স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নতুন সভাপতি পেল ব্রাজিল ফুটবল ফেডারেশন

ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ছবি : সংগৃহীত
ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ছবি : সংগৃহীত

বিতর্ক, আদালত, আর অনিশ্চয়তার অধ্যায় শেষে অবশেষে নেতৃত্ব পরিবর্তনের নতুন পথে হাঁটছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। প্রশাসনিক জালিয়াতির অভিযোগে বরখাস্ত হওয়া সাবেক সভাপতি এডনালদো রদ্রিগেজ শেষমেশ তার পদে ফেরার লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। আর তার স্থলাভিষিক্ত হচ্ছেন ৪১ বছর বয়সী নেতা সামির জাউদ।

সিবিএফের নতুন সভাপতি সামির জাউদ

একটি বিতর্কিত সময়ের পর ব্রাজিল ফুটবল এখন সামনে তাকাতে চায়। সুপ্রিম কোর্টে এডনালদোর আপিল প্রত্যাহার করার পরই সিবিএফ নির্বিঘ্নে নতুন নেতৃত্বের দিকে এগোয়। প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় এককভাবেই নির্বাচিত হয়েছেন সামির জাউদ, যিনি ২৬ মে (রোববার) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

জাউদের এই পদোন্নতি অনেকের জন্যই চমক। তিনি রোরাইমা ফুটবল ফেডারেশনেরও সভাপতি হবেন ২০২৭ সাল থেকে—একটি রাজ্য যার জাতীয় ফুটবলে খুব একটা প্রভাব নেই। তবে তার রাজনৈতিক কৌশল, মসৃণ জোট গড়া এবং পরিবারিক পরিচয়—তার বাবা জেকা জাউদ রোরাইমার ফুটবলে চার দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায়—সব মিলিয়ে তাকে গুরুত্বপূর্ণ করে তোলে।

সাবেক সভাপতি এডনালদো রদ্রিগেজ তার সরে দাঁড়ানোর পেছনে ব্যক্তিগত ও সামাজিক চাপের কথা উল্লেখ করেন। ব্রাজিলের সর্বোচ্চ আদালতে দেওয়া বিবৃতিতে তিনি জানান, ‘ফুটবলে শান্তি ফিরিয়ে আনার গভীর আকাঙ্ক্ষা’ থেকে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে অভিযোগ করেন, কিছু গোষ্ঠী ও ‘অলিগার্কি’ তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা প্রচার চালিয়েছিল।

নতুন সভাপতির দায়িত্ব নেয়ার সঙ্গে সঙ্গে সামনে চলে আসবে এক গুরুত্বপূর্ণ অধ্যায়—কার্লো আনচেলত্তির কোচিংয়ে ব্রাজিল জাতীয় দলের যাত্রা। ইতালিয়ান কোচের দায়িত্বে প্রথম ম্যাচ ৫ জুন, প্রতিপক্ষ ইকুয়েডর, ভেন্যু গায়াকুইল। এরপর ১০ জুন সাও পাওলোতে তারা মুখোমুখি হবে প্যারাগুয়ের।

জাউদ ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন, আধুনিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আরও বিকেন্দ্রীকরণ তার অগ্রাধিকার। সেই সঙ্গে আগের প্রশাসনের নেওয়া আনচেলত্তির নিয়োগকে তিনি সমর্থন জানিয়েছেন, যা ফুটবল উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করতে সহায়ক হবে।

সিবিএফের নেতৃত্বে সামির জাউদের আগমন শুধু একটি দায়িত্ব বদলের ঘটনা নয়—এটি ব্রাজিলীয় ফুটবলের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির ইঙ্গিত। অস্থিরতা পেরিয়ে এক নতুন পথে হাঁটার শুরু হয়েছে, এখন দেখার বিষয়—এই পথে ‘সেলেসাও’ কতদূর এগোয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের বাসে পড়ল ইরানি মিসাইল

দেশে জ্বালানির দাম বাড়ানোর চিন্তা নেই : অর্থ উপদেষ্টা

গলে তিন উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

আইআরজিসির সদর দপ্তরের নতুন প্রধানও নিহত

ঘুমের মধ্যে অতিরিক্ত ঘাম, ক্যানসারের লক্ষণ নয় তো

৫ রাজাকারকে দা দিয়ে কোপানো বীর মুক্তিযোদ্ধা সখিনা মারা গেছেন  

ইসরায়েলের মাটিতে সবচেয়ে বড় ও ভয়াবহ হামলা চালাল ইরান

দুবাই / কমেছে স্বর্ণের দাম, কত টাকা ভরি আজ

বৃষ্টিতে স্লিপ করছিল চাকা, থেমে থেমে গেল মধুমতি ট্রেন

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

১০

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

ইরানের পারমাণবিক কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার বোমা আছে শুধু যুক্তরাষ্ট্রে

১২

নাগরিকদের সরাতে কিছুই করতে পারছে না মার্কিন দূতাবাস

১৩

রোহিঙ্গা ক্যাম্পে তরুণকে গুলি করে হত্যা

১৪

মির্জা ফখরুলের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের বৈঠক

১৫

সীমান্তে ভারতীয় যুবক আটক, সঙ্গে ছিল মদ

১৬

‘মিস্টার ট্রাম্প, আমরা কারা জানতে কারবালার ইতিহাস পড়ুন’

১৭

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি

১৮

হঠাৎ মোটরসাইকেলে বিষধর সাপ, এরপর যা ঘটল 

১৯

গরমে বিপর্যস্ত ক্লাব বিশ্বকাপ, মাঠে নেমেই বিপাকে ফুটবলাররা

২০
X