স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের পথে সামিত, আগেভাগেই এলো কানাডার ছাড়পত্র

সামিত সোম। ছবি : সংগৃহীত
সামিত সোম। ছবি : সংগৃহীত

বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে আর খুব বেশি দেরি নেই সামিত সোমের। দেশের ফুটবলপ্রেমীদের আশার আলো জ্বেলে, প্রক্রিয়ার এক গুরুত্বপূর্ণ ধাপে পা রেখেছে বাফুফে। কানাডার হয়ে খেলা এই তরুণ ফুটবলারের জন্য প্রয়োজনীয় অনাপত্তিপত্র আজ (১ মে) সকালে পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিস্ময়ের বিষয় হলো—সেটা এসেছে সামিতের পাসপোর্ট হওয়ার আগেই!

সামিতের বিষয়টি দেখভাল করছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। তিনি জানালেন, ‘আজ সকালে আমরা কানাডা ফুটবল ফেডারেশনের চিঠি হাতে পেয়েছি। তাতে সামিতের কানাডার হয়ে কত মিনিট খেলেছেন, কোন ম্যাচে অংশ নিয়েছেন—সব বিস্তারিত তথ্য রয়েছে। আগামীকাল ওর পাসপোর্টের জন্য আবেদন করব। পাসপোর্ট হলে আমরা সঙ্গে সঙ্গে ফিফাতে আবেদন করব।’

সামিতের জন্ম কানাডায়। সেখানকার জাতীয় দলের হয়ে খেলাও করেছেন। তবে হৃদয়ে বাংলাদেশ, এমনটাই জানান দিয়েছেন তিনি। বাফুফে ইতোমধ্যে জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আগেভাগেই কানাডার কাছে অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছিল। ব্যতিক্রমী এই সিদ্ধান্তে বাফুফে পেয়েছে ইতিবাচক ফল।

ফাহাদ করিম জানালেন, ‘সাধারণত পাসপোর্ট হাতে পাওয়ার পরেই অনাপত্তিপত্র চাওয়া হয়। কিন্তু যেহেতু সামিত নিজের সিদ্ধান্তে অনড়, আমরা ডিক্লেয়ারেশন ও জন্মনিবন্ধনের ভিত্তিতে আবেদন করেছি। কানাডার ফেডারেশনের নির্দিষ্ট বিভাগ ও ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে আগেভাগেই প্রস্তুতি নিই। আশা করেছিলাম আগামী সপ্তাহে পাব, কিন্তু আজই হাতে চলে এসেছে।’

এখন সামনের ধাপ—বাংলাদেশি পাসপোর্ট। কানাডায় বাংলাদেশ হাই কমিশন প্রস্তুত রয়েছে আবেদন গ্রহণের জন্য। পাসপোর্ট হাতে পাওয়ার পর ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে সামিতের বিষয়ে চূড়ান্ত আবেদন করবে বাফুফে।

১০ জুন ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। সেই ম্যাচে সামিতকে খেলাতে চাইলে ৩ জুনের মধ্যেই তাকে নিবন্ধন করতে হবে। বাফুফে আশা করছে, তার আগেই ফিফা থেকে সবুজ সংকেত মিলবে।

তবে উদাহরণ হিসেবে মনে করিয়ে দেওয়া যায়—হামজা চৌধুরীর ক্ষেত্রে ফিফা সিদ্ধান্ত নিতে সময় নিয়েছিল তিন মাসের বেশি। সামিতের ক্ষেত্রে সময় কতটা কমে, সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশের ফুটবল মাঠে সামিতের পা পড়বে কি না, তা এখনও নিশ্চিত না হলেও, আজকের এই অনাপত্তিপত্র সেই সম্ভাবনার দ্বারকে অনেকটাই খুলে দিয়েছে। এখন অপেক্ষা পাসপোর্ট ও ফিফার শেষ অনুমতির।

বাংলাদেশ কি তাহলে আরও এক ‘প্রবাসী রত্ন’ পেতে যাচ্ছে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফসল নয়, মাঠে এখন শুধুই পানি আর হতাশা

আরও ৩ পরমাণুবিজ্ঞানীকে হারাল ইরান

‘ইউনূস-তারেক রহমানের বৈঠক গণতন্ত্রের অগ্রযাত্রাকে উচ্চমাত্রায় নিয়ে গেছে’

ইউরো না খেলার জন্য ভুয়া ইনজুরির কথা ভেবেছিলেন স্প্যানিশ তারকা!

ইরানের হামলায় আতঙ্কে মার্কিন রাষ্ট্রদূতের কাণ্ড

সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগ করলেন আ.লীগ নেতা

ইসরায়েলে হামলা নিয়ে নতুন ঘোষণা দিল ইরান

ইরানকে অস্থিতিশীল করতে মাঠে নামছে মাস্ক

বান্দরবানে পর্যটকের মৃত্যু / ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষা গ্রেপ্তার

মধ্যপ্রাচ্যে এক দেশের গাদ্দারি থামছেই না

১০

তেহরান জ্বালিয়ে দেওয়ার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

১১

দর্শক আরিফিন শুভকে বিয়ে করতে বলছেন

১২

সিলেটে আর কোনো পাথর কোয়ারি খোলা হবে না : পরিবেশ উপদেষ্টা

১৩

পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে যাচ্ছে ইরান?

১৪

ক্ষেতলাল থানায় ১০ মাসে ৫ ওসির বদলি

১৫

নির্বাচন নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত মানুষের জন্য স্বস্তির বার্তা : জাতীয়তাবাদী সমমনা জোট 

১৬

ঝালকাঠিতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

১৭

ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা দখলের পাঁয়তারা করছেন যে ইরানি

১৮

ইসরায়েলের ফের হামলায় ইরানে ২০ শিশুসহ নিহত ৬০

১৯

কারিশমার প্রাক্তন স্বামী মৃত্যুর আগে কী লিখেছিলেন?  

২০
X