অসুস্থতার কারণে বিমানে উঠতে পারেননি। চিকিৎসকের পরামর্শে সড়কপথে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সেই ফেরার পথটাই হয়ে দাঁড়াল চিরতরের বিদায়ের রাস্তা, বলা হচ্ছে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো দিয়েগো জোতার কথা।
স্পেনের জামোরায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৮ বছর বয়সী এই তারকা। সড়ক দুর্ঘটনায় জোতার সঙ্গেই প্রাণ হারিয়েছেন ভাই আন্দ্রে সিলভাও।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে, স্থানীয় সময় ১২টা ৩৫ মিনিটে। স্পেনের রিয়াস বাজাস মহাসড়কে (A52), বেনাভেন্তের কাছাকাছি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা একটি ল্যাম্বরগিনি উরুস গাড়িতে করে যাচ্ছিলেন সান্তান্দের বন্দরের দিকে। পথে ওভারটেক করার সময় গাড়ির একটি টায়ার ফেটে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তাছাড়া হয়ে যায়। এরপর গাড়িটিতে ভয়াবহ আগুন ধরে যায়।
জরুরি সেবাদানকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের তীব্রতায় কাউকেই আর বাঁচানো সম্ভব হয়নি।
জানা গেছে, জোতা সাম্প্রতিক সময়ে একটি ফুসফুসের অপারেশন করিয়েছিলেন। ডাক্তাররা তাকে বিমানে না ওঠার পরামর্শ দিয়েছিলেন, কারণ ফ্লাইটে বায়ুচাপের তারতম্যে শারীরিক জটিলতা বাড়ার ঝুঁকি ছিল। তাই তিনি সড়কপথে সান্তান্দার বন্দরে যাচ্ছিলেন, সেখান থেকে ফেরিতে ইংল্যান্ডের পোর্টসমাউথে ফেরার কথা ছিল।
জোতার মৃত্যুতে ফুটবলবিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। শোকবার্তা জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, আলেক্সিস ম্যাক অ্যালিস্টারসহ বহু তারকা। প্রিমিয়ার লিগের সর্বশেষ মৌসুমে লিভারপুলের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল তার। জাতীয় দলের হয়ে জিতেছিলেন উয়েফা নেশন্স লিগও।
একটি ভুল মুহূর্ত, একটি বিস্ফোরিত টায়ার—আর তাতেই থেমে গেল এক সম্ভাবনাময় ফুটবল ক্যারিয়ার, নিভে গেল দুটি তরতাজা প্রাণ।
শারীরিক জটিলতা এড়াতে চেয়েছিলেন বলে বিমানে উঠলেন না, তবে সেই জটিলতা যে এতটা প্রাণঘাতী হবে, তা কি কেউ ভেবেছিলেন।
মন্তব্য করুন