শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

দুই ম্যাচের পরই নির্বাসনে যাচ্ছে ফুটবল!

ঢাকা জাতীয় স্টেডিয়াম। পুরোনো ছবি
ঢাকা জাতীয় স্টেডিয়াম। পুরোনো ছবি

সংস্কারের কারণে ঢাকা জাতীয় স্টেডিয়াম থেকে দীর্ঘদিন নির্বাসনে ছিল ফুটবল। ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ হয়েছে এ ভেন্যুতে। দুই ম্যাচ আয়োজনের পর ফের গুরুত্বপূর্ণ এ স্থাপনা থেকে নির্বাসিত হচ্ছে ফুটবল।

এবারের নির্বাসনের কারণ মাঠের ঘাস। ঘাস নিয়ে দীর্ঘ আলোচনা, সমালোচনা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কাজটা সঠিকভাবে হয়নি। সংস্কারের পর মাঠে ভিন্ন জাতের ঘাস ছিল। এবার সে ঘাস তুলে নতুনভাবে মাঠ প্রস্তুত করার পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। এ কাজে আড়াই থেকে তিন মাস সময় প্রয়োজন। এ সময়ের মধ্যে জাতীয় স্টেডিয়ামে সব ধরনের ফুটবল কার্যক্রম বন্ধ থাকবে। যার অর্থ হচ্ছে সহসাই ঘরোয়া ফুটবল ফিরছে না দেশের ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ এ ভেন্যুতে। এ স্টেডিয়ামে ঘরোয়া কার্যক্রম না রাখার জন্য পেশাদার লিগ কমিটিকে অনুরোধও জানানো হয়েছে।

ভেন্যুর ঘাস সমস্যা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন্স কমিটির চেয়ারম্যান গোলাম গাউস কালবেলাকে বলছিলেন, ‘মাঠে বর্তমানে যে ঘাস রয়েছে, তা ফুটবলের জন্য আদর্শ নয়। আমরা মাঠ এমনভাবে প্রস্তুত করতে চাই, যা হবে ভালো ফুটবলের জন্য সহায়ক। এ কারণে বর্তমান ঘাস তুলে এখানে নতুন ঘাস রোপণ করতে হবে। এ জন্য আড়াই থেকে তিন মাস সময় প্রয়োজন।’

২০২১ সালে দেশের ফুটবলের প্রাণকেন্দ্র খ্যাত এ ভেন্যু সংস্কার কাজ শুরু হয়। ম্যারাথন সংস্কার শেষে স্টেডিয়াম সম্প্রতি বুঝিয়ে দেওয়া হয়েছে বাফুফেকে। অন্যান্য সংস্কার কাজ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তদারক করলেও মাঠে ঘাস রোপণের কাজটা করেছে স্বয়ং বাফুফে। এজন্য বরাদ্দকৃত টাকাও বাফুফেকে প্রদান করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এনএসসির এক কর্মকর্তা। বর্তমানে মাঠে আছে বারমুডা, বেঙ্গল টাইগার ও ইয়ং প্রজাতির ঘাস। একাধিক প্রজাতির পরিবর্তে ফুটবলের উপযোগী নির্দিষ্ট এক প্রজাতির ঘাস রোপণ করা হবে বলে বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে।

১৬০ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ শেষে শুধু মাঠের ঘাস সমস্যা নয়, আরও কিছু অসংগতি রয়ে গেছে। যার অন্যতম গ্যালারির কিছু অংশের চেয়ার। চেয়ারগুলো এমন জায়গায় স্থাপন করা হয়েছে, যেখানে বসে খেলা দেখার উপায় নেই। সেই চেয়ারগুলো তুলে মশাল গেট সংলগ্ন ফাঁকা জায়গায় স্থাপন করে দিতে এনএসসিকে অনুরোধ করেছে বাফুফে।

এ প্রসঙ্গে গোলাম গাউস বলছিলেন, ‘কিছু আসন এমন জায়গায় স্থাপন করা হয়েছে, সে আসনে বসে খেলা দেখার উপায় নেই। তাই এনএসসিকে অনুরোধ করেছি, ওই আসনগুলো ফাঁকা জায়গায় প্রতিস্থাপন করে দিতে।’ কিন্তু প্রকল্পের কাজ শেষ হয়ে যাওয়ার পর আদৌ বাফুফের চাহিদা অনুযায়ী আসনে বিন্যাস করা সম্ভব কি না—এ নিয়ে প্রশ্ন থাকছেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে ঢাকায় সেমিনার

রাতের আঁধারে বিক্রি হচ্ছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের কারখানার যন্ত্রাংশ

বিএনপি সব ধর্মের মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর : নীরব

বাংলাদেশের ফাইনালের স্বপ্ন গুঁড়িয়ে দিল পাকিস্তান

বাসাপ্রতি ১০০ টাকার বেশি বর্জ্য চার্জ নেওয়া যাবে না : ডিএসসিসির প্রশাসক

গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন

ছাত্রীদের ‘আপত্তিকর’ প্রস্তাব দেওয়া সেই অধ্যক্ষকে ওএসডি

যুক্তরাষ্ট্রের ৬ কোম্পানির ওপর চীনের বড় পদক্ষেপ

একদিনে ৭০ নতুন কমিটি দিল ছাত্রদল, ৩টি বিলুপ্ত

শুরুতেই হোঁচট খেয়ে চাপে বাংলাদেশ

১০

উচ্চতর কমিটির সাদাপাথর পরিদর্শন, সিলেটে পর্যটন নিয়ে মহাপরিকল্পনা

১১

রাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, ক্লাসে ফেরার ঘোষণা জাতীয়তাবাদী শিক্ষকদের

১২

হাইকোর্টে রিট করলেন ১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তা

১৩

সরানো হলো রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহীকে 

১৪

ব্যালট পেপার ইস্যুর জবাব দিল ডাকসু নির্বাচন কমিশন

১৫

রায়পুরায় কৃষক দলের নতুন কমিটি গঠন

১৬

নীলক্ষেতে ব্যালট ছাপার অভিযোগ তদন্ত করছে কমিশন

১৭

‘হেই থাক্কাইকা বাজারে আইতারি না, ঘরবৈঠক আমি’

১৮

ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আইএইচটিতে র‍্যালি ও আলোচনা সভা

১৯

ইউএনডিপি প্রতিনিধিদের সঙ্গে প্রধান বিচারপতির বরিশাল আদালত পরিদর্শন

২০
X