স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে সমীহ করে মাঠে নামবে সিঙ্গাপুর, তবে চোখ জয়েই

সংবাদ সম্মেলনে সিঙ্গাপুর কোচ। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে সিঙ্গাপুর কোচ। ছবি : সংগৃহীত

বাংলাদেশকে ছোট করে দেখছে না সিঙ্গাপুর। বরং ঢাকায় মঙ্গলবারের গুরুত্বপূর্ণ ম্যাচটিকে ঘিরে পূর্ণ প্রস্তুতি নিয়েই মাঠে নামছে তারা। এশিয়ান কাপ বাছাইয়ের এই লড়াইকে সামনে রেখে সিঙ্গাপুর কোচ সুতোম ওগুরা জানিয়ে দিয়েছেন, প্রতিপক্ষকে সমীহ করেই মাঠে নামবে তার দল, তবে লক্ষ্য একটাই—জয়।

আজ সোমবার প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে সিঙ্গাপুরের এই জাপানি কোচ বলেন, ‘বাংলাদেশ এখন খুবই ভালো দল। আমরা জানি তারা কতটা উন্নতি করেছে। বিশেষ করে হামজা চৌধুরীর মতো ফুটবলার আসার পর তাদের খেলা আরও গোছানো ও ছন্দময় হয়েছে। তবে আমরা প্রস্তুত, ম্যাচটা উপভোগ করতে চাই।’

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ পিছিয়ে—১৮৩তম অবস্থানে। অন্যদিকে, সিঙ্গাপুর ১৬১ নম্বরে। তবে কোচ ওগুরা র‍্যাঙ্কিংয়ের চেয়ে মাঠের পারফরম্যান্সকেই বড় করে দেখছেন, ‘১০ বছর আগে কী হয়েছিল, সেটা নিয়ে ভাবছি না। আমার দায়িত্বে আসার পর থেকে এই দলটিকে গড়ে তুলছি। আমরা বাংলাদেশকে সমীহ করছি, কারণ এখানকার ফুটবল-ভক্তরা আবেগী, মাঠভর্তি দর্শকের সামনে আমাদের সেরাটা দিতে হবে।’

প্রবাসী ফুটবলারদের নিয়ে প্রশ্নে তিনি বলেন, ‘শুধু হামজা নয়, ইতালি, কানাডা, ইংল্যান্ড থেকে বেশ কয়েকজন এসেছে। তারা দলের শক্তি বাড়িয়েছে। তবে আমাদের লক্ষ্য শুধু একজন নয়, পুরো বাংলাদেশ দলকে ঠেকানো।’

সিঙ্গাপুর সদ্য মালদ্বীপকে প্রীতি ম্যাচে ৩-১ ব্যবধানে হারিয়েছে। তবে সেই ম্যাচের আত্মবিশ্বাসে ভেসে যেতে নারাজ ওগুরা। বরং তিনি বলছেন, ‘বাংলাদেশকে হারাতে হলে আমাদের ৯০ মিনিটই পরিকল্পিত ফুটবল খেলতে হবে। এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

সিঙ্গাপুর দলে যেমন অভিজ্ঞ হারুন রশিদের মতো ফুটবলার আছেন, তেমনি উঠে আসছে নতুন মুখও। ওগুরা মনে করেন, অভিজ্ঞতা ও তারুণ্যের এই মিশ্রণ দলকে ভারসাম্য দিচ্ছে।

তবে শুধু কোচ নন, ডিফেন্ডার আমিরুল আদলি জানিয়েছেন বাংলাদেশ ম্যাচ নিয়ে নিজেদের রোমাঞ্চের কথা। ‘আমরা মুখিয়ে আছি খেলতে। বাংলাদেশ অনেক ভালো দল, ভারতের সঙ্গে তাদের সাম্প্রতিক ম্যাচও আমরা দেখেছি। শুধু হামজার বিপক্ষে নয়, পুরো দলের বিপক্ষেই আমাদের প্রস্তুত থাকতে হবে।’

মঙ্গলবার রাত ৭টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ। পুরো দেশ যেখানে ঈদের ছুটির আমেজে, সেখানে জাতীয় দল মাঠে নামছে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে। সিঙ্গাপুর সমীহ করছে ঠিকই, তবে তারা হাল ছেড়ে দিচ্ছে না। বাংলাদেশও ঘরের মাঠে নতুন ইতিহাস গড়তে মরিয়া।

সুতরাং, লড়াইটা যে জমজমাট হবে, তার ইঙ্গিত মিলছে দুই শিবির থেকেই। এখন দেখা যাক, জয় হাসবে কার মুখে!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে : প্রেস সচিব  

বেগম রোকেয়া’র ‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থের ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে ইডব্লিউইউ’র সেমিনার

‘শিক্ষার্থীরা এআই দিয়ে পরীক্ষা দিচ্ছে, প্রিন্সিপাল বসে চা খাচ্ছেন’

বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শুরু

সড়ক ব্যবস্থাপনা সংস্কারে রোড সেফটির ১৮ প্রস্তাব

আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার

শাহজালাল বিমানবন্দরে যাত্রী-স্বজনদের জন্য নতুন নির্দেশনা

নিউমার্কেটে ১১০০ অস্ত্র উদ্ধার মামলায় ৯ কর্মচারী রিমান্ডে

স্বতন্ত্র শিক্ষা ক্যাডার রক্ষার দাবিতে ঢাবিতে বিক্ষোভ

১০

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হবে ডকু-ড্রামা ‘৩৬ জুলাই’

১১

‘ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রাম বন্দরের ৩ টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে দেওয়া হবে’

১২

‎সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে অক্সিজেন সিলিন্ডার পাইপ বিস্ফোরণ

১৩

গণঅভ্যুত্থানে আহত ৭৮ জনকে চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ 

১৪

জরুরি তথ্য চেয়ে মাউশির চিঠি

১৫

দেশ আবারও ওয়ান-ইলেভেন বা ফ্যাসিবাদের দিকে যেতে পারে : নুর

১৬

কমিউনিটি শিল্ড / লিভারপুলকে পেনাল্টিতে হারিয়ে চমক ক্রিস্টাল প্যালেসের

১৭

‘ভারতের বাঁধ নির্মাণ পর্যন্ত অপেক্ষা করব, শেষ হলেই ১০টি মিসাইল মারব’

১৮

রাজশাহী মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত, দায়িত্বে দুই কেন্দ্রীয় নেতা

১৯

নীতিসহায়তা পেলে চিকিৎসা সরঞ্জাম খাত বিলিয়ন ডলারের রপ্তানি শিল্প হবে

২০
X