লা লিগা শিরোপা পুনরুদ্ধার করে মৌসুম শেষ করার পথে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে চারবার হারিয়ে দুর্দান্ত আধিপত্যও দেখিয়েছে তারা। অথচ মৌসুম শেষে প্রাইজমানির হিসাবে দুই দলের পার্থক্য মাত্র ২%! চমকে ওঠার মতোই খবর।
লা লিগা এ মৌসুমে মোট €১.৩ বিলিয়ন টেলিভিশন রাজস্ব বিতরণ করছে ক্লাবগুলোর মধ্যে। তার মধ্যে বার্সা পাচ্ছে সর্বোচ্চ অংশ, €৫৭.৮৪ মিলিয়ন। তবে রিয়াল মাদ্রিদও খুব বেশি পিছিয়ে নয়—তাদের অংশ €৫১.০৩ মিলিয়ন, যা কাতালান ক্লাবটির চেয়ে মাত্র ২ শতাংশ কম!
লা লিগার প্রাইজমানি তিনটি ভাগে বিভক্ত:
চারবারের ‘এল ক্লাসিকো’ জয়, পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা, চ্যাম্পিয়ন হওয়ার পরও যখন পুরস্কার অর্থে বাড়তি কিছু নেই—তখন প্রশ্ন ওঠে, সত্যিই কি প্রাইজমানির এই ফর্মুলা যথাযথ?
গত মৌসুমে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি পেয়েছে £১৭৫.৯ মিলিয়ন, দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল পেয়েছে প্রায় সমান অর্থ (£১৭৫.৫ মিলিয়ন), শুধুমাত্র বেশি ম্যাচ টেলিকাস্ট হওয়ায়। তুলনায় স্প্যানিশ জায়ান্টদের আয় অনেকটাই কম, যা ইউরোপিয়ান ফুটবলের বাণিজ্যিক ব্যবধান স্পষ্ট করে।
শিরোপা জয়ের আনন্দের মাঝেই কাতালান সমর্থকরা হতাশ এই অর্থনৈতিক বাস্তবতায়। অনেকেই মনে করছেন, দীর্ঘমেয়াদে বার্সেলোনাকে আর্থিকভাবে টেকসই রাখতে হলে লিগের বণ্টন প্রক্রিয়ায় পরিবর্তন আনা জরুরি।
শিরোপা জয়, প্রতিপক্ষের উপর আধিপত্য—সব মিলিয়ে এক স্বপ্নের মৌসুম কাটিয়েছে বার্সেলোনা। তবে মাঠের পারফরম্যান্সের প্রতিদান হিসেবে অর্থের হিসাবে খুব একটা লাভবান হতে পারেনি তারা। আর এটিই হয়তো ফুটবল দুনিয়ার বাণিজ্য বাস্তবতার সবচেয়ে বড় রূপক।
মন্তব্য করুন