে এক আশার বাতিঘর তারেক রহমান: নাছির উদ্দীন নাছির

তারেক রহমানকে স্বাগত জানাতে যত আয়োজন

তারেক রহমানের সংবর্ধনা ঘিরে জামায়াতে ইসলামীর শঙ্কা

দুদক কমিশনের সদস্য সংখ্যা বাড়িয়ে পাঁচ, জারি হলো অধ্যাদেশ

১০

হাদি হত্যায় ফয়সালের স্ত্রী-বান্ধবী-শ্যালকের দোষ স্বীকার 

১১

যেভাবে জানতে পারবেন তারেক রহমানকে বহনকারী ফ্লাইটের সর্বশেষ অবস্থান

১২

বড়দিনের শুভেচ্ছা তারেক রহমানের

১৩

তারেক রহমানকে বহনকারী ফ্লাইট পরিচালনায় যে ৩ পাইলট

১৪

মধুর ক্যান্টিনে ভাঙচুর করা ব্যক্তির বিষয়ে যা জানা গেল

১৫

শেষ মুহূর্তে সিলেট টাইটান্সের বড় চমক

১৬

শ্রাবণের পরিবর্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী আজাদ

১৭

সিলেটে এক ঘণ্টা অবস্থান করবেন তারেক রহমান, কড়া নিরাপত্তা

১৮

ভোটারদের কাছে নিরাপত্তাই এখন বড় রাজনৈতিক প্রত্যাশা

১৯

স্লোগানে-স্লোগানে রাতেও মুখর ৩০০ ফিট এলাকা

২০
X